ETV Bharat / bharat

ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের অনুমোদন - প্রধানমন্ত্রী মোদি

এই 40 কিলোমিটার রাস্তাকে চার লেনের করার জন্য 21 সেপ্টেম্বর 2020-তে ওই রাস্তার অনুমোদন দেয় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রক৷

indo-nepal-border-road-project-has-been-approved-by-central-government
ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের অনুমোদন
author img

By

Published : Jan 13, 2021, 6:56 PM IST

হলদোয়ানি, 13 জানুয়ারি : ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের জন্য নৈনিতালের সাংসদ অজয় ভাট ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে৷ ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই রাস্তার কৌশলগত গুরুত্ব অনেক বেশি৷ সেই কারণেই এই প্রকল্প নিয়ে একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অজয় ভাট৷ চিঠিতে তিনি লিখেছেন যে এই প্রকল্পের কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব অনেক৷

নৈনিতালের সাংসদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পুরানো জগধ সেতুর 109 নম্বর জাতীয় সড়ক থেকে ভারত-নেপাল সীমান্তের 802/11 স্তম্ভ পর্যন্ত এই রাস্তাকে চার লেনের করা হচ্ছে৷ এই রাস্তা দিয়ে ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যিক গাড়িগুলি যাতায়াত করতে পারবে৷ এর ফলে উভয় দেশই কৌশলগত ও বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে তাঁর দাবি৷

আরও পড়ুন : মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

তিনি জানিয়েছেন, এই প্রকল্পে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নজরদারি করা হচ্ছে ৷ আর এই রাস্তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক রাস্তার মান্যতা দিয়েছেন৷ তাই তিনি প্রধানমন্ত্রীকে ওই চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন৷

নৈনিতালের সাংসদ অজয় ভাটের দাবি, এর মাধ্যমে আন্তর্জাতিক রাস্তার গুরুত্ব উপলব্ধি করা সহজ হবে৷ উল্লেখ্য, এই 40 কিলোমিটার রাস্তাকে চার লেনের করার জন্য 21 সেপ্টেম্বর 2020-তে ওই রাস্তার অনুমোদন দেয় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রক৷

হলদোয়ানি, 13 জানুয়ারি : ভারত-নেপাল সীমান্ত রাস্তা প্রকল্পের জন্য নৈনিতালের সাংসদ অজয় ভাট ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে৷ ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই রাস্তার কৌশলগত গুরুত্ব অনেক বেশি৷ সেই কারণেই এই প্রকল্প নিয়ে একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছেন অজয় ভাট৷ চিঠিতে তিনি লিখেছেন যে এই প্রকল্পের কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব অনেক৷

নৈনিতালের সাংসদ জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পুরানো জগধ সেতুর 109 নম্বর জাতীয় সড়ক থেকে ভারত-নেপাল সীমান্তের 802/11 স্তম্ভ পর্যন্ত এই রাস্তাকে চার লেনের করা হচ্ছে৷ এই রাস্তা দিয়ে ভারত ও নেপালের মধ্যে বাণিজ্যিক গাড়িগুলি যাতায়াত করতে পারবে৷ এর ফলে উভয় দেশই কৌশলগত ও বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে তাঁর দাবি৷

আরও পড়ুন : মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে পুণ্যের ডুব তীর্থযাত্রীদের

তিনি জানিয়েছেন, এই প্রকল্পে সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নজরদারি করা হচ্ছে ৷ আর এই রাস্তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক রাস্তার মান্যতা দিয়েছেন৷ তাই তিনি প্রধানমন্ত্রীকে ওই চিঠির মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন৷

নৈনিতালের সাংসদ অজয় ভাটের দাবি, এর মাধ্যমে আন্তর্জাতিক রাস্তার গুরুত্ব উপলব্ধি করা সহজ হবে৷ উল্লেখ্য, এই 40 কিলোমিটার রাস্তাকে চার লেনের করার জন্য 21 সেপ্টেম্বর 2020-তে ওই রাস্তার অনুমোদন দেয় সড়ক ও সড়ক পরিবহন মন্ত্রক৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.