কুরুক্ষেত্র, 16 ডিসেম্বর: দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প কারিগরদের নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক গীতা মহোৎসব 2023 ৷ হরিয়ানার কুরুক্ষেত্রে 7 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই প্রদর্শনীশালা ৷ চলবে 24 ডিসেম্বর পর্যন্ত ৷ গীতা মহোৎসবে এই প্রদর্শনী সকলের নজর কেড়ে নিয়েছে ৷ তার মধ্যে উপস্থিত পর্যটকদের মন কেড়েছে কাশ্মীরের পাল গ্রামের পশমিনা শাল ৷ এক একটি পশমিনা শাল তৈরি করতে সময় লাগে প্রায় এক বছর ৷ প্রদর্শনী মেলায় সেই শাল বিকোচ্ছে 1 লক্ষ টাকারও বেশি দামে ৷
কাশ্মীরের শিল্পী জুবের জানিয়েছেন, গত 8 বছর ধরে আন্তর্জাতিক গীতা মহোৎসবে আসছেন। হয়। গত চার দশক ধরে তার পরিবারের সদস্যরা পশমিনা শাল তৈরি করছেন। এখন পর্যন্ত সবচেয়ে দামি যে পশমিনা শাল তিনি তৈরি করেছেন, তার দাম 6 লক্ষ টাকা। দশম শ্রেণী পাশ করার পর বাবার সঙ্গে পশমিনা শাল তৈরির কাজ শুরু করেন তিনি ৷ এরপর থেকে তিনিই পশমিনা শাল তৈরি করে আসছেন। এই শাল তৈরির জন্য একাধিক পুরস্কার পেয়েছে তাঁর পরিবার ৷ শিল্পী জুবের জানান, বড় ভাই ও তাঁর বাবা 2006 ও 2012 সালে জাতীয় পুরস্কার সম্মানে ভূষিত হয়েছেন। তিনি নিজেও পশমিনা শাল তৈরির জন্য পুরস্কৃত হয়েছেন ৷
দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও পশমিনা শালের খ্যাতি ছড়িয়ে পড়েছে ৷ জুবেরের পরিবারের এক সদস্য 2015 সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ কমিটির তরফ থেকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছে বলে জানান তিনি ৷ বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাঁদের পরিবার বলে জানা গিয়েছে ৷ এই নিয়ে ফিফথ জেনারেশন পশমিনা শাল তৈরির কাজে যুক্ত বলে জানিয়েছেন জুবের ৷
পশমিনা শাল প্রসঙ্গে বলতে গিয়ে জুবের জানান, মোঘল সাম্রাজ্যের সময় থেকে এই শাল জনপ্রিয় ৷ সেই সময়কার রাজা-রানিরা পশমিনা শাল ব্যবহার করা পছন্দ করতেন ৷ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 5 হাজার থেকে 6 লাখ টাকা দামের পশমিনা বানিয়েছেন তিনি ৷ চাহিদা অনুযায়ী এই শাল বানানো হয় ৷ যে শালটির দাম 6 লক্ষ টাকা, সেটি বানাতে সময় লেগেছে 3 বছর ৷ যদি কেউ দামি শাল বানাতে চান, তাহলে তাঁকে আগাম অর্ডার দিতে হয় ৷ আন্তর্জাতিক গীতা মহোৎসবে এখনও পর্যন্ত তাঁদের 1 লাখ টাকা দামের শালও বিক্রি হয়েছে ৷
এই শালের বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে ৷ এই শাল ভীষণ নরম ও উষ্ণ হয় ৷ ফলে পাহাড়ি এলাকার মানুষজন এই শাল গায়ে দিতে পছন্দ করেন ৷ ঠান্ডার হাত থেকে বাঁচতে এই শালের জুড়ি মেলা ভার ৷ এই শাল এতটাই নরম হয় যে আংটির মধ্য দিয়েও পিছলে যেতে পারে ৷ ফলে আন্তর্জাতিক গীতা মহোৎসবে এই পশমিনা শাল দর্শকদের টানছে বেশি করে ৷
আরও পড়ুন
1. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়
2. মিডিয়ায় বাড়ল আদানি গোষ্ঠীর ব্যবসার পরিসর, আইএএনএসের অধিকাংশ শেয়ার কিনে নিল সংস্থা
3. সুরাতে তৈরি বিশ্বের বৃহত্তম কর্পোরেট অফিস! রবিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি