ETV Bharat / bharat

Japanese Investment in India : ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির - PM Narendra modi

শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার (PM of Japan Fumio Kishida) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) ৷

japanese pm in India
ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির
author img

By

Published : Mar 19, 2022, 8:24 PM IST

Updated : Mar 19, 2022, 10:49 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : আগামী পাঁচ বছরে ভারতে বিপুল বিনিয়োগ করতে চলেছে জাপান ৷ শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার (PM of Japan Fumio Kishida) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) ৷ এদিন তিনি বলেন, "ভারতে নিজেদের বিনিয়োগ বাড়াবে জাপান ৷ আগামী পাঁচ বছরে 5 ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ 3.2 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগ করবে জাপান ৷"

এদিনের বৈঠকে চিন ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, চিন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ৷ ভারত লাদাখ পরিস্থিত ও চিনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি জাপানকে জানিয়েছে ৷ পূর্ব ও দক্ষিণ চিন সাগর নিয়েও নরেন্দ্র মোদি ও ফুমিয়ো কিশিদার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শ্রিংলা ৷ সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয় বলেও এদিন জাপানকে জানিয়েছে ভারত ৷

ইউক্রেন পরিস্থিতি নিয়েও এদিন নিজেদের মধ্যে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷ ইউক্রেনের পরমানু কেন্দ্রগুলির সুরক্ষা নিয়েও চিন্তিত দুই দেশ ৷ বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও জাপান দুই দেশই মনে করে অবিলম্বে হিংসা বন্ধ করে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার পথ খোঁজা উচিত ৷ এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা-সহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে এদিন কথা হয় দুই প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন : দেশাত্মবোধক ভাষণ, রুশবাহিনীর প্রশংসায় বিশাল সমাবেশ পুতিনের

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন মোদি ও কিশিদা ৷ অর্থনৈতিক, ডিজিটাল উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত দুই দেশ ৷ কথা হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়েও ৷ সাইবার নিরাপত্তা, স্থায়ী উন্নয়ন ও জলদূষণ রোধ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয় এদিন ৷ জল সরবরাহ, স্বাস্থ্য ক্ষেত্র, দূষণ নিয়ন্ত্রণ, যোগাযোগ ক্ষেত্রের উন্নয়নে ঋণ সংক্রান্ত সাতটি চিক্তি সাক্ষর করেছে দুই দেশ ৷ ঠিক হয়েছে জাপান থেকে আপেল আসবে এদেশে, বদলে ভারত থেকে আম রফতানি হবে জাপানে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন নিজের বক্তব্যে, ভারত-জাপান আর্থিক সমঝোতা, ভারতে জাপানের বিনিয়োগের কথা তুলে ধরেন ৷ ভারত-জাপান "এক দল ও এক প্রকল্প" হিসেবে কাজ করছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদি ৷ এদিন নরেন্দ্র মোদিকে টোকিয়োতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ৷ বিশ্ব যখন নানা সমস্যার সম্মুখীন তখন ভারত-জাপান মৈত্রী আন্তর্জাতিক প্রেক্ষাপটে অতঅয়ন্ত গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷

নয়াদিল্লি, 19 মার্চ : আগামী পাঁচ বছরে ভারতে বিপুল বিনিয়োগ করতে চলেছে জাপান ৷ শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার (PM of Japan Fumio Kishida) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) ৷ এদিন তিনি বলেন, "ভারতে নিজেদের বিনিয়োগ বাড়াবে জাপান ৷ আগামী পাঁচ বছরে 5 ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ 3.2 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগ করবে জাপান ৷"

এদিনের বৈঠকে চিন ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, চিন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ৷ ভারত লাদাখ পরিস্থিত ও চিনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি জাপানকে জানিয়েছে ৷ পূর্ব ও দক্ষিণ চিন সাগর নিয়েও নরেন্দ্র মোদি ও ফুমিয়ো কিশিদার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শ্রিংলা ৷ সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয় বলেও এদিন জাপানকে জানিয়েছে ভারত ৷

ইউক্রেন পরিস্থিতি নিয়েও এদিন নিজেদের মধ্যে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷ ইউক্রেনের পরমানু কেন্দ্রগুলির সুরক্ষা নিয়েও চিন্তিত দুই দেশ ৷ বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও জাপান দুই দেশই মনে করে অবিলম্বে হিংসা বন্ধ করে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার পথ খোঁজা উচিত ৷ এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা-সহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে এদিন কথা হয় দুই প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন : দেশাত্মবোধক ভাষণ, রুশবাহিনীর প্রশংসায় বিশাল সমাবেশ পুতিনের

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন মোদি ও কিশিদা ৷ অর্থনৈতিক, ডিজিটাল উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত দুই দেশ ৷ কথা হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়েও ৷ সাইবার নিরাপত্তা, স্থায়ী উন্নয়ন ও জলদূষণ রোধ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয় এদিন ৷ জল সরবরাহ, স্বাস্থ্য ক্ষেত্র, দূষণ নিয়ন্ত্রণ, যোগাযোগ ক্ষেত্রের উন্নয়নে ঋণ সংক্রান্ত সাতটি চিক্তি সাক্ষর করেছে দুই দেশ ৷ ঠিক হয়েছে জাপান থেকে আপেল আসবে এদেশে, বদলে ভারত থেকে আম রফতানি হবে জাপানে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন নিজের বক্তব্যে, ভারত-জাপান আর্থিক সমঝোতা, ভারতে জাপানের বিনিয়োগের কথা তুলে ধরেন ৷ ভারত-জাপান "এক দল ও এক প্রকল্প" হিসেবে কাজ করছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদি ৷ এদিন নরেন্দ্র মোদিকে টোকিয়োতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ৷ বিশ্ব যখন নানা সমস্যার সম্মুখীন তখন ভারত-জাপান মৈত্রী আন্তর্জাতিক প্রেক্ষাপটে অতঅয়ন্ত গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷

Last Updated : Mar 19, 2022, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.