ETV Bharat / bharat

Jairam Ramesh over Shah: অমিত শাহকে তলব করা হোক, সিবিআইকে চিঠি জয়রাম রমেশের - সিবিআইকে চিঠি জয়রাম রমেশের

জয়রাম রমেশ এবার সিবিআইকে চিঠি লিখলেন ৷ তাতে তিনি বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের আর্জি জানালেন (Jairam Ramesh demands CBI interrogation for Amit Shah) ।

Jairam Ramesh
অমিত শাহস
author img

By

Published : Mar 23, 2023, 9:33 AM IST

Updated : Mar 23, 2023, 10:09 AM IST

নয়াদিল্লি, 23 মার্চ: সিবিআই তদন্তের দাবি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ সিবিআইকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বিজেপির শীর্ষ নেতা শাহ নির্বাচনী প্রচারে মেঘালয়ে গিয়েছিলেন ৷ সেখানে 17 ফেব্রুয়ারি তিনি মেঘালয়ের তৎকালীন মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ মেঘালয়ে সাংমার সরকার দুর্নীতিতে জড়িত বলে প্রচারে দাবি করেন তিনি ৷ আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এদিকে 2023 সালের নির্বাচনের পর মেঘালয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই কনরাড সাংমা ৷ আর তাঁর সরকারকে সমর্থন জানিয়েছে বিজেপি ৷

তাঁর বক্তব্য, শাহ যখন কনরাড রমেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তাহলে তিনি নিশ্চয়ই এ বিষয়ে অনেক কিছু জানেনে ৷ তাঁর কাছে তথ্য আছে ৷ তাই সিবিআই এর তদন্ত করুক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করুক (Jairam Ramesh asks Director of CBI to question the Home Minister Amit Shah over Conrad Sangma) ৷

  • I have written to the Director of CBI asking CBI to question the Home Minister further on his categorical assertion that Conrad Sangma's Govt in Meghalaya was the most corrupt in the country-That of course did not prevent BJP from supporting the same Conrad Sangma again. pic.twitter.com/PxJn52J8ui

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'দিল্লি, গুয়াহাটি, বাংলা মেঘালয় চালাবে না !' বার্তা 'বন্ধু' মমতার

সিবিআইকে চিঠিতে জয়রাম রমেশ আরও জানান, "17 ফেব্রুয়ারি একটি জনসভায় শ্রীঅমিত শাহ বলেছেন, মেঘালয়ের সরকার দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সরকার ৷ শ্রীঅমিত শাহ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ৷ তাই তাঁর পক্ষে এ বিষয়ে জানা সম্ভব ৷ তাই তাঁর কাছে নিশ্চয়ই দুর্নীতি সংক্রান্ত তথ্য আছে, যার জন্য তিনি এই সারমর্মে পৌঁছেছেন ৷ তিনি বিজেপির প্রাক্তন সভাপতিও ৷ তিনি মেঘালয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলেছেন, তার সপক্ষে কোনও তথ্য দিতে পারেননি ৷ এর কোনও ব্যাখ্যা নেই ৷ কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের কাছে আর্জি জানাব, অমিত শাহকে সমন পাঠান ৷ মেঘালয় সরকারের দুর্নীতির পক্ষে যে সব তথ্য তাঁর কাছে আছে, তা তিনি সিবিআইকে দিন ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর এই বার্তার পিছনে তাঁর দল বা অন্য কোনও সংগঠনের চাপ আছে কি না, তাও খতিয়ে দেখার আবেদন জানান প্রবীণ কংগ্রেস নেতা ৷ বিধানসভা নির্বাচনের আগে মেঘালয় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন অমিত শাহ ৷ 2023 সালের নির্বাচনের পরে সেই মেঘালয় সরকারে মুখ্যমন্ত্রী হয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমাই (National People's Party) ৷ আর তাঁকে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টি, যার অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ ৷ এই প্রশ্নটিও তুলেছেন জয়রাম ৷

আরও পড়ুন: মুকুলের ম্যাজিক ? মেঘালয়ে সরকার গড়ার ঘোষণা করেও হোঁচট এনপিপি'র

নয়াদিল্লি, 23 মার্চ: সিবিআই তদন্তের দাবি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ সিবিআইকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ বিজেপির শীর্ষ নেতা শাহ নির্বাচনী প্রচারে মেঘালয়ে গিয়েছিলেন ৷ সেখানে 17 ফেব্রুয়ারি তিনি মেঘালয়ের তৎকালীন মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ মেঘালয়ে সাংমার সরকার দুর্নীতিতে জড়িত বলে প্রচারে দাবি করেন তিনি ৷ আর এ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এদিকে 2023 সালের নির্বাচনের পর মেঘালয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই কনরাড সাংমা ৷ আর তাঁর সরকারকে সমর্থন জানিয়েছে বিজেপি ৷

তাঁর বক্তব্য, শাহ যখন কনরাড রমেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন, তাহলে তিনি নিশ্চয়ই এ বিষয়ে অনেক কিছু জানেনে ৷ তাঁর কাছে তথ্য আছে ৷ তাই সিবিআই এর তদন্ত করুক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে জিজ্ঞাসাবাদ করুক (Jairam Ramesh asks Director of CBI to question the Home Minister Amit Shah over Conrad Sangma) ৷

  • I have written to the Director of CBI asking CBI to question the Home Minister further on his categorical assertion that Conrad Sangma's Govt in Meghalaya was the most corrupt in the country-That of course did not prevent BJP from supporting the same Conrad Sangma again. pic.twitter.com/PxJn52J8ui

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'দিল্লি, গুয়াহাটি, বাংলা মেঘালয় চালাবে না !' বার্তা 'বন্ধু' মমতার

সিবিআইকে চিঠিতে জয়রাম রমেশ আরও জানান, "17 ফেব্রুয়ারি একটি জনসভায় শ্রীঅমিত শাহ বলেছেন, মেঘালয়ের সরকার দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সরকার ৷ শ্রীঅমিত শাহ দেশের স্বরাষ্ট্র মন্ত্রী ৷ তাই তাঁর পক্ষে এ বিষয়ে জানা সম্ভব ৷ তাই তাঁর কাছে নিশ্চয়ই দুর্নীতি সংক্রান্ত তথ্য আছে, যার জন্য তিনি এই সারমর্মে পৌঁছেছেন ৷ তিনি বিজেপির প্রাক্তন সভাপতিও ৷ তিনি মেঘালয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলেছেন, তার সপক্ষে কোনও তথ্য দিতে পারেননি ৷ এর কোনও ব্যাখ্যা নেই ৷ কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের কাছে আর্জি জানাব, অমিত শাহকে সমন পাঠান ৷ মেঘালয় সরকারের দুর্নীতির পক্ষে যে সব তথ্য তাঁর কাছে আছে, তা তিনি সিবিআইকে দিন ৷"

কেন্দ্রীয় মন্ত্রীর এই বার্তার পিছনে তাঁর দল বা অন্য কোনও সংগঠনের চাপ আছে কি না, তাও খতিয়ে দেখার আবেদন জানান প্রবীণ কংগ্রেস নেতা ৷ বিধানসভা নির্বাচনের আগে মেঘালয় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেছেন অমিত শাহ ৷ 2023 সালের নির্বাচনের পরে সেই মেঘালয় সরকারে মুখ্যমন্ত্রী হয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির প্রধান কনরাড সাংমাই (National People's Party) ৷ আর তাঁকে সমর্থন করেছে ভারতীয় জনতা পার্টি, যার অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ ৷ এই প্রশ্নটিও তুলেছেন জয়রাম ৷

আরও পড়ুন: মুকুলের ম্যাজিক ? মেঘালয়ে সরকার গড়ার ঘোষণা করেও হোঁচট এনপিপি'র

Last Updated : Mar 23, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.