ETV Bharat / bharat

Indigo Passenger lost Life: মাঝ-আকাশে অসুস্থ, জরুরি অবতরণ করিয়েও বাঁচানো গেল না ইন্ডিগোর যাত্রীকে - ইন্ডিগো

মাঝ-আকাশে গুরুতর অসুস্থ যাত্রী (Passenger get Sick in Flight) ৷ দোহাগামী ইন্ডিগো বিমানের করাচিতে (Karachi Airport) জরুরি অবতরণ (IndiGo Flight made Emergency Landing) করিয়েও বাঁচানো গেল না তাঁকে (Indigo Passenger lost Life) ৷

Indigo Passenger lost Life after get Sick in Flight
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 13, 2023, 12:47 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: মাঝ-আকাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিমানযাত্রী (Passenger get Sick in Flight) ৷ তার জেরে পড়শি পাকিস্তানের করাচি বিমানবন্দরে (Karachi Airport) জরুরি অবতরণ করতে হয় ইন্ডিগো সংস্থার একটি বিমানকে (IndiGo Flight made Emergency Landing) ৷ অসুস্থ যাত্রীকে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতেই এই পদক্ষেপ করতে হয় বিমানচালক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ কিন্তু, তারপরও ওই বিমানযাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি (Indigo Passenger lost Life) ৷

সংবাদসংস্থা এএনআই এবং পিটিআইয়ের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, 6ই-1736 নম্বরের উড়ানটি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল ৷ গন্তব্য ছিল, দোহা ৷ রবিবার স্থানীয় সময় রাত 10টা 17 মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে বিমানটি ৷ কিন্তু, তার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন বিমানের এক যাত্রী ৷ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে পরিস্থিতির কথা জানান বিমানচালক ৷ সংশ্লিষ্ট এটিসির কাছে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয় ৷ বিপদ বুঝে সেই অনুমতি দিতে দেরি করেনি করাচির বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এরপরই বিমানের মুখ ঘুরিয়ে করাচি নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই জরুরি অবতরণ করে ইন্ডিগোর ফ্লাইট 6ই-1736 ৷

তবে, এতকিছু করেও শেষ রক্ষা হয়নি ৷ জরুরি অবতরণের পর চিকিৎসকরা ওই অসুস্থ যাত্রীকে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ইন্ডিগোর তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, "দুর্ভাগ্যজনক ! অবতরণের পরই ওই অসুস্থ যাত্রীকে পরীক্ষা করেন বিমানবন্দরের মেডিক্যাল টিমের সদস্যরা ৷ তাঁরা জানান, ওই যাত্রীর মৃত্যু হয়েছে ৷"

আরও পড়ুন: পটনার বদলে যাত্রী গেলেন উদয়পুর ! তদন্তের নির্দেশ ডিজিসিএর

এই ঘটনার পর সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের যাতে দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, সেই বন্দোবস্ত করে ইন্ডিগো ৷ সংস্থার পক্ষ থেকে প্রয়াত যাত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং শোকপ্রকাশ করা হয় ৷ সংশ্লিষ্ট বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয়েছে, "এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ৷ প্রয়াত যাত্রীর প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি ৷"

নয়াদিল্লি, 13 মার্চ: মাঝ-আকাশে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিমানযাত্রী (Passenger get Sick in Flight) ৷ তার জেরে পড়শি পাকিস্তানের করাচি বিমানবন্দরে (Karachi Airport) জরুরি অবতরণ করতে হয় ইন্ডিগো সংস্থার একটি বিমানকে (IndiGo Flight made Emergency Landing) ৷ অসুস্থ যাত্রীকে দ্রুত চিকিৎসা পরিষেবা দিতেই এই পদক্ষেপ করতে হয় বিমানচালক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৷ কিন্তু, তারপরও ওই বিমানযাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি (Indigo Passenger lost Life) ৷

সংবাদসংস্থা এএনআই এবং পিটিআইয়ের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্ট আধিকারিকরা ৷ ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, 6ই-1736 নম্বরের উড়ানটি দিল্লি থেকে যাত্রা শুরু করেছিল ৷ গন্তব্য ছিল, দোহা ৷ রবিবার স্থানীয় সময় রাত 10টা 17 মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে উড়ান শুরু করে বিমানটি ৷ কিন্তু, তার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন বিমানের এক যাত্রী ৷ করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে পরিস্থিতির কথা জানান বিমানচালক ৷ সংশ্লিষ্ট এটিসির কাছে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয় ৷ বিপদ বুঝে সেই অনুমতি দিতে দেরি করেনি করাচির বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ এরপরই বিমানের মুখ ঘুরিয়ে করাচি নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই জরুরি অবতরণ করে ইন্ডিগোর ফ্লাইট 6ই-1736 ৷

তবে, এতকিছু করেও শেষ রক্ষা হয়নি ৷ জরুরি অবতরণের পর চিকিৎসকরা ওই অসুস্থ যাত্রীকে পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ ইন্ডিগোর তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে জানানো হয়েছে, "দুর্ভাগ্যজনক ! অবতরণের পরই ওই অসুস্থ যাত্রীকে পরীক্ষা করেন বিমানবন্দরের মেডিক্যাল টিমের সদস্যরা ৷ তাঁরা জানান, ওই যাত্রীর মৃত্যু হয়েছে ৷"

আরও পড়ুন: পটনার বদলে যাত্রী গেলেন উদয়পুর ! তদন্তের নির্দেশ ডিজিসিএর

এই ঘটনার পর সংশ্লিষ্ট বিমানের যাত্রীদের যাতে দ্রুত তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়, সেই বন্দোবস্ত করে ইন্ডিগো ৷ সংস্থার পক্ষ থেকে প্রয়াত যাত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং শোকপ্রকাশ করা হয় ৷ সংশ্লিষ্ট বিবৃতিতে এই প্রসঙ্গে বলা হয়েছে, "এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ৷ প্রয়াত যাত্রীর প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.