ETV Bharat / bharat

Chandrayaan 3: অন্য পদ্ধতিতে চাঁদে সালফারের উপস্থিতি নিশ্চিত করল প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ ইসরোর - ভিডিয়ো প্রকাশ ইসরোর

Pragyan Rover confirms Sulphur presence in Moon: চন্দ্রযান 3 এর রোভার প্রজ্ঞান আরেকটি কৌশলের মাধ্যমে এই অঞ্চলে সালফার (এস)-এর উপস্থিতি পুনরায় নিশ্চিত করেছে । ইসরো বলেছে যে, এই উদ্ভাবনটি বিজ্ঞানীদের সালফারের উৎস অনুসন্ধান করতে প্ররোচিত করেছে ৷ তাঁরা জানার চেষ্টা করছেন যে এটি অন্তর্নিহিত, নাকি আগ্নেয়গিরি বা উল্কা ।

Chandrayaan 3
চন্দ্রযান 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 4:55 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষায় লিপ্ত চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভার ৷ তেমনই একটি ভিডিয়ো তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আর সেই ভিডিয়ো শেয়ারের মধ্যে দিয়ে তারা জানিয়েছে একটি বিশেষ উদ্ভাবনের কথা ৷

ভিডিয়োটি শেয়ার করে ইসরো ক্যাপশনে লিখেছে, "রোভারে থাকা আরেকটি যন্ত্র অন্য একটি কৌশলের মাধ্যমে ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় এটা নিশ্চিত করেছে যে, এই অঞ্চলে সালফার (এস)-এর উপস্থিতি রয়েছে ।"

ইসরো আরও লিখেছে, "আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোস্কোপ (এপিএক্সএস) এস-এর সঙ্গে অন্যান্য গৌণ উপাদানগুলিও শনাক্ত করেছে ৷ চন্দ্রযান-3 দ্বারা এই অনুসন্ধানের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলে সালফার (এস) এর উত্সের জন্য নতুন ব্যাখ্যা ভাবতে বাধ্য হচ্ছেন: এটা অন্তর্নিহিত? নাকি আগ্নেয়গিরি ? নাকি উল্কা?,......?"

  • Chandrayaan-3 Mission:
    In-situ Scientific Experiments

    Another instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.

    The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.

    This… pic.twitter.com/lkZtz7IVSY

    — ISRO (@isro) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি 18 সেমি লম্বা এপিএক্সএল-কে ঘোরানো একটি স্বয়ংক্রিয় কব্জার প্রক্রিয়া দেখায়, আর সে ভাবে ডিটেক্টর হেডটিকে চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি প্রায় 5 সেমি-এ সারিবদ্ধ করে । আমেদাবাদ পিআরএল এপিএক্সএস তৈরি করেছে । ইসরো টুইটারে জানিয়েছে, বেঙ্গালুরু ইউআরএসসি ডেপ্লয়মেন্ট মেকানিজমটা তৈরি করেছে ৷

আরও পড়ুন: 'স্মাইল প্লিজ !' বিক্রমের ছবি তুলেছে প্রজ্ঞান, শেয়ার করল ইসরো

মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চিনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা গত 23 অগস্ট চাঁদে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ এরপরেই বিভিন্ন দেশের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-3 ৷ উৎক্ষেপণের পর থেকে দেশের মহাকাশ সংস্থা ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-3 সম্পর্কে নিয়মিত আপডেট দিয়ে চলেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস থেকে ভারতে ফিরে আসার পরে বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র পরিদর্শনে যান এবং চন্দ্রযান-3 মিশনে জড়িত ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান । তিনি ঘোষণা করেন যে, চন্দ্রযান-3-এর সাফল্য অর্জনের পর 23 অগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে ।

হায়দরাবাদ, 31 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষায় লিপ্ত চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভার ৷ তেমনই একটি ভিডিয়ো তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ আর সেই ভিডিয়ো শেয়ারের মধ্যে দিয়ে তারা জানিয়েছে একটি বিশেষ উদ্ভাবনের কথা ৷

ভিডিয়োটি শেয়ার করে ইসরো ক্যাপশনে লিখেছে, "রোভারে থাকা আরেকটি যন্ত্র অন্য একটি কৌশলের মাধ্যমে ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় এটা নিশ্চিত করেছে যে, এই অঞ্চলে সালফার (এস)-এর উপস্থিতি রয়েছে ।"

ইসরো আরও লিখেছে, "আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোস্কোপ (এপিএক্সএস) এস-এর সঙ্গে অন্যান্য গৌণ উপাদানগুলিও শনাক্ত করেছে ৷ চন্দ্রযান-3 দ্বারা এই অনুসন্ধানের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলে সালফার (এস) এর উত্সের জন্য নতুন ব্যাখ্যা ভাবতে বাধ্য হচ্ছেন: এটা অন্তর্নিহিত? নাকি আগ্নেয়গিরি ? নাকি উল্কা?,......?"

  • Chandrayaan-3 Mission:
    In-situ Scientific Experiments

    Another instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.

    The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.

    This… pic.twitter.com/lkZtz7IVSY

    — ISRO (@isro) August 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিডিয়োটি 18 সেমি লম্বা এপিএক্সএল-কে ঘোরানো একটি স্বয়ংক্রিয় কব্জার প্রক্রিয়া দেখায়, আর সে ভাবে ডিটেক্টর হেডটিকে চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি প্রায় 5 সেমি-এ সারিবদ্ধ করে । আমেদাবাদ পিআরএল এপিএক্সএস তৈরি করেছে । ইসরো টুইটারে জানিয়েছে, বেঙ্গালুরু ইউআরএসসি ডেপ্লয়মেন্ট মেকানিজমটা তৈরি করেছে ৷

আরও পড়ুন: 'স্মাইল প্লিজ !' বিক্রমের ছবি তুলেছে প্রজ্ঞান, শেয়ার করল ইসরো

মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চিনের পর ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা গত 23 অগস্ট চাঁদে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ৷ এরপরেই বিভিন্ন দেশের নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান-3 ৷ উৎক্ষেপণের পর থেকে দেশের মহাকাশ সংস্থা ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-3 সম্পর্কে নিয়মিত আপডেট দিয়ে চলেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস থেকে ভারতে ফিরে আসার পরে বেঙ্গালুরুতে ইসরোর কেন্দ্র পরিদর্শনে যান এবং চন্দ্রযান-3 মিশনে জড়িত ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানান । তিনি ঘোষণা করেন যে, চন্দ্রযান-3-এর সাফল্য অর্জনের পর 23 অগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.