নাগপুর, 17 অগস্ট: কথা ছিল, নাগপুর থেকে উড়ান নিয়ে যাবেন পুনে ৷ রোজকার ডিউটি রোস্টার অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন ইন্ডিগো এয়ারলাইন্সের পাইলট মনোজ সুব্রামাণিয়ম ৷ কিন্তু তার আগেই ছন্দপতন ৷ ককপিটে বসার আগেই অসুস্থ হয়ে পড়েন বছর চল্লিশের ওই পাইলট ৷ বিমানবন্দরের বোর্ডিং গেটের কাছেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে ওই পাইলটের ৷
ইন্ডিগোর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নাগপুরে আমাদের পাইলটের অকাল মৃত্যুতে আমরা শোকাহত । নাগপুর বিমানবন্দরে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আমাদের প্রার্থনা তাঁর পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে রয়েছে ৷"
কাজের অতিরিক্ত চাপেই কি এই পরিণতি ?
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এর এভিয়েশন ওয়াচডগ জানিয়েছে, মনোজ সুব্রমণিয়ম বুধবার তিরুঅনন্তপুরম-পুনে-নাগপুর সেক্টরে সকাল 3টে থেকে সকাল 7টার মধ্যে দু’টি ফ্লাইট পরিচালনা দায়িত্ব পালন করেছেন । রোস্টার অনুযায়ী, ডিউটির জন্য রিপোর্ট করার আগে 27 ঘণ্টা বিশ্রামে ছিলেন তিনি ।
এয়ারলাইন্সের পক্ষ থেকেও জানানো হয়েছে, “মনোজ সুব্রামাণিয়ম বুধবার তিরুঅনন্তপুরম-পুনে-নাগপুর দু’টি সেক্টরে ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন ৷ যেটি খুব ভোরে ছিল (ভোর 3টে থেকে সকাল 7টার মধ্যে)। তারপরে তাঁর রোস্টারে 27 ঘণ্টা বিশ্রাম ছিল ৷ আজ 04 সেক্টরের জন্য নির্ধারিত ছিলেন তিনি ৷ বিমানটির ছাড়ার সময় নির্ধারিত ছিল দুপুর 1টায ।’’
জানা গিয়েছে, এদিন দুপুর 12টার দিকে বিমানবন্দরের নিরাপত্তা হোল্ড এলাকায় অজ্ঞান হয়ে পড়েন ক্যাপ্টেন মনোজ সুব্রামাণিয়াম ৷ হাসপাতালের মুখপাত্র এজাজ শামি জানান, তাদের জরুরি দল সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) পরিচালনা করেছে । কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ ভারতে দু’দিনের মধ্যে দ্বিতীয় মৃত্যুর ঘটনা । বুধবার কাতার এয়ারওয়েজের এক পাইলট বিমানেই হৃদরোগে আক্রান্ত হন । মাঝপথে বিমানটিকে দুবাইয়ে নামানো হয় ।
আরও পড়ুন: কাজের সময় শেষ, বিমান নিয়ে যেতে অস্বীকার এয়ার ইন্ডিয়ার পাইলটের