ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসে জাতীয় পতাকার অপমান দুর্ভাগ্যজনক : রাষ্ট্রপতি

"যেভাবে জাতীয় পতাকা ও সাধারণতন্ত্র দিবসকে অপমান করা হয়েছে তা দুর্ভাগ্যজনক ।" কৃষি আইনকে ঐতিহাসিক বলে লালকেল্লার ঘটনার তীব্র নিন্দা করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 29, 2021, 11:53 AM IST

Updated : Jan 29, 2021, 12:02 PM IST

নয়াদিল্লি, 29 জানুয়ারি : "লালকেল্লায় যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক । সাধারণতন্ত্র দিবসের জন্য এই ধরনের ঘটনা অপমানজনক ।" সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

তিনি বলেন, "গণতন্ত্রে নিজেদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ আন্দোলনকে সবসময় সম্মান করা হয়েছে । কিন্তু কয়েকদিন আগে যেভাবে জাতীয় পতাকা ও সাধারণতন্ত্র দিবসকে অপমান করা হয়েছে তা দুর্ভাগ্যজনক । যে সংবিধান আমাদের মতপ্রকাশের স্বাধীনতা দেয় সেই সংবিধানই আমাদের আইনকে ততটাই গুরুত্ব দিয়ে চলতে শেখায় ।"

পাশাপাশি নতুন তিনটি কৃষি আইন, যেগুলি নিয়ে এত বিতর্ক সেগুলি নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি । বলেন, "আগে যে ব্যবস্থা চালু ছিল, নতুন আইনে তা থেকে কিছু বাদ দেওয়া হয়নি । বরং নতুন কিছু সুবিধা ও নতুন কিছু অধিকার দিয়েছে সরকার ।"

যেভাবে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, তা দুর্ভাগ্যজনক, বাজেট অধিবেশনের প্রারম্ভিক ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

আরও পড়ুন : দেশের ভবিষ্যতের চাবিকাঠি বাজেট অধিবেশন : প্রধানমন্ত্রী

26 জানুয়ারির ঘটনার তীব্র নিন্দা করলেও রাষ্ট্রপতি বলেন, "কৃষকরা আত্মনির্ভর ভারতের অংশ । কৃষি আইন ঐতিহাসিক । ফসল যোজনায় লাভ হয়েছে প্রান্তিক কৃষকদের । রেকর্ড পরিমাণ এমএসপি পাচ্ছেন কৃষকরা ।"

নয়াদিল্লি, 29 জানুয়ারি : "লালকেল্লায় যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক । সাধারণতন্ত্র দিবসের জন্য এই ধরনের ঘটনা অপমানজনক ।" সংসদে বাজেট অধিবেশন শুরুর আগে ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

তিনি বলেন, "গণতন্ত্রে নিজেদের মতপ্রকাশ ও শান্তিপূর্ণ আন্দোলনকে সবসময় সম্মান করা হয়েছে । কিন্তু কয়েকদিন আগে যেভাবে জাতীয় পতাকা ও সাধারণতন্ত্র দিবসকে অপমান করা হয়েছে তা দুর্ভাগ্যজনক । যে সংবিধান আমাদের মতপ্রকাশের স্বাধীনতা দেয় সেই সংবিধানই আমাদের আইনকে ততটাই গুরুত্ব দিয়ে চলতে শেখায় ।"

পাশাপাশি নতুন তিনটি কৃষি আইন, যেগুলি নিয়ে এত বিতর্ক সেগুলি নিয়েও কথা বলেন রাষ্ট্রপতি । বলেন, "আগে যে ব্যবস্থা চালু ছিল, নতুন আইনে তা থেকে কিছু বাদ দেওয়া হয়নি । বরং নতুন কিছু সুবিধা ও নতুন কিছু অধিকার দিয়েছে সরকার ।"

যেভাবে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, তা দুর্ভাগ্যজনক, বাজেট অধিবেশনের প্রারম্ভিক ভাষণে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

আরও পড়ুন : দেশের ভবিষ্যতের চাবিকাঠি বাজেট অধিবেশন : প্রধানমন্ত্রী

26 জানুয়ারির ঘটনার তীব্র নিন্দা করলেও রাষ্ট্রপতি বলেন, "কৃষকরা আত্মনির্ভর ভারতের অংশ । কৃষি আইন ঐতিহাসিক । ফসল যোজনায় লাভ হয়েছে প্রান্তিক কৃষকদের । রেকর্ড পরিমাণ এমএসপি পাচ্ছেন কৃষকরা ।"

Last Updated : Jan 29, 2021, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.