ETV Bharat / bharat

Awantipora Encounter: অবন্তীপোরায় এনকাউন্টারে মৃত 2 জঙ্গি, চলছে তল্লাশি

জম্মু ও কাশ্মীরের পদগামপোরায় এনকাউন্টারে (Awantipora Encounter) দুই জঙ্গির মৃত্যু হল ৷ জখম হন দুই জওয়ান ৷ এলাকাজুড়ে চলে তল্লাশি ৷

Awantipora Encounter ETV Bharat
অবন্তীপোরায় এনকাউন্টার
author img

By

Published : Feb 28, 2023, 12:25 PM IST

Updated : Feb 28, 2023, 1:57 PM IST

অবন্তীপোরা (জম্মু ও কাশ্মীর), 28 ফেব্রুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Encounter)৷ দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার পদগামপোরা এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলি বিনিময়ে মৃত্যু হল দুই জঙ্গির (Awantipora Encounter)৷ আহত হয়েছেন দুই সেনা জওয়ান । জানা যাচ্ছে যে, সেনাবাহিনী, সিআরপিএফ (Central Reserved Police Force) এবং পুলিশের একটি যৌথ দল পদগামপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে এনকাউন্টার শুরু হয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান বাহিনীর: ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে - বিশ্বাসযোগ্য সূত্রে এই তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অতর্কিতে অভিযান শুরু করে । সেনা, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ দল সন্দেহভাজন স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ পালটা প্রতিরোধ গড়ে তোলে বাহিনীও ৷ এর ফলে তীব্র এনকাউন্টার শুরু হয় বলে জানিয়েছে একটি সূত্র ৷

মৃত এক জঙ্গি, জখম দুই জওয়ান: নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ এনকাউন্টার চলাকালীন দুই সৈনিক গুলিবিদ্ধ হন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে । তল্লাশি এখনও চলছে ৷

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরি পণ্ডিতের প্রাণ কাড়ল জঙ্গির গুলি

কাশ্মীরি পণ্ডিতকে হত্যা: গত রবিবারই জঙ্গিরা উপত্যকার পুলওয়ামা জেলার আচান গ্রামে এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করে । 40 বছর বয়সি সঞ্জয় শর্মাকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় । বেলা 11টার দিকে স্থানীয় বাজারের কাছে এই ঘটনা ঘটে । পণ্ডিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা এলাকায় স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনার জন্য স্লোগান দেন ।

সমালোচনায় সরব রাজনৈতিক দলগুলি: কাশ্মীরি পণ্ডিতের হত্যাকাণ্ড সমস্ত রাজনৈতিক দল সমালোচনায় সরব হয় । প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে লেখেন, আচানের সঞ্জয় পণ্ডিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এটিকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত । জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটি (JKPCC) ঘটনাটিকে জঙ্গিদের কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে ।

ভারতীয় জনতা পার্টি নেতা আলতাফ ঠাকুর কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন । ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) চেয়ারম্যান গুলাম নবি আজাদ একে টার্গেটেড কিলিং বলে আখ্যায়িত করেন, এবং বলেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় ।

অবন্তীপোরা (জম্মু ও কাশ্মীর), 28 ফেব্রুয়ারি: ফের এনকাউন্টার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir Encounter)৷ দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার পদগামপোরা এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলি বিনিময়ে মৃত্যু হল দুই জঙ্গির (Awantipora Encounter)৷ আহত হয়েছেন দুই সেনা জওয়ান । জানা যাচ্ছে যে, সেনাবাহিনী, সিআরপিএফ (Central Reserved Police Force) এবং পুলিশের একটি যৌথ দল পদগামপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে এনকাউন্টার শুরু হয় ৷

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান বাহিনীর: ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে - বিশ্বাসযোগ্য সূত্রে এই তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অতর্কিতে অভিযান শুরু করে । সেনা, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ দল সন্দেহভাজন স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই লুকিয়ে থাকা জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে ৷ পালটা প্রতিরোধ গড়ে তোলে বাহিনীও ৷ এর ফলে তীব্র এনকাউন্টার শুরু হয় বলে জানিয়েছে একটি সূত্র ৷

মৃত এক জঙ্গি, জখম দুই জওয়ান: নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই জঙ্গির ৷ এনকাউন্টার চলাকালীন দুই সৈনিক গুলিবিদ্ধ হন এবং তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে সূত্র জানিয়েছে । তল্লাশি এখনও চলছে ৷

আরও পড়ুন: ফের রক্তাক্ত ভূস্বর্গ, কাশ্মীরি পণ্ডিতের প্রাণ কাড়ল জঙ্গির গুলি

কাশ্মীরি পণ্ডিতকে হত্যা: গত রবিবারই জঙ্গিরা উপত্যকার পুলওয়ামা জেলার আচান গ্রামে এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করে । 40 বছর বয়সি সঞ্জয় শর্মাকে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় । বেলা 11টার দিকে স্থানীয় বাজারের কাছে এই ঘটনা ঘটে । পণ্ডিত হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা । তাঁরা এলাকায় স্বাভাবিকতা ও শান্তি ফিরিয়ে আনার জন্য স্লোগান দেন ।

সমালোচনায় সরব রাজনৈতিক দলগুলি: কাশ্মীরি পণ্ডিতের হত্যাকাণ্ড সমস্ত রাজনৈতিক দল সমালোচনায় সরব হয় । প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে লেখেন, আচানের সঞ্জয় পণ্ডিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং এটিকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করা উচিত । জম্মু ও কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটি (JKPCC) ঘটনাটিকে জঙ্গিদের কাপুরুষোচিত কাজ বলে বর্ণনা করেছে ।

ভারতীয় জনতা পার্টি নেতা আলতাফ ঠাকুর কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনায় শোক ও দুঃখপ্রকাশ করেছেন । ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) চেয়ারম্যান গুলাম নবি আজাদ একে টার্গেটেড কিলিং বলে আখ্যায়িত করেন, এবং বলেন যে এটি একটি গুরুতর উদ্বেগের বিষয় ।

Last Updated : Feb 28, 2023, 1:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.