পিথোরাগড় (উত্তরাখণ্ড), 2 অক্টোবর : রাস্তা বন্ধ ৷ তাই মূল্যবৃদ্ধি (Inflation) আকাশ ছুঁয়েছে ৷ ভেঙেছে আগের সব রেকর্ড ৷ ফলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে উত্তরাখণ্ডের (Uttarakhand) পিথোরাগড় জেলার কাছাকাছি হিমালয়ের (Himalayan) কোলে থাকা একাধিক গ্রামে ৷ ভারত ও চিন সীমান্তে (India-China Border) থাকা ওই গ্রামে সরকারি তরফে যদি অত্যাবশ্যকীয় পণ্য (Essential Commodities) সরবরাহ করা শুরু না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
হিমালয়ের একটি বেশি উচ্চতায় থাকা বরফু, ল্যাসপা, রালাম ও লিলামের মতো গ্রামে রাস্তা ও হাঁটা পথে যোগাযোগের মাধ্যমও বন্ধ ৷ সেই কারণেই বাড়ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম ৷ এই গ্রামগুলির কোথাও কোথাও 20 টাকা কেজির লবণ (Salt) 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ৷
আরও পড়ুন : Gandhi Jayanti 2021 : বাপুর মন্ত্র লাখো মানুষকে শক্তি জোগায়, গান্ধি জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদির
এছাড়া চিনি (Sugar) ও ময়দা দেড়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ৷ সরিষার তেলের (Mustered Oil) দাম পৌঁছেছে কেজি প্রতি 275 থেকে 300 টাকায় ৷ মালকা ডাল 200 টাকা কেজি, চাল (Rice) 150 টাকা কেজি ও পেঁয়াজ (Onion) 125 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ৷ দারচুলা উপত্যকার মুনসিয়ারি, ডারমা ও ব্যাস গ্রামেও পরিস্থিতি একই ৷ সেখানে রাস্তা বন্ধের কারণে ক্রমশ বাড়ছে নিত্য়প্রয়োজনীয় জিনিসের দাম ৷
এই পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক হরিশ ধামির দাবি, সরকারি তরফে হিমালয় অঞ্চলের ওই গ্রামগুলির সরকারি দোকানে অত্যাবশ্যকীয় পণ্য পাঠানো হোক ৷ এর ফলে স্থানীয় মানুষগুলির খুবই সুবিধা হবে ৷ তবে স্থানীয় জেলাশাসক ড. আশিস চৌহান স্থানীয় উপ-সরবরাহ আধিকারিক ও উপ-জেলাশাসককে নির্দেশ দিয়েছেন, যাতে সরকারি তরফে ওই এলাকাগুলিতে দ্রুত নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহের ব্যবস্থা করা যায় ৷ তাছাড়া যারা কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Commercial LPG : বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 43 টাকা বাড়ল
এই এলাকার মানুষ যেহেতু সীমান্তের কাছে থাকেন, তাঁদের তাই সীমান্তের প্রথম রক্ষী বলা হয় ৷ তাঁরা হিমালয়ের আরও উচ্চতায় কৃষিকাজের জন্য যান ৷ সেখানেই ছ’মাস থাকেন ৷ আবার শীতের সময় গ্রামে ফিরে আসেন তুষারপাত এড়ানোর জন্য ৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বেশ কয়েকটি অংশে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ সেই কারণেই নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছাতে খরচ বেড়ে যাচ্ছে ৷ তাতেই মূল্যবৃদ্ধি হচ্ছে ৷ তাই প্রশাসন কবে ব্যবস্থা নেয় ৷ সেই অপেক্ষাতেই রয়েছেন সাধারণ মানুষ ৷