ETV Bharat / bharat

Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ? - BJP

2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনে এপিজে আবদুল কালামকে রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশে থাকার কথা বলেও শেষ মুহূর্তে সরে যান সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদব ৷ এবার কি সেই একই কাজ করছেন শরদ পাওয়ার ?

is-sharad-pawar-disappeared-like-mulayam-singh-yadav-from-mamata-banerjee-side
Mamata-Sharad : মুলায়মের মতোই কি শরদ পাওয়ারও সরে গেলেন মমতার পাশ থেকে ?
author img

By

Published : Jul 29, 2021, 2:05 PM IST

কলকাতা, 29 জুলাই : একুশের মঞ্চ থেকেই বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জানিয়ে দিয়েছিলেন, দিল্লি গিয়ে বিরোধীদের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে চান তিনি । এরপর থেকেই দিল্লিতে গিয়ে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে । কিন্তু 21 জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত থাকা এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) এখনও সাক্ষাৎ করেননি মমতার সঙ্গে ।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাত থেকে দিল্লিতে৷ মঙ্গলবার থেকে তিনি একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ৷ প্রতিদিন শোনা যাচ্ছে আজ হয়তো বৈঠক করবেন শরদ পাওয়ার । অথবা দিল্লিতে থাকা তাঁর কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন । কিন্তু কোথায় তিনি ? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগেই মুম্বইয়ে বন্যার নাম করে সেই যে গেলেন তিনি, এখনও তাঁর দেখা নেই । আর তাতেই প্রশ্ন উঠছে আদৌও কি জোট নিয়ে ‘সিরিয়াস’ এই প্রবীণ এনসিপি নেতা ।

আরও পড়ুন : Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, শরদ পাওয়ারকে জোটের মধ্যমণি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রবীণ এই রাজনীতিককে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করতে চেয়ে ছিলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী ৷ কিন্তু তাঁর অনুপস্থিতি শুরুর আগেই জোটের ঐক্যবদ্ধ রূপের ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে ।

শরদ পাওয়ারের এই আচরণ 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনের (President Election of India) কথা মনে করিয়ে দিচ্ছে ৷ সেবার এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন মমতা ৷ তাই বিরোধীদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছিলেন ৷ মমতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৎকালীন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ কিন্তু আসল সময়ে তিনি পাল্টি খেয়ে মমতার পাশ থেকে সে যান ৷ তাতে অস্বস্তিতে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেটা তৎকালীন বিরোধী জোটের জন্যও বড় ধাক্কা ছিল ৷

আরও পড়ুন : Hope 24 Alliance : মোদির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধের চেষ্টা মমতার, কী বলছে রাজ্যের বিরোধীরা

এবার শরদ পাওয়ারের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে চলেছে ? রাজনৈতিক মহল কিন্তু এখনই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না । কারণ, যেভাবে একটা একটা করে দিন যাচ্ছে ৷ আর এনসিপি প্রধান নিজেকে দূরে সরিয়ে রাখছেন ৷ তাতে সেই সন্দেহই আরও বড় হয়ে দেখা দিচ্ছে ।

ইতিমধ্যেই বিরোধী দলগুলির একজোট হওয়া নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি (BJP) । তারা প্রশ্ন তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের কথা বলছেন, সেই জোটের নেতা কে ? মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্ট করে দিয়েছেন জোট কে নেতা, তা গুরুত্বপূর্ণ নয় । তিনি নেতা হতে চান না সেটাও স্পষ্ট করেছেন তিনি ৷ বরং নিজেকে একজন ক্যাডার হিসেবে তুলে ধরেছেন । রাস্তায় নেমে লড়াই তাঁর মূল উদ্দেশ্য বলেও জানিয়েছেন ।

আরও পড়ুন : Mamata-Sonia meet : লিডার নই, ক্যাডার ; সোনিয়ার সঙ্গে 'ইতিবাচক' বৈঠক শেষে মন্তব্য মমতার

তাঁর বার্তা, মূলত বিরোধীদের এক জায়গায় আনার ক্ষেত্রে এবং মোদি বিরোধী লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান । কিন্তু তারপরেও এদিন সকাল পর্যন্ত এনসিপির কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে খবর । এখন প্রশ্ন তবে কি ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন শরদ পাওয়ার ।

দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁকে পরবর্তী রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে । মূলত ব্যক্তিগত লাভের কথা ভেবেই কি বিরোধী জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন এই দুঁদে রাজনীতিক ?

আরও পড়ুন : Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

কলকাতা, 29 জুলাই : একুশের মঞ্চ থেকেই বিরোধীদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । জানিয়ে দিয়েছিলেন, দিল্লি গিয়ে বিরোধীদের সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে চান তিনি । এরপর থেকেই দিল্লিতে গিয়ে বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে । কিন্তু 21 জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে উপস্থিত থাকা এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar) এখনও সাক্ষাৎ করেননি মমতার সঙ্গে ।

মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাত থেকে দিল্লিতে৷ মঙ্গলবার থেকে তিনি একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন ৷ প্রতিদিন শোনা যাচ্ছে আজ হয়তো বৈঠক করবেন শরদ পাওয়ার । অথবা দিল্লিতে থাকা তাঁর কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Sule) মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন । কিন্তু কোথায় তিনি ? মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগেই মুম্বইয়ে বন্যার নাম করে সেই যে গেলেন তিনি, এখনও তাঁর দেখা নেই । আর তাতেই প্রশ্ন উঠছে আদৌও কি জোট নিয়ে ‘সিরিয়াস’ এই প্রবীণ এনসিপি নেতা ।

আরও পড়ুন : Mamata-Rahul : একদিকে মমতা, অন্যদিকে রাহুল ; এভাবে মোদিকে হারানো সম্ভব ?

তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, শরদ পাওয়ারকে জোটের মধ্যমণি করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সমস্ত বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রবীণ এই রাজনীতিককে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে ব্যবহার করতে চেয়ে ছিলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রী ৷ কিন্তু তাঁর অনুপস্থিতি শুরুর আগেই জোটের ঐক্যবদ্ধ রূপের ক্ষেত্রে প্রশ্ন তুলে দিচ্ছে ।

শরদ পাওয়ারের এই আচরণ 2012 সালে রাষ্ট্রপতি নির্বাচনের (President Election of India) কথা মনে করিয়ে দিচ্ছে ৷ সেবার এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন মমতা ৷ তাই বিরোধীদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছিলেন ৷ মমতার পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৎকালীন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav) ৷ কিন্তু আসল সময়ে তিনি পাল্টি খেয়ে মমতার পাশ থেকে সে যান ৷ তাতে অস্বস্তিতে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে । সেটা তৎকালীন বিরোধী জোটের জন্যও বড় ধাক্কা ছিল ৷

আরও পড়ুন : Hope 24 Alliance : মোদির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধের চেষ্টা মমতার, কী বলছে রাজ্যের বিরোধীরা

এবার শরদ পাওয়ারের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটতে চলেছে ? রাজনৈতিক মহল কিন্তু এখনই সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না । কারণ, যেভাবে একটা একটা করে দিন যাচ্ছে ৷ আর এনসিপি প্রধান নিজেকে দূরে সরিয়ে রাখছেন ৷ তাতে সেই সন্দেহই আরও বড় হয়ে দেখা দিচ্ছে ।

ইতিমধ্যেই বিরোধী দলগুলির একজোট হওয়া নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি (BJP) । তারা প্রশ্ন তুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের কথা বলছেন, সেই জোটের নেতা কে ? মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্ট করে দিয়েছেন জোট কে নেতা, তা গুরুত্বপূর্ণ নয় । তিনি নেতা হতে চান না সেটাও স্পষ্ট করেছেন তিনি ৷ বরং নিজেকে একজন ক্যাডার হিসেবে তুলে ধরেছেন । রাস্তায় নেমে লড়াই তাঁর মূল উদ্দেশ্য বলেও জানিয়েছেন ।

আরও পড়ুন : Mamata-Sonia meet : লিডার নই, ক্যাডার ; সোনিয়ার সঙ্গে 'ইতিবাচক' বৈঠক শেষে মন্তব্য মমতার

তাঁর বার্তা, মূলত বিরোধীদের এক জায়গায় আনার ক্ষেত্রে এবং মোদি বিরোধী লড়াইয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চান । কিন্তু তারপরেও এদিন সকাল পর্যন্ত এনসিপির কাছ থেকে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে খবর । এখন প্রশ্ন তবে কি ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন শরদ পাওয়ার ।

দিল্লিতে কান পাতলে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁকে পরবর্তী রাষ্ট্রপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে । মূলত ব্যক্তিগত লাভের কথা ভেবেই কি বিরোধী জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন এই দুঁদে রাজনীতিক ?

আরও পড়ুন : Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.