নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কার্যকরী অধিকর্তা হিসেবে নিয়োগ করা হল আইআরএস অফিসার রাহুল নবীনকে ৷ ইডি ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ 15 সেপ্টেম্বর শেষ হয়েছে ৷ এরপর শুক্রবার রাহুল নবীনকে অস্থায়ী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
নবীন 1993 সালের ব্যাচের আইআরএস অফিসার ৷ যতদিন না ইডির রেগুলার ডিরেক্টর বা স্থায়ী অধিকর্তা নিয়োগ হচ্ছে ততদিন তিনি অস্থায়ী প্রধানের দায়িত্ব পালন করবেন । নবীন বর্তমানে ইডির বিশেষ অধিকর্তা হিসেবে কাজ চালাবেন। এই সংক্রান্ত সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, রাষ্ট্রপতি 15 সেপ্টেম্বর 2023 তারিখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান বা ডিরেক্টর হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ করার আদেশ দিয়েছেন।
26 জুলাই সুপ্রিম কোর্ট ইডি'র প্রধান সঞ্জয়ের মেয়াদ 15 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন মঞ্জুর করেছিল ৷ তবে স্পষ্ট করে দিয়েছিল যে এরপর আর তাঁর মেয়াদ বাড়ানো হবে না । এই নিয়ে একবছরে পরপর দুবার মেয়াদ বাড়ানো হয় 1984 ক্যাডারের আইআরএস অফিসার সঞ্জয়কুমার মিশ্রর ৷ এক বছরে পরপর দুটি এক্সটেনশন মঞ্জুর করা 'অবৈধ' হিসাবে গণ্য করা হয় ৷ এর কয়েকদিন পরেই শীর্ষ আদালত নির্দেশ দেয় যে ইডি ডিরেক্টর হিসাবে সঞ্জয়ের মেয়াদ আর বাড়ানো যাবে না ৷
সুপ্রিম কোর্ট বলে, এভাবে মেয়াদ বাড়িয়ে 2021 সালে আদালতের রায় লঙ্ঘন করা হয়েছে ৷ আদালত সেই সময় নির্দেশ দিয়েছিল যে আইআরএস অফিসারের মেয়াদ বাড়ানো উচিত নয় । তবে সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সঞ্জয়কুমার মিশ্র এ বছরের 18 নভেম্বর 2023 পর্যন্ত দায়িত্বে থাকবেন । সঞ্জয়কুমার মিশ্রকে প্রথম 2018 সালের 19 নভেম্বর দু'বছরের জন্য ইডি ডিরেক্টর নিযুক্ত করা হয়েছিল। পরে 13 নভেম্বর 2020 সালে একটি নির্দেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আগের নিয়োগপত্রটি সংশোধন করে ৷ এরপরেই তাঁর দু'বছরের মেয়াদ পরিবর্তিত হয় তিন বছরে। তারপর আবারও মেয়াদ বাড়ানো হয়। অবশেষে সঞ্জয়কুমার মিশ্রর বদলে দায়িত্বে এলেন রাহুল নবীন।
(সংবাদ সংস্থা-পিটিআই)