ETV Bharat / bharat

Pulwama encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 3 জঙ্গি - পুলওয়ামায় এনকাউন্টার

কাশ্মীরের পুলওয়ামায় (Militants killed in Pulwama encounter) বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল 3 জঙ্গির ৷ উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক (Encounter at Pulwama)৷

J and K 3-militants-killed-in-encounter-at-pulwama
পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 3 জঙ্গি
author img

By

Published : Jun 12, 2022, 9:19 AM IST

শ্রীনগর, 12 জুন: ফের এনকাউন্টার ভূস্বর্গে ৷ পুলওয়ামায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল তিনজন জঙ্গির (Encounter at Pulwama)৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ৷

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ড্রাবগাম এলাকায় চলে এনকাউন্টার (Terroirsts killed in Pulwama)৷ পুলিশ জানিয়েছে, "আরও দুজন জঙ্গির মৃত্যু হয়েছে (মোট 3)৷ শনাক্তকরণ চলছে ৷ নথি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ৷"

গত কয়েক মাস ধরে কাশ্মীরে পরপর জঙ্গি দমন অভিযান চালাচ্ছে বাহিনী ৷ তাতে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ অধিকাংশ অভিযান যুগ্ম ভাবে চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী (Encounter with security forces at Drabgam)৷

আরও পড়ুন: LeT militants killed : ফের সাফল্য সেনার, কুপওয়ারায় নিকেশ এক পাকিস্তানি-সহ 2 লস্কর জঙ্গি

শনিবার সকালেও দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ গত মঙ্গলবারও কাশ্মীরে দুটো এনকাউন্টার হয় ৷ শোপিয়ানে এনকাউন্টারে বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে মৃত্যু হয় এক জঙ্গির ৷ অপরদিকে, চক্রতস কান্দিতে মৃত্যু হয় দুই লস্কর জঙ্গির ৷ সোমবার উত্তর কাশ্মীরের বারামুলার সোপোরে অপর এনকাউন্টারে মৃত্যু হয় পাক জঙ্গি হানজালার (Militants killed in Pulwama encounter)৷

শ্রীনগর, 12 জুন: ফের এনকাউন্টার ভূস্বর্গে ৷ পুলওয়ামায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হল তিনজন জঙ্গির (Encounter at Pulwama)৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক ৷

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ড্রাবগাম এলাকায় চলে এনকাউন্টার (Terroirsts killed in Pulwama)৷ পুলিশ জানিয়েছে, "আরও দুজন জঙ্গির মৃত্যু হয়েছে (মোট 3)৷ শনাক্তকরণ চলছে ৷ নথি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ৷"

গত কয়েক মাস ধরে কাশ্মীরে পরপর জঙ্গি দমন অভিযান চালাচ্ছে বাহিনী ৷ তাতে বেশ কয়েকজন জঙ্গিকে খতম করা হয়েছে ৷ অধিকাংশ অভিযান যুগ্ম ভাবে চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী (Encounter with security forces at Drabgam)৷

আরও পড়ুন: LeT militants killed : ফের সাফল্য সেনার, কুপওয়ারায় নিকেশ এক পাকিস্তানি-সহ 2 লস্কর জঙ্গি

শনিবার সকালেও দক্ষিণ কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে হিজবুল মুজাহিদিনের এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী ৷ গত মঙ্গলবারও কাশ্মীরে দুটো এনকাউন্টার হয় ৷ শোপিয়ানে এনকাউন্টারে বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে মৃত্যু হয় এক জঙ্গির ৷ অপরদিকে, চক্রতস কান্দিতে মৃত্যু হয় দুই লস্কর জঙ্গির ৷ সোমবার উত্তর কাশ্মীরের বারামুলার সোপোরে অপর এনকাউন্টারে মৃত্যু হয় পাক জঙ্গি হানজালার (Militants killed in Pulwama encounter)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.