ETV Bharat / bharat

New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর

ওমিক্রন (Omicron) আতঙ্কের জেরে বিমাবন্দরে কার্যকর করা হয়েছে নয়া কোভিডবিধি (New COVID Guidelines) ৷ তবে এর ফলে যাত্রী পরিষেবায় কোনও সমস্যা হয়নি ৷ বুধবার একথা জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার রাত থেকে কার্যকর করা হয়েছে নয়া কোভিডবিধি ৷

international arrivals running smoothly in delhi airport even after imposing new covid guidelines
New COVID Guidelines : নয়া কোভিড বিধিনিষেধ জারির পরও স্বাভাবিক দিল্লি বিমানবন্দর
author img

By

Published : Dec 1, 2021, 8:33 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর : নয়া কোভিড বিধিনিষেধ (New COVID Guidelines) কার্যকর হওয়ার পরও আন্তর্জাতিক যাত্রী পরিষেবা (International Arrivals) একেবারেই স্বাভাবিক রয়েছে ৷ বুধবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের (Delhi Airport) তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ তাদের হিসাব বলছে, নতুন করোনাবিধি কার্যকর হওয়ার পর এদিন মোট 1 হাজার 13 জন যাত্রী অন্যান্য দেশ থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন ৷ আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) জন্য নমুনা সংগ্রহ-সহ যাবতীয় নিয়মবিধি মেনেই বিমানবন্দর থেকে বের হন তাঁরা ৷

আরও পড়ুন : The Omicron Effect on Indians : ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয়, মত বিশেষজ্ঞের

প্রসঙ্গত, ওমিক্রন (Omicron) আতঙ্কের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে বিমানবন্দরে নতুন কোভিডবিধি কার্যকর করা হয়েছে ৷ এক্ষেত্রে বিদেশ থেকে আসা যাত্রীদের বাড়তি কিছু নিয়ম মানতে হচ্ছে ৷ বিশেষ করে যে সমস্ত দেশ ‘ঝুঁকিপূর্ণ’ রাষ্ট্রের তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনেকেরই আশঙ্কা ছিল, এর ফলে হয়তো যাত্রীদের সুষ্ঠভাবে পরিষেবা প্রদান করতে সমস্যা হবে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

একের পর এক টুইটে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ‘‘ঝুঁকিপূর্ণ উড়ানগুলির মাধ্যমে মোট 1 হাজার 13 জন যাত্রী এসেছেন ৷ তাঁরা সাফল্যের সঙ্গে সমস্ত নিয়মকানুন মেনেছেন ৷ তাঁদের আরটি-পিসিআর পরীক্ষার প্রক্রিয়াও সঠিকভাবেই সারা হয়েছে ৷ 792 জন যাত্রী ব়্যাপিড পিসিআর (Rapid PCR Test) এবং 221 জন যাত্রী আরটি-পিসিআর পরীক্ষা করিয়েছেন ৷’’ এদিন লন্ডন থেকে তিনটি এবং অ্য়ামস্টারডাম থেকে একটি উড়ান দিল্লিতে এসেছে ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, বিদেশফেরত ব্যক্তি করোনা পজিটিভ, নিভৃতবাসে রেখে চলছে পরীক্ষা

অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (Ministry of Civil Aviation) তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যে যাত্রীরা ভারতে আসছেন, তাঁদের মধ্যে মাত্র 2 শতাংশ এমন দেশ থেকে এসেছেন, যেগুলি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় নেই ৷ এই দেশগুলি থেকে যাঁরা ভারতে আসছেন, করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা জমা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে ৷ অন্যদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া বিধিনিষেধ অনুসারে ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে ভারতে আসা বিমানযাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷

নয়াদিল্লি, 1 ডিসেম্বর : নয়া কোভিড বিধিনিষেধ (New COVID Guidelines) কার্যকর হওয়ার পরও আন্তর্জাতিক যাত্রী পরিষেবা (International Arrivals) একেবারেই স্বাভাবিক রয়েছে ৷ বুধবার দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের (Delhi Airport) তরফে এমনটাই দাবি করা হয়েছে ৷ তাদের হিসাব বলছে, নতুন করোনাবিধি কার্যকর হওয়ার পর এদিন মোট 1 হাজার 13 জন যাত্রী অন্যান্য দেশ থেকে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছন ৷ আরটি-পিসিআর পরীক্ষার (RT-PCR Test) জন্য নমুনা সংগ্রহ-সহ যাবতীয় নিয়মবিধি মেনেই বিমানবন্দর থেকে বের হন তাঁরা ৷

আরও পড়ুন : The Omicron Effect on Indians : ওমিক্রন থেকে সুরক্ষিত অধিকাংশ ভারতীয়, মত বিশেষজ্ঞের

প্রসঙ্গত, ওমিক্রন (Omicron) আতঙ্কের জেরে মঙ্গলবার মধ্যরাত থেকে বিমানবন্দরে নতুন কোভিডবিধি কার্যকর করা হয়েছে ৷ এক্ষেত্রে বিদেশ থেকে আসা যাত্রীদের বাড়তি কিছু নিয়ম মানতে হচ্ছে ৷ বিশেষ করে যে সমস্ত দেশ ‘ঝুঁকিপূর্ণ’ রাষ্ট্রের তালিকায় রয়েছে, সেখান থেকে আসা যাত্রীদের উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনেকেরই আশঙ্কা ছিল, এর ফলে হয়তো যাত্রীদের সুষ্ঠভাবে পরিষেবা প্রদান করতে সমস্যা হবে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলেই দাবি করেছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ৷

একের পর এক টুইটে বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, ‘‘ঝুঁকিপূর্ণ উড়ানগুলির মাধ্যমে মোট 1 হাজার 13 জন যাত্রী এসেছেন ৷ তাঁরা সাফল্যের সঙ্গে সমস্ত নিয়মকানুন মেনেছেন ৷ তাঁদের আরটি-পিসিআর পরীক্ষার প্রক্রিয়াও সঠিকভাবেই সারা হয়েছে ৷ 792 জন যাত্রী ব়্যাপিড পিসিআর (Rapid PCR Test) এবং 221 জন যাত্রী আরটি-পিসিআর পরীক্ষা করিয়েছেন ৷’’ এদিন লন্ডন থেকে তিনটি এবং অ্য়ামস্টারডাম থেকে একটি উড়ান দিল্লিতে এসেছে ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, বিদেশফেরত ব্যক্তি করোনা পজিটিভ, নিভৃতবাসে রেখে চলছে পরীক্ষা

অন্যদিকে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (Ministry of Civil Aviation) তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে যে যাত্রীরা ভারতে আসছেন, তাঁদের মধ্যে মাত্র 2 শতাংশ এমন দেশ থেকে এসেছেন, যেগুলি ঝুঁকিপূর্ণ রাষ্ট্রের তালিকায় নেই ৷ এই দেশগুলি থেকে যাঁরা ভারতে আসছেন, করোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা জমা দেওয়ার পরই তাঁদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে ৷ অন্যদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকেই নয়া বিধিনিষেধ অনুসারে ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে ভারতে আসা বিমানযাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.