ETV Bharat / bharat

Infiltration: ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বাড়ছে, উল্লেখ বিএসএফের তথ্যে - রোহিঙ্গা

সম্প্রতি 2022 এ সীমান্তে নজরদারি (Border Surveillance) সংক্রান্ত সাফল্য নিয়ে একটি প্রেস বিবৃতি দিয়েছে বিএসএফ (BSF) ৷ সেখানে ওই বছর কী কী উদ্ধার হয়েছে, তার তালিকা ও মূল্য দেওয়া হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে যে বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) দিয়ে অনুপ্রবেশের ঘটনা বাড়ছে ৷

BSF
বিএসএফ
author img

By

Published : Jan 6, 2023, 2:33 PM IST

আগরতলা (ত্রিপুরা), 6 জানুয়ারি: সীমান্তে নজরদারিতে (Border Surveillance) 2022 সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিএসএফ (BSF) ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফের তরফে সাম্প্রতিক বার্ষিক প্রেস বিবৃতি দেওয়া সম্প্রতি ৷ সেখানেই এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ নিষিদ্ধ সামগ্রী 2020 ও 21 সালের তুলনায় 2022 সালে বেশি উদ্ধার হয়েছে ৷ তাছাড়া অনুপ্রবেশের অভিযোগে অনেক বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে ৷

বিএসএফের তরফে দেওয়া ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে ত্রিপুরায় (Tripura) 586 কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) পাহারা দিচ্ছেন তাদের জওয়ানরা ৷ 2022 সালে 59 জন রোহিঙ্গা (Rohinga), 160 জন ভারতীয় ও 150 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও সীমান্তে অন্য অপরাধ করার জন্য গ্রেফতার করেছে ।

2021 সালে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার (BSF Tripura Frontier) 97 জন বাংলাদেশি এবং 118 জন ভারতীয় নাগরিক এবং ছ’জন অন্যান্য বিদেশি নাগরিক-সহ মোট 221 জনকে আটক করে ৷ সীমান্তে অবৈধভাবে পারাপারের অভিযোগেই তাদের আটক করা হয় ৷ 2020 সালে 128 জনকে একই কারণে গ্রেফতার করা হয় ।

2022 সালে ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ জওয়ান নজরদারি ও সতর্কতা বাড়িয়ে দেয়৷ যার ফলে বিএসএফ 1813টি গবাদি পশু উদ্ধার করেছে ৷ আর 66 হাজার 608 বোতল ফেনসিডিল, 18 হাজার 685 কেজি গাঁজা, 1 লক্ষ 14 হাজার 658টি ইয়াবা ট্যাবলেট, 86.252 গ্রাম সোনা, 100 গ্রাম রুপো, ব্রাউন সুগার 1513.38 গ্রাম, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, 48 লক্ষ 35 হাজার 853 বাংলাদেশি টাকা উদ্ধার করে ৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য ছিল 58.34 কোটি টাকা ৷

2021 সালে বিএসএফ প্রায় 35.64 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছিল ৷ তার মধ্যে 3.81 কোটি টাকা মূল্যের 88 হাজার 417টি ইয়াবা ট্যাবলেট, 9.34 কোটি টাকা মূল্যের 13 হাজার 206.99 কেজি শুকনো গাঁজা, 78.32 লক্ষ টাকা মূল্যের 48 হাজার 200টি কাশির সিরাপ ৷ 15.93 লক্ষ টাকা মূল্যের 8 হাজার 939 বোতল মদ ছিল ৷ এছাড়া 2.52 কোটি টাকা মূল্যের আরও অনেক কিছু বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি

আগরতলা (ত্রিপুরা), 6 জানুয়ারি: সীমান্তে নজরদারিতে (Border Surveillance) 2022 সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বিএসএফ (BSF) ৷ বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফের তরফে সাম্প্রতিক বার্ষিক প্রেস বিবৃতি দেওয়া সম্প্রতি ৷ সেখানেই এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ নিষিদ্ধ সামগ্রী 2020 ও 21 সালের তুলনায় 2022 সালে বেশি উদ্ধার হয়েছে ৷ তাছাড়া অনুপ্রবেশের অভিযোগে অনেক বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে ৷

বিএসএফের তরফে দেওয়া ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে ত্রিপুরায় (Tripura) 586 কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) পাহারা দিচ্ছেন তাদের জওয়ানরা ৷ 2022 সালে 59 জন রোহিঙ্গা (Rohinga), 160 জন ভারতীয় ও 150 জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও সীমান্তে অন্য অপরাধ করার জন্য গ্রেফতার করেছে ।

2021 সালে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার (BSF Tripura Frontier) 97 জন বাংলাদেশি এবং 118 জন ভারতীয় নাগরিক এবং ছ’জন অন্যান্য বিদেশি নাগরিক-সহ মোট 221 জনকে আটক করে ৷ সীমান্তে অবৈধভাবে পারাপারের অভিযোগেই তাদের আটক করা হয় ৷ 2020 সালে 128 জনকে একই কারণে গ্রেফতার করা হয় ।

2022 সালে ত্রিপুরা ফ্রন্টিয়ারের বিএসএফ জওয়ান নজরদারি ও সতর্কতা বাড়িয়ে দেয়৷ যার ফলে বিএসএফ 1813টি গবাদি পশু উদ্ধার করেছে ৷ আর 66 হাজার 608 বোতল ফেনসিডিল, 18 হাজার 685 কেজি গাঁজা, 1 লক্ষ 14 হাজার 658টি ইয়াবা ট্যাবলেট, 86.252 গ্রাম সোনা, 100 গ্রাম রুপো, ব্রাউন সুগার 1513.38 গ্রাম, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, 48 লক্ষ 35 হাজার 853 বাংলাদেশি টাকা উদ্ধার করে ৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য ছিল 58.34 কোটি টাকা ৷

2021 সালে বিএসএফ প্রায় 35.64 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করেছিল ৷ তার মধ্যে 3.81 কোটি টাকা মূল্যের 88 হাজার 417টি ইয়াবা ট্যাবলেট, 9.34 কোটি টাকা মূল্যের 13 হাজার 206.99 কেজি শুকনো গাঁজা, 78.32 লক্ষ টাকা মূল্যের 48 হাজার 200টি কাশির সিরাপ ৷ 15.93 লক্ষ টাকা মূল্যের 8 হাজার 939 বোতল মদ ছিল ৷ এছাড়া 2.52 কোটি টাকা মূল্যের আরও অনেক কিছু বাজেয়াপ্ত করা হয় ৷

আরও পড়ুন: মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.