ETV Bharat / bharat

লাক্ষাদ্বীপে কোভিড প্রতিরোধী সামগ্রী পাঠাল নৌবাহিনী - এন এস সারদা

ভারতীয় নৌ বাহিনীর তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপের মোট চারটি দ্বীপে কোভিড প্রতিরোধী সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে ৷ সেই দ্বীপগুলি হল আগত্তি, আন্দ্রোত্ত,কাডমাট এবং কাবারাত্তি ৷ আজ ফের আরও একটি জাহাজ আরও কিছু সামগ্রী নিয়ে লাক্ষাদ্বীপের উদ্দেশে রওনা দেবে বলে জানানো হয়েছে ৷

ins
এন এস সারদা
author img

By

Published : Apr 27, 2021, 7:50 PM IST

নয়াদিল্লি, 27 এপ্রিল : লাক্ষাদ্বীপে প্রথম দফার করোনা প্রতিরোধী সামগ্রী নিয়ে গেল আই এন এস সারদা ৷ তার মধ্য়ে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে জানা গেছে ৷ পাশাপাশি বিশাখাপত্তনম থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পোর্ট ব্লেয়ার পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ৷

ভারতীয় নৌ বাহিনীর তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপের মোট চারটি দ্বীপে কোভিড প্রতিরোধী সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে ৷ সেই দ্বীপগুলি হল আগত্তি, আন্দ্রোত্ত,কাডমাট এবং কাবারাত্তি ৷ আজ ফের আরও একটি জাহাজ আরও কিছু সামগ্রী নিয়ে লাক্ষাদ্বীপের উদ্দেশে রওনা দেবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন- নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের

চলতি মাসের 25 তারিখ আই এন এস সারদা রওনা হয়েছিল ৷ সেটি কোচি থেকে যাত্রা শুরু করে আজ সেখানে পৌঁছায় ৷ নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, 35টি অক্সিজেন সিলিন্ডার, ব়্যাপিড অ্য়ান্টিজেন ডিটেকশন কিট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিট (পিপিই), মাস্ক এবং করোনা প্রতিরোধী বেশ কিছু সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে ৷

শুধু তাই নয় লাক্ষাদ্বীপে করোনা পরিস্থিতি সামাল দিতে সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে ৷ এদিকে পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরিয়ে যায় সেজন্য় বেশ কয়েকটি শয্য়ার ব্য়বস্থা করে রাখা হয়েছে ৷ নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান ন্য়াভাল হসপিটাল শিপ, সঞ্জীবনীতে বেশ কয়েকটি শয্য়ার ব্য়বস্থা করা হয়েছে ৷ আইসিইউ ভেন্টিলেটরের ব্য়বস্থা থাকছে সেখানে ৷

নয়াদিল্লি, 27 এপ্রিল : লাক্ষাদ্বীপে প্রথম দফার করোনা প্রতিরোধী সামগ্রী নিয়ে গেল আই এন এস সারদা ৷ তার মধ্য়ে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে বলে জানা গেছে ৷ পাশাপাশি বিশাখাপত্তনম থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পোর্ট ব্লেয়ার পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ৷

ভারতীয় নৌ বাহিনীর তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপের মোট চারটি দ্বীপে কোভিড প্রতিরোধী সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে ৷ সেই দ্বীপগুলি হল আগত্তি, আন্দ্রোত্ত,কাডমাট এবং কাবারাত্তি ৷ আজ ফের আরও একটি জাহাজ আরও কিছু সামগ্রী নিয়ে লাক্ষাদ্বীপের উদ্দেশে রওনা দেবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন- নীরব দর্শকের ভূমিকা পালন করব না, মন্তব্য সুপ্রিম কোর্টের

চলতি মাসের 25 তারিখ আই এন এস সারদা রওনা হয়েছিল ৷ সেটি কোচি থেকে যাত্রা শুরু করে আজ সেখানে পৌঁছায় ৷ নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, 35টি অক্সিজেন সিলিন্ডার, ব়্যাপিড অ্য়ান্টিজেন ডিটেকশন কিট, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিট (পিপিই), মাস্ক এবং করোনা প্রতিরোধী বেশ কিছু সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে ৷

শুধু তাই নয় লাক্ষাদ্বীপে করোনা পরিস্থিতি সামাল দিতে সেখানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে ৷ এদিকে পরিস্থিতি হাতের বাইরে যাতে না বেরিয়ে যায় সেজন্য় বেশ কয়েকটি শয্য়ার ব্য়বস্থা করে রাখা হয়েছে ৷ নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান ন্য়াভাল হসপিটাল শিপ, সঞ্জীবনীতে বেশ কয়েকটি শয্য়ার ব্য়বস্থা করা হয়েছে ৷ আইসিইউ ভেন্টিলেটরের ব্য়বস্থা থাকছে সেখানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.