ETV Bharat / bharat

এখনই তদন্ত নয়, আদালতের স্থগিতাদেশে স্বস্তিতে যুবরাজ - Yuvraj Singh

তফশিলি জাতির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ ন্যাশনাল অ্যালায়েন্স অ্যান্ড দলিত হিউম্যান রাইটসের তরফে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয় ৷ সেই মামলায় পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তি পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই খেলোয়াড়ের উপর কোনও ধরনের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল আদালত ৷

এখনই তদন্ত নয়, আদালতের স্থগিতাদেশে স্বস্তিতে যুবরাজ
এখনই তদন্ত নয়, আদালতের স্থগিতাদেশে স্বস্তিতে যুবরাজ
author img

By

Published : Feb 25, 2021, 9:43 PM IST

চণ্ডীগড়, 25 ফেব্রুয়ারি : পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তি পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই খেলোয়াড়ের উপর কোনও ধরনের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল আদালত ৷ আসলে যুবরাজের বিরুদ্ধে সম্প্রতি একটি এফআইআর হয়েছিল ৷ তার উপর স্থগিতাদেশের আবেদনই আদালতে করেছিলেন তিনি ৷ এই নিয়ে হাইকোর্ট হরিয়ানা সরকার ও অভিযোগকারীকে নোটিস দিয়েছে ৷

তফশিলি জাতির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ গত বছর ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে একটি অনলাইন লাইভ অনুষ্ঠানে হাজির ছিলেন যুবরাজ ৷ সেখানে অন্য এক ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালের বিরুদ্ধে কিছু আপত্তিজনক কথা বলেন বলে অভিযোগ ৷ তখনই এই অভিযোগ ওঠে ৷ এর পর ন্যাশনাল অ্যালায়েন্স অ্যান্ড দলিত হিউম্যান রাইটসের তরফে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন : সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

কিন্তু এই অভিযোগ ওঠার আট মাস পর এই নিয়ে অভিযোগ দায়ের হয় গত 14 ফেব্রুয়ারি ৷ হানসি থানায় দায়ের হওয়া ওই অভিযোগের বিরুদ্ধেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন যুবরাজ ৷ পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ দিতে আবেদন করেছিলেন তিনি ৷ সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷

চণ্ডীগড়, 25 ফেব্রুয়ারি : পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী স্বস্তি পেলেন ক্রিকেটার যুবরাজ সিং ৷ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই খেলোয়াড়ের উপর কোনও ধরনের তদন্তের উপর স্থগিতাদেশ জারি করল আদালত ৷ আসলে যুবরাজের বিরুদ্ধে সম্প্রতি একটি এফআইআর হয়েছিল ৷ তার উপর স্থগিতাদেশের আবেদনই আদালতে করেছিলেন তিনি ৷ এই নিয়ে হাইকোর্ট হরিয়ানা সরকার ও অভিযোগকারীকে নোটিস দিয়েছে ৷

তফশিলি জাতির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠেছিল ৷ গত বছর ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ক্রিকেটার রোহিত শর্মার সঙ্গে একটি অনলাইন লাইভ অনুষ্ঠানে হাজির ছিলেন যুবরাজ ৷ সেখানে অন্য এক ক্রিকেটার যুজবেন্দ্র চহ্বালের বিরুদ্ধে কিছু আপত্তিজনক কথা বলেন বলে অভিযোগ ৷ তখনই এই অভিযোগ ওঠে ৷ এর পর ন্যাশনাল অ্যালায়েন্স অ্যান্ড দলিত হিউম্যান রাইটসের তরফে তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হয় ৷

আরও পড়ুন : সোশাল মিডিয়া, ডিজিটাল প্ল্য়াটফর্মে নজরদারি; নয়া নির্দেশিকা কেন্দ্রের

কিন্তু এই অভিযোগ ওঠার আট মাস পর এই নিয়ে অভিযোগ দায়ের হয় গত 14 ফেব্রুয়ারি ৷ হানসি থানায় দায়ের হওয়া ওই অভিযোগের বিরুদ্ধেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন যুবরাজ ৷ পুলিশের তদন্তের উপর স্থগিতাদেশ দিতে আবেদন করেছিলেন তিনি ৷ সেই আবেদনের প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.