ETV Bharat / bharat

Jammu Blast : কড়া সতর্কতা জারি পাঠানকোটে

author img

By

Published : Jun 27, 2021, 3:53 PM IST

পাঠানকোট ও সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলিতে রয়েছে বাড়তি নজর ৷ অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে ৷ বিশেষত যে গাড়িগুলি জম্মুর দিকে যাচ্ছে বা জম্মু ও কাশ্মীর থেকে পাঠানকোটের দিকে আসছে, সেগুলিকে ভাল করে পরীক্ষা করা হচ্ছে ৷

Jammu Blast
ছবি

জম্মু, 27 জুন : রাত তখন 1 টা বেজে 27 মিনিট ৷ বিকট শব্দে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর ৷ কিছু বুঝে ওঠার আগেই আবারও কান ফাটানো শব্দ ৷ দ্বিতীয় শব্দটি যখন কানে আসে, তখন রাত 1 টা বেজে 32 মিনিট ৷ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু'টি বিস্ফোরণ ৷ কেঁপে উঠল জম্মু বিমানবন্দর চত্বর ৷ বিমানবন্দরের ভিতরে বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ৷ প্রথমটি টেকনিক্যাল এরিয়ার একতলা বাড়ির ছাদে ৷ পরেরটি একটি খোলা জায়গায় ৷

বিস্ফোরণের তীব্রতা কম থাকার কারণে ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি ৷ বিমানবন্দরের পরিষেবাও মোটের উপর স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে জম্মু বিমানবন্দরের তরফে ৷ তবে দুটি উড়ান বাতিল করা হয়েছে ৷ জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিআরপিএফের ডিআইজি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে ৷ বিস্ফোরণের স্থানে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ বিস্ফোরণের খবর পাওয়া মাত্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল এইচ এস অরোরার সঙ্গে কথা বলেন ৷

এদিকে জম্মুতে বিস্ফোরণের পর থেকেই সজাগ অন্য এলাকাগুলিও ৷ পাঠানকোটে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে ৷ পাঁচ বছর আগে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানা হয়েছিল ৷ পাঠানকোট ও সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলিতে রয়েছে বাড়তি নজর ৷ অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

পাঠানকোটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুরেন্দ্র লাম্বা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "পরিস্থিতি দিকে নজর রেখে আমরা সজাগ রয়েছি । যখনই এই ধরনের কোনও ঘটনা ঘটে, তখন আশপাশের এলাকাগুলিতে সবথেকে বেশি সতর্ক করা হয় ৷ আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ৷ অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে ৷"

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

তিনি আরও জানান, পঞ্জাব পুলিশের বিশেষ কমান্ডো ও সোয়াট দলকেও তৈরি রাখা হচ্ছে এবং প্রয়োজন বুঝে তাঁদের মোতায়েন করা হচ্ছে ৷ বিশেষত যে গাড়িগুলি জম্মুর দিকে যাচ্ছে বা জম্মু ও কাশ্মীর থেকে পাঠানকোটের দিকে আসছে, সেগুলির উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, পে-লোড সহ ড্রোন ব্যবহার করে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরক ফেলা দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ 5-6 কেজি ওজনের আরও একটি আইইডি বিস্ফোরক পুলিশ উদ্ধার করেছে ৷ অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া ওই বিস্ফোরকটির সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ রয়েছে এবং কোনও একটি জনবহুল এলাকায় তারা সেটি লাগানোর ছক কষেছিল ৷

তিনি আরও জানিয়েছেন, এই বিস্ফোরক উদ্ধারের ফলে বড়সড় নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ একইসঙ্গে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণেরও বাকি তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে কাজ করছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷

জম্মু, 27 জুন : রাত তখন 1 টা বেজে 27 মিনিট ৷ বিকট শব্দে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর ৷ কিছু বুঝে ওঠার আগেই আবারও কান ফাটানো শব্দ ৷ দ্বিতীয় শব্দটি যখন কানে আসে, তখন রাত 1 টা বেজে 32 মিনিট ৷ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দু'টি বিস্ফোরণ ৷ কেঁপে উঠল জম্মু বিমানবন্দর চত্বর ৷ বিমানবন্দরের ভিতরে বায়ুসেনার বিশেষ টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণ ৷ প্রথমটি টেকনিক্যাল এরিয়ার একতলা বাড়ির ছাদে ৷ পরেরটি একটি খোলা জায়গায় ৷

বিস্ফোরণের তীব্রতা কম থাকার কারণে ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি ৷ বিমানবন্দরের পরিষেবাও মোটের উপর স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে জম্মু বিমানবন্দরের তরফে ৷ তবে দুটি উড়ান বাতিল করা হয়েছে ৷ জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সিআরপিএফের ডিআইজি ৷ জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে ৷ বিস্ফোরণের স্থানে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ বিস্ফোরণের খবর পাওয়া মাত্র প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বায়ুসেনার উপপ্রধান এয়ার মার্শাল এইচ এস অরোরার সঙ্গে কথা বলেন ৷

এদিকে জম্মুতে বিস্ফোরণের পর থেকেই সজাগ অন্য এলাকাগুলিও ৷ পাঠানকোটে জারি করা হয়েছে কড়া সতর্কতা ৷ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কড়া নজরদারি চালানো হচ্ছে ৷ পাঁচ বছর আগে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গিহানা হয়েছিল ৷ পাঠানকোট ও সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলিতে রয়েছে বাড়তি নজর ৷ অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

পাঠানকোটের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুরেন্দ্র লাম্বা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "পরিস্থিতি দিকে নজর রেখে আমরা সজাগ রয়েছি । যখনই এই ধরনের কোনও ঘটনা ঘটে, তখন আশপাশের এলাকাগুলিতে সবথেকে বেশি সতর্ক করা হয় ৷ আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে ৷ অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে ৷"

আরও পড়ুন : পরপর দু'টি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মুর বায়ুসেনার ঘাঁটি

তিনি আরও জানান, পঞ্জাব পুলিশের বিশেষ কমান্ডো ও সোয়াট দলকেও তৈরি রাখা হচ্ছে এবং প্রয়োজন বুঝে তাঁদের মোতায়েন করা হচ্ছে ৷ বিশেষত যে গাড়িগুলি জম্মুর দিকে যাচ্ছে বা জম্মু ও কাশ্মীর থেকে পাঠানকোটের দিকে আসছে, সেগুলির উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে ৷

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, পে-লোড সহ ড্রোন ব্যবহার করে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরক ফেলা দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ৷ 5-6 কেজি ওজনের আরও একটি আইইডি বিস্ফোরক পুলিশ উদ্ধার করেছে ৷ অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া ওই বিস্ফোরকটির সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ রয়েছে এবং কোনও একটি জনবহুল এলাকায় তারা সেটি লাগানোর ছক কষেছিল ৷

তিনি আরও জানিয়েছেন, এই বিস্ফোরক উদ্ধারের ফলে বড়সড় নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে পুলিশ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ একইসঙ্গে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণেরও বাকি তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে কাজ করছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.