ETV Bharat / bharat

Italian Woman Creates Ruckus in Flight: মাঝ আকাশে জামা খুলে অর্ধনগ্ন, ক্রুদের হেনস্থা ! গ্রেফতার ইতালীয় মহিলাযাত্রী - আবুধাবি মুম্বই উড়ান

মাঝ আকাশে ক্রুদের হেনস্থা করে নিজের জামাকাপড় খুলে অর্ধনগ্ন হয়ে তুমুল হই-হট্টগোল বাধানোর অভিযোগে মুম্বইয়ে বিমান অবতরণের পরই গ্রেফতার করা হল ইতালীয় মহিলাযাত্রীকে (Italian Woman Creates Ruckus in Flight)৷

vistara ETV Bharat
ভিস্তারার বিমান
author img

By

Published : Jan 31, 2023, 1:22 PM IST

মুম্বই, 31 জানুয়ারি: আবুধাবি-মুম্বই ফ্লাইটে (Abu Dhabi-Mumbai flight) হট্টগোল বাধানোর ঘটনায় মহারাষ্ট্রের সাহার পুলিশ ইতালির পাওলা পেরুচিও নামে এক মহিলাকে গ্রেফতার করেছে । ইকোনমি টিকিট থাকা সত্ত্বেও তিনি বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করছিলেন এবং বিমানে ক্রুদের হেনস্থা করার পাশাপাশি নিজের জামাকাপড় খুলে ফেলছিলেন এবং অর্ধ নগ্ন হয়ে বিমানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন বলে অভিযোগ (Vistara Flight)।

অনিয়মিত আচরণে জিরো টলারেন্স নীতি: স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় । এই ঘটনার উল্লেখ করে ভিস্তারার একজন মুখপাত্র বলেন যে, তাঁদের বিমান সংস্থা গ্রাহকদের এবং কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন অনিয়মিত আচরণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছে ৷ কঠোর ভাবে তারা সেটাই মেনে চলে ৷

বিমান অবতরণের পরই অভিযুক্ত যাত্রী গ্রেফতার: একটি অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ভিস্তারার আবুধাবি থেকে মুম্বইগামী বিমানে মাঝ আকাশে ইতালীয় মহিলা পাওলা পেরুচিওর দুর্ব্যবহারের ঘটনায় চার্জশিট দাখিল করেছে । গতকাল বিমানটি অবতরণের পর অভিযুক্তকে গ্রেফতার করে সাহার পুলিশ । পরে আদালত থেকে তাঁকে জামিন দেওয়া হয় । সাম্প্রতিক অনিয়মিত আচরণের ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থাগুলি উড়ানের সময় অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ।

স্পাইসজেটের বিমান থেকে নামানো হয়েছিল যাত্রীকে: সম্প্রতি দিল্লি-হায়দরাবাদ স্পাইসজেটের উড়ানে মহিলা ক্রুদের সঙ্গে এক যাত্রীর উত্তপ্ত বাক্য বিনিময় হয় । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ওই বিমান সংস্থা অভিযুক্ত পুরুষ যাত্রীকে সফর করতে না দিয়ে তাঁকে বিমান থেকে নামিয়ে দেয় ৷

আরও পড়ুন: বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

ক্রু সদস্যরা অভিযোগ করেছিলেন যে, তাঁদের মধ্যে একজনকে ওই যাত্রী অশালীন ভাবে স্পর্শ করেছেন । সহযাত্রীরা দাবি করেন যে বিমানে ছোট জায়গার কারণে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে । ওই যাত্রী পরে লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেন ৷ কিন্তু এর পরেও কোনও ঝামেলা যাতে আর না হয় সে জন্য ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় । সাম্প্রতিক অতীতে বিমানে বোমাতঙ্ক ও জরুরি অবতরণের ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে স্পাইসজেটে ৷

এয়ার ইন্ডিয়ায় যাত্রীর অনিয়মিত আচরণের আরও দুটি ঘটনা এ মাসেরই: চলতি মাসের শুরুর দিকে 6 ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান এআই-142-এ যাত্রীদের দুর্ব্যবহারের দুটি ঘটনার পর 9 জানুয়ারি ওই সংস্থার অ্যাকাউন্টেবল ম্যানেজারের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ৷ একজন যাত্রী শৌচালয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন ৷ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ক্রুদের কোনও কথা শোনেননি । একই রকম আরেকটি ঘটনায় 9 জানুয়ারি ইন্ডিগো এয়ারলাইন্সের পাটনাগামী একটি উড়ানে দুই নেশাগ্রস্ত যাত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে ।

মুম্বই, 31 জানুয়ারি: আবুধাবি-মুম্বই ফ্লাইটে (Abu Dhabi-Mumbai flight) হট্টগোল বাধানোর ঘটনায় মহারাষ্ট্রের সাহার পুলিশ ইতালির পাওলা পেরুচিও নামে এক মহিলাকে গ্রেফতার করেছে । ইকোনমি টিকিট থাকা সত্ত্বেও তিনি বিজনেস ক্লাসে বসার জন্য জোরাজুরি করছিলেন এবং বিমানে ক্রুদের হেনস্থা করার পাশাপাশি নিজের জামাকাপড় খুলে ফেলছিলেন এবং অর্ধ নগ্ন হয়ে বিমানের ভেতরে হাঁটাহাঁটি করছিলেন বলে অভিযোগ (Vistara Flight)।

অনিয়মিত আচরণে জিরো টলারেন্স নীতি: স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় । এই ঘটনার উল্লেখ করে ভিস্তারার একজন মুখপাত্র বলেন যে, তাঁদের বিমান সংস্থা গ্রাহকদের এবং কর্মীদের নিরাপত্তা এবং মর্যাদাকে ক্ষুণ্ণ করে এমন অনিয়মিত আচরণের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছে ৷ কঠোর ভাবে তারা সেটাই মেনে চলে ৷

বিমান অবতরণের পরই অভিযুক্ত যাত্রী গ্রেফতার: একটি অভিযোগের ভিত্তিতে মুম্বই পুলিশ ভিস্তারার আবুধাবি থেকে মুম্বইগামী বিমানে মাঝ আকাশে ইতালীয় মহিলা পাওলা পেরুচিওর দুর্ব্যবহারের ঘটনায় চার্জশিট দাখিল করেছে । গতকাল বিমানটি অবতরণের পর অভিযুক্তকে গ্রেফতার করে সাহার পুলিশ । পরে আদালত থেকে তাঁকে জামিন দেওয়া হয় । সাম্প্রতিক অনিয়মিত আচরণের ঘটনার প্রেক্ষিতে বিমান সংস্থাগুলি উড়ানের সময় অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ।

স্পাইসজেটের বিমান থেকে নামানো হয়েছিল যাত্রীকে: সম্প্রতি দিল্লি-হায়দরাবাদ স্পাইসজেটের উড়ানে মহিলা ক্রুদের সঙ্গে এক যাত্রীর উত্তপ্ত বাক্য বিনিময় হয় । পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় ওই বিমান সংস্থা অভিযুক্ত পুরুষ যাত্রীকে সফর করতে না দিয়ে তাঁকে বিমান থেকে নামিয়ে দেয় ৷

আরও পড়ুন: বিমানসেবিকার সঙ্গে অভব্য আচরণ, স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

ক্রু সদস্যরা অভিযোগ করেছিলেন যে, তাঁদের মধ্যে একজনকে ওই যাত্রী অশালীন ভাবে স্পর্শ করেছেন । সহযাত্রীরা দাবি করেন যে বিমানে ছোট জায়গার কারণে দুর্ঘটনাবশত ওই ঘটনা ঘটেছে । ওই যাত্রী পরে লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেন ৷ কিন্তু এর পরেও কোনও ঝামেলা যাতে আর না হয় সে জন্য ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় । সাম্প্রতিক অতীতে বিমানে বোমাতঙ্ক ও জরুরি অবতরণের ঘটনায় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে স্পাইসজেটে ৷

এয়ার ইন্ডিয়ায় যাত্রীর অনিয়মিত আচরণের আরও দুটি ঘটনা এ মাসেরই: চলতি মাসের শুরুর দিকে 6 ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার বিমান এআই-142-এ যাত্রীদের দুর্ব্যবহারের দুটি ঘটনার পর 9 জানুয়ারি ওই সংস্থার অ্যাকাউন্টেবল ম্যানেজারের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) ৷ একজন যাত্রী শৌচালয়ে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন ৷ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং ক্রুদের কোনও কথা শোনেননি । একই রকম আরেকটি ঘটনায় 9 জানুয়ারি ইন্ডিগো এয়ারলাইন্সের পাটনাগামী একটি উড়ানে দুই নেশাগ্রস্ত যাত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.