নয়াদিল্লি, 1 ডিসেম্বর : নয়া কোভিড বিধিনিষেধ (New COVID Guidelines) কার্যকর হওয়ার পরও আন্তর্জাতিক যাত্রী পরিষেবা (International Arrivals) একেবারেই স্বাভাবিক রয়েছে ৷ বুধবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের (Delhi Airport) তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ তাদের হিসাব বলছে, নতুন করোনাবিধি কার্যকর হওয়ার পর এদিন মোট 1 হাজার 13 জন যাত্রী অন্যান্য দেশ থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন ৷ আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) জন্য নমুনা সংগ্রহ-সহ যাবতীয় নিয়মবিধি মেনেই বিমানবন্দর থেকে বের হন তাঁরা ৷
আরও পড়ুন : The Omicron Effect on Indians : ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয়, মত বিশেষজ্ঞের
প্রসঙ্গত, ওমিক্রন (Omicron) আতঙ্কের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে বিমানবন্দরে নতুন কোভিডবিধি কার্যকর করা হয়েছে ৷ এক্ষেত্রে বিদেশ থেকে আসা যাত্রীদের বাড়তি কিছু নিয়ম মানতে হচ্ছে ৷ বিশেষ করে যে সমস্ত দেশ ‘ঝুঁকিপূর্ণ’ রাষ্ট্রের তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনেকেরই আশঙ্কা ছিল, এর ফলে হয়তো যাত্রীদের সুষ্ঠভাবে পরিষেবা প্রদান করতে সমস্যা হবে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷
একের পর এক টুইটে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ‘‘ঝুঁকিপূর্ণ উড়ানগুলির মাধ্যমে মোট 1 হাজার 13 জন যাত্রী এসেছেন ৷ তাঁরা সাফল্যের সঙ্গে সমস্ত নিয়মকানুন মেনেছেন ৷ তাঁদের আরটি-পিসিআর পরীক্ষার প্রক্রিয়াও সঠিকভাবেই সারা হয়েছে ৷ 792 জন যাত্রী ব়্যাপিড পিসিআর (Rapid PCR Test) এবং 221 জন যাত্রী আরটি-পিসিআর পরীক্ষা করিয়েছেন ৷’’ এদিন লন্ডন থেকে তিনটি এবং অ্য়ামস্টারডাম থেকে একটি উড়ান দিল্লিতে এসেছে ৷
অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (Ministry of Civil Aviation) তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যে যাত্রীরা ভারতে আসছেন, তাঁদের মধ্যে মাত্র 2 শতাংশ এমন দেশ থেকে এসেছেন, যেগুলি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় নেই ৷ এই দেশগুলি থেকে যাঁরা ভারতে আসছেন, করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা জমা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে ৷ অন্যদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া বিধিনিষেধ অনুসারে ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে ভারতে আসা বিমানযাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷