হরিদ্বার, 18 ডিসেম্বর : 2022 সালের শুরুতেই বিধানসভার ভোট হবে উত্তরাখণ্ডে (Uttarakhand Assembly election 2022) ৷ তার আগে শনিবার একদফা জনসংযোগ সেরে নিলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ এদিন হরিদ্বারে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি (J P Nadda Road Show in Haridwar) ৷ সেই কর্মসূচি চলাকালীই ইটিভি ভারতের প্রতিনিধিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন নাড্ডা ৷
আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি
এদিন নাড্ডার সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য নেতা মদন কৌশিক ৷ মাথায় পাগড়ি বেঁধে রীতিমতো রাজকীয় ভঙ্গিতে জনতার সামনে আসেন তাঁরা ৷ কর্মী, সমর্থকদের মিছিলের পিছন পিছন সুসজ্জিত গাড়িতে সওয়ার ছিলেন নাড্ডা-সহ অন্য নেতারা ৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা ধরে রাখার বিষয়ে বিজেপির জাতীয় সভাপতি যথেষ্ট আশাবাদী ৷
সাংবাদিকের প্রশ্নের উত্তর তিনি বলেন, ‘‘কেন্দ্র এবং উত্তরাখণ্ড, দুই জায়গাতেই বিজেপি-র সরকার রয়েছে ৷ এই ডাবল ইঞ্জিনের চেষ্টায় উত্তরাখণ্ডে অভূতপূর্ব উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে ৷ আর সেই কারণেই তাঁদের ঘিরে মানুষের এত উৎসাহ ৷’’ এদিন নাড্ডাকে দেখতে রাস্তায় ভিড় উপচে পড়ে ৷ আশপাশের বাড়ির বারান্দা, ছাদে ভিড় জমান বাসিন্দারা ৷ নাড্ডাকে লক্ষ্য করে ছুড়ে দেন ফুল ৷
নাড্ডা বলেন, ‘‘এখনও নির্বাচনী কর্মকাণ্ডের কিছুই শুরু হয়নি ৷ তা সত্ত্বেও মানুষের এত উৎসাহ ৷’’ নাড্ডার মতে, মানুষ যে বিজেপি-র সঙ্গে রয়েছে, এই ঘটনাই তার প্রমাণ ৷ তাই আসন্ন নির্বাচনে জয় নিয়েও অত্যন্ত আশাবাদী বিজেপির জাতীয় সভাপতি ৷