ETV Bharat / bharat

Sonu Sood : 20 কোটির কর ফাঁকির অভিযোগ, বিপদ বাড়ছে সোনু সুদের - সিআরবিটি

বিপদ বাড়ছে সোনু সুদের ৷ তাঁর বিরুদ্ধ 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে ৷ উঠেছে আইনভঙ্গের অভিযোগও ৷ দেশের 28 টি জায়গায় অভিযান চালিয়ে সোনু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করেছেন সিআরবিটি ৷ ঘটনায় নাম জড়িয়েছে লখনউয়ের এক সংস্থারও ৷

IT dept alleges Sonu Sood and his associates evaded Rs 20 cr tax, violated FCRA
Sonu Sood : 20 কোটির কর ফাঁকি, আইন ভেঙে বিদেশ থেকে অনুদান গ্রহণ, বিপদ বাড়ছে সোনু সুদের
author img

By

Published : Sep 18, 2021, 4:34 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলল সিআরবিটি (Central Board of Direct Taxes) ৷ তাদের দাবি, সদ্য সনু সুদের বাড়িতে আয়কর বিভাগ (Income Tax Department) অভিযান চালানোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ ঘটনায় নাম জড়িয়েছে লখনউয়ের একটি সংস্থারও ৷ সিআরবিটি-র দাবি, সোনু তাঁর আয় বহির্ভূত রোজগারকে ভুয়ো ঋণ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন ৷ যাঁদের কাছ থেকে তিনি সেই ঋণ নিয়েছেন বলে দাবি করেছেন, তাঁদেরও কোনও অস্তিত্ব মেলেনি ৷

আরও পড়ুন : ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনু সুদ

একইসঙ্গে, সোনুর বিরুদ্ধে এফসিআর আইন (Foreign Contribution Regulation Act) ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে ৷ সূত্রের দাবি, বিদেশ থেকে অনুদান সংগ্রহের সময় এই আইন ভঙ্গ করেছেন তিনি ৷ উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর সোনু সুদ ও লখনউয়ের সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজে নামে সিআরবিটি ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই কাজ চলবে ৷ আয়কর বিভাগের দাবি, সনু সুদের বাড়িতে তল্লাশি চলাকালীনই তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ সামনে আসে ৷

আয়কর বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 টি এমন নাম পাওয়া গিয়েছে, যেখান থেকে বা যাঁদের থেকে ঋণ নিয়েছেন বলে দাবি করেছেন সনু সুদ ৷ অথচ, এই ঋণদানকারীদের বাস্তবে কোনও অস্তিত্বই পাওয়া যায়নি ৷ কর ফাঁকি দেওয়ার জন্যই ঋণের আড়ালে মোটা টাকার লেনদেন করা হয়েছে ৷ আয়কর বিভাগের অভিযোগ, বেআইনিভাবে অর্জিত এই টাকা খরচ করে নানা জায়গায় বিনিয়োগ করা হয়েছে ৷ সম্পত্তি কেনা হয়েছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 20 কোটি টাকার কর ফাঁকির প্রমাণ হাতে পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, কোভিড আবহে সোনু যেভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নজর কেড়েছে গোটা দেশের ৷ তাঁর এই কাজের জন্য সোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশবাসী ৷ এখন সোনুর সেই সমাজসেবাও আয়কর বিভাগের আতসকাচের নীচে চলে এসেছে ৷ তাদের পেশ করা তথ্য বলছে, ‘‘2020 সালের 21 জুলাই সোনু যে স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন, 2021 সালের 1 এপ্রিল থেকে এখনও পর্যন্ত 18 কোটি 94 লক্ষ টাকা অনুদান পেয়েছে সেই সংস্থা ৷ যার মধ্যে থেকে মাত্র 1 কোটি 90 লক্ষ টাকা ত্রাণের কাজে খরচ করা হয়েছে ৷ বাকি প্রায় 17 কোটি টাকা অব্যবহৃত অবস্থায় এখনও ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পড়ে রয়েছে ৷’’

আরও পড়ুন : Sonu Sood: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন

পাশাপাশি, এই সংস্থাই বিদেশ থেকে প্রায় 2 কোটি 10 লক্ষ টাকা অনুদান পেয়েছে বলে দাবি আয়কর বিভাগের ৷ এছাড়া, লখনউয়ের একটি সংস্থার সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সোনু সুদের ৷ অভিযোগ, এই সংস্থা তাদের বেআইনি আয় লুকোনোর জন্য ভুয়ো বিল এবং চুক্তিপত্র ব্যবহার করে ৷ আয়কর বিভাগের অভিযানে সেইসব নথি বাজেয়াপ্ত করা হয় ৷ এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এইভাবে ওই সংস্থা 65 কোটিরও বেশি টাকা অনুদান হিসাবে লাভ করেছে ৷ এই ঘটনার তদন্তে নেমে সব মিলিয়ে মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট 28 টি জায়গায় অভিযান চালানো হয়েছে ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর : বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলল সিআরবিটি (Central Board of Direct Taxes) ৷ তাদের দাবি, সদ্য সনু সুদের বাড়িতে আয়কর বিভাগ (Income Tax Department) অভিযান চালানোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ ঘটনায় নাম জড়িয়েছে লখনউয়ের একটি সংস্থারও ৷ সিআরবিটি-র দাবি, সোনু তাঁর আয় বহির্ভূত রোজগারকে ভুয়ো ঋণ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন ৷ যাঁদের কাছ থেকে তিনি সেই ঋণ নিয়েছেন বলে দাবি করেছেন, তাঁদেরও কোনও অস্তিত্ব মেলেনি ৷

আরও পড়ুন : ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনু সুদ

একইসঙ্গে, সোনুর বিরুদ্ধে এফসিআর আইন (Foreign Contribution Regulation Act) ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে ৷ সূত্রের দাবি, বিদেশ থেকে অনুদান সংগ্রহের সময় এই আইন ভঙ্গ করেছেন তিনি ৷ উল্লেখ্য, গত 15 সেপ্টেম্বর সোনু সুদ ও লখনউয়ের সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজে নামে সিআরবিটি ৷ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এই কাজ চলবে ৷ আয়কর বিভাগের দাবি, সনু সুদের বাড়িতে তল্লাশি চলাকালীনই তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ সামনে আসে ৷

আয়কর বিভাগ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 টি এমন নাম পাওয়া গিয়েছে, যেখান থেকে বা যাঁদের থেকে ঋণ নিয়েছেন বলে দাবি করেছেন সনু সুদ ৷ অথচ, এই ঋণদানকারীদের বাস্তবে কোনও অস্তিত্বই পাওয়া যায়নি ৷ কর ফাঁকি দেওয়ার জন্যই ঋণের আড়ালে মোটা টাকার লেনদেন করা হয়েছে ৷ আয়কর বিভাগের অভিযোগ, বেআইনিভাবে অর্জিত এই টাকা খরচ করে নানা জায়গায় বিনিয়োগ করা হয়েছে ৷ সম্পত্তি কেনা হয়েছে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত 20 কোটি টাকার কর ফাঁকির প্রমাণ হাতে পেয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা ৷

প্রসঙ্গত, কোভিড আবহে সোনু যেভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা নজর কেড়েছে গোটা দেশের ৷ তাঁর এই কাজের জন্য সোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশবাসী ৷ এখন সোনুর সেই সমাজসেবাও আয়কর বিভাগের আতসকাচের নীচে চলে এসেছে ৷ তাদের পেশ করা তথ্য বলছে, ‘‘2020 সালের 21 জুলাই সোনু যে স্বেচ্ছাসেবী সংস্থা খুলেছিলেন, 2021 সালের 1 এপ্রিল থেকে এখনও পর্যন্ত 18 কোটি 94 লক্ষ টাকা অনুদান পেয়েছে সেই সংস্থা ৷ যার মধ্যে থেকে মাত্র 1 কোটি 90 লক্ষ টাকা ত্রাণের কাজে খরচ করা হয়েছে ৷ বাকি প্রায় 17 কোটি টাকা অব্যবহৃত অবস্থায় এখনও ব্যাঙ্ক অ্য়াকাউন্টে পড়ে রয়েছে ৷’’

আরও পড়ুন : Sonu Sood: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন

পাশাপাশি, এই সংস্থাই বিদেশ থেকে প্রায় 2 কোটি 10 লক্ষ টাকা অনুদান পেয়েছে বলে দাবি আয়কর বিভাগের ৷ এছাড়া, লখনউয়ের একটি সংস্থার সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে সোনু সুদের ৷ অভিযোগ, এই সংস্থা তাদের বেআইনি আয় লুকোনোর জন্য ভুয়ো বিল এবং চুক্তিপত্র ব্যবহার করে ৷ আয়কর বিভাগের অভিযানে সেইসব নথি বাজেয়াপ্ত করা হয় ৷ এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এইভাবে ওই সংস্থা 65 কোটিরও বেশি টাকা অনুদান হিসাবে লাভ করেছে ৷ এই ঘটনার তদন্তে নেমে সব মিলিয়ে মুম্বই, লখনউ, কানপুর, জয়পুর, দিল্লি এবং গুরুগ্রামের মোট 28 টি জায়গায় অভিযান চালানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.