জম্মু, 18 জুলাই: দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণে (Accidental Grenade Blast) প্রাণ গেল এক সেনা ক্যাপ্টেনের ৷ মৃত্যু হয়েছে একজন জুনিয়র কমিশনড অফিসারেরও (Army Captain Killed)৷ জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন পুঞ্চে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷
সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে পুঞ্চের মেন্ধার সেক্টরে ৷ সেই সময় সেখানে কর্তব্যরত ছিলেন মৃত দুই সেনা আধিকারিক ৷ দুর্ঘটনাবশত গ্রেনেড বিস্ফোরণ হলে গুরুতর জখম হন সেনাবাহিনীর ক্যাপ্টেন ও নায়েব সুবেদার (Junior Officer Killed)৷ সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে তাঁদের উধমপুরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসা চলাকালীনই তাঁদের মৃত্যু হয় (Jammu and Kashmir news)৷
আরও পড়ুন: কুলগামে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম 2 জঙ্গি
প্রতিরক্ষা ক্ষেত্রের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, মৃত ক্যাপ্টেনের নাম আনন্দ ও নায়েব সুবেদারের নাম ভগবান সিং ৷ গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷