ETV Bharat / bharat

বাহারিন সফরে 200 বছরের পুরনো মন্দির দর্শন বিদেশমন্ত্রীর

author img

By

Published : Nov 25, 2020, 4:26 PM IST

নিজের টুইটার হ্য়ান্ডেলে সেই কথা জানিয়ে বিদেশমন্ত্রী লেখেন, ‘‘মানামায় 200 বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরের দর্শন করে দিনের সূচনা করলাম ৷ এটা বাহারিনের সঙ্গে আমাদের সময়-পরীক্ষিত এবং ঘনিষ্ঠ বন্ধের প্রমাণ ৷’’ দু’দিনের এই বাহারিন সফরে মঙ্গলবার, এস জয়শঙ্কর সেদেশের বিদেশ মন্ত্রী আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্য়া নিয়ে আলোচনা করেন ৷

jaishankar-visits-200-year-old-hindu-temple-in-bahrain
বাহারিন সফরে 200 বছরের পুরনো মন্দির দর্শন বিদেশমন্ত্রীর

মানামা, বাহারিন, 25 নভেম্বর : বাহারিনের দু’শো বছরের পুরনো শ্রীনাথজি মন্দিরের দর্শন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার টুইট করে এই কথা জানান বিদেশমন্ত্রী ৷ এই মুহূর্তে দু’দিনের বিদেশ সফরে বাহারিনে গিয়েছেন তিনি ৷ 24 ও 25 নভেম্বরের এই সফরের দ্বিতীয় দিনে বাহারিনের মানামায় বহু প্রাচীন এই মন্দিরের দর্শন করেন এস জয়শঙ্কর ৷

নিজের টুইটার হ্য়ান্ডেলে মন্দির দর্শনের কথা জানিয়ে বিদেশমন্ত্রী লেখেন, ‘‘মানামায় 200 বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরের দর্শন করে দিনের সূচনা করলাম ৷ এটা বাহারিনের সঙ্গে আমাদের সময়-পরীক্ষিত এবং ঘনিষ্ঠ বন্ধের প্রমাণ ৷’’ দু’দিনের এই বাহারিন সফরে মঙ্গলবার, এস জয়শঙ্কর সেদেশের বিদেশ মন্ত্রী আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্য়া নিয়ে আলোচনা করেন ৷ সেই বৈঠক নিয়েও মঙ্গলবার একটি টুইট করেছিলেন বিদেশমন্ত্রী ৷ তিনি জানিয়েছিলেন, ‘‘আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক উষ্ণ আলাপচারিতার মধ্য়ে দিয়ে বাহারিনের সফরের সূচনা হল ৷ বাহারিনের প্রাক্তন প্রধানমন্ত্রী HRH প্রিন্স খালিফা বিন সালমান আল খালিফার মৃত্য়ুতে তাঁকে সমবেদনা জানিয়েছি ৷’’

  • Began the day with darshan at the 200 year-old Shreenathji Temple at Manama. A testimony to our time- tested and close bonds with Bahrain. pic.twitter.com/U3lD3PrGMG

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর টুইটে এও জানান, তাঁদের বৈঠকে দুই দেশের মধ্য়ে হওয়া ঐতিহাসিক চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্য়ে বোঝাপড়া নিয়ে আলোচনা হয়েছে ৷ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও দু’তরফে মত বিনিময় হয়েছে ৷ পাশাপাশি কোরোনার সময়ে বাহারিনে বসবাসকারী ভারতীয়দের বিশেষ যত্ন নেওয়ার জন্য়, সেদেশের সরকারকে ধন্য়বাদ জানান তিনি ৷

মানামা, বাহারিন, 25 নভেম্বর : বাহারিনের দু’শো বছরের পুরনো শ্রীনাথজি মন্দিরের দর্শন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ বুধবার টুইট করে এই কথা জানান বিদেশমন্ত্রী ৷ এই মুহূর্তে দু’দিনের বিদেশ সফরে বাহারিনে গিয়েছেন তিনি ৷ 24 ও 25 নভেম্বরের এই সফরের দ্বিতীয় দিনে বাহারিনের মানামায় বহু প্রাচীন এই মন্দিরের দর্শন করেন এস জয়শঙ্কর ৷

নিজের টুইটার হ্য়ান্ডেলে মন্দির দর্শনের কথা জানিয়ে বিদেশমন্ত্রী লেখেন, ‘‘মানামায় 200 বছরের পুরনো শ্রীনাথজির মন্দিরের দর্শন করে দিনের সূচনা করলাম ৷ এটা বাহারিনের সঙ্গে আমাদের সময়-পরীক্ষিত এবং ঘনিষ্ঠ বন্ধের প্রমাণ ৷’’ দু’দিনের এই বাহারিন সফরে মঙ্গলবার, এস জয়শঙ্কর সেদেশের বিদেশ মন্ত্রী আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সমস্য়া নিয়ে আলোচনা করেন ৷ সেই বৈঠক নিয়েও মঙ্গলবার একটি টুইট করেছিলেন বিদেশমন্ত্রী ৷ তিনি জানিয়েছিলেন, ‘‘আব্দুল্লাতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে এক উষ্ণ আলাপচারিতার মধ্য়ে দিয়ে বাহারিনের সফরের সূচনা হল ৷ বাহারিনের প্রাক্তন প্রধানমন্ত্রী HRH প্রিন্স খালিফা বিন সালমান আল খালিফার মৃত্য়ুতে তাঁকে সমবেদনা জানিয়েছি ৷’’

  • Began the day with darshan at the 200 year-old Shreenathji Temple at Manama. A testimony to our time- tested and close bonds with Bahrain. pic.twitter.com/U3lD3PrGMG

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর টুইটে এও জানান, তাঁদের বৈঠকে দুই দেশের মধ্য়ে হওয়া ঐতিহাসিক চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্য়ে বোঝাপড়া নিয়ে আলোচনা হয়েছে ৷ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও দু’তরফে মত বিনিময় হয়েছে ৷ পাশাপাশি কোরোনার সময়ে বাহারিনে বসবাসকারী ভারতীয়দের বিশেষ যত্ন নেওয়ার জন্য়, সেদেশের সরকারকে ধন্য়বাদ জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.