ETV Bharat / bharat

10 মাস পরে খুলল ভারত-নেপাল সীমান্ত - বাহরাচি

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক সেদেশের সংবাদমাধ্য়মকে জানিয়েছে, ভারত ও নেপালের মধ্য়ে থাকা মোট 26টি রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে নেপালের যমুনা সীমান্ত, গৌরীফানটা, গাড্ডা চৌকি, ঝুলাঘাট এবং ধরচুলা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাঠমান্ডু ৷ দুই দেশের মধ্য়ে লোকজনের যাতায়াত শুক্রবার থেকেই শুরু হয়েছে ৷

indo-nepal-border-opens-after-10-months-for-indians
10 মাস পরে খুলল ভারত-নেপাল সীমান্ত
author img

By

Published : Jan 30, 2021, 5:40 PM IST

বাহরাচি, 30 জানুয়ারি : উত্তরপ্রদেশের বাহরাচিতে ইন্দো-নেপাল সীমান্ত খুলে দিল নেপাল সরকার ৷ গত বছর 23 মার্চ থেকে করোনা মহামারির জন্য় সীমান্ত সিল করে দেয় নেপাল ৷ যার পর প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে ভারত-নেপাল সীমান্ত দিয়ে সড়কপথে যোগাযোগ বন্ধ ছিল ৷

জানা গিয়েছে, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক সেদেশের সংবাদমাধ্য়মকে জানিয়েছে, ভারত ও নেপালের মধ্য়ে থাকা মোট 26টি রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে নেপালের যমুনা সীমান্ত, গৌরীফানটা, গাড্ডা চৌকি, ঝুলাঘাট এবং ধরচুলা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাঠমান্ডু ৷ দুই দেশের মধ্য়ে লোকজনের যাতায়াত শুক্রবার থেকেই শুরু হয়েছে ৷ তবে, সেক্ষেত্রে করোনার বিধিনিয়ং মেনে সেই যাতায়াত করতে হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের জন্য ভারতকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নেপালে ভারতের তরফে 10 লক্ষ কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড পাঠিয়েছিল কেন্দ্র সরকার ৷ সেই ভ্য়াকসিন হাতে পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদও জানিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী ৷

বাহরাচি, 30 জানুয়ারি : উত্তরপ্রদেশের বাহরাচিতে ইন্দো-নেপাল সীমান্ত খুলে দিল নেপাল সরকার ৷ গত বছর 23 মার্চ থেকে করোনা মহামারির জন্য় সীমান্ত সিল করে দেয় নেপাল ৷ যার পর প্রায় 10 মাসেরও বেশি সময় ধরে ভারত-নেপাল সীমান্ত দিয়ে সড়কপথে যোগাযোগ বন্ধ ছিল ৷

জানা গিয়েছে, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক সেদেশের সংবাদমাধ্য়মকে জানিয়েছে, ভারত ও নেপালের মধ্য়ে থাকা মোট 26টি রাস্তা খুলে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে নেপালের যমুনা সীমান্ত, গৌরীফানটা, গাড্ডা চৌকি, ঝুলাঘাট এবং ধরচুলা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাঠমান্ডু ৷ দুই দেশের মধ্য়ে লোকজনের যাতায়াত শুক্রবার থেকেই শুরু হয়েছে ৷ তবে, সেক্ষেত্রে করোনার বিধিনিয়ং মেনে সেই যাতায়াত করতে হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিশিল্ডের জন্য ভারতকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রীর

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নেপালে ভারতের তরফে 10 লক্ষ কোরোনার ভ্য়াকসিন কোভিশিল্ড পাঠিয়েছিল কেন্দ্র সরকার ৷ সেই ভ্য়াকসিন হাতে পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্য়বাদও জানিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.