নয়াদিল্লি, 30 ডিসেম্বর: খাবারের মধ্যে পোকা ! হ্যাঁ, তাও আবার বিমানে পরিবেশিত স্যান্ডুইচের মধ্যে ৷ শুক্রবার দিল্লি থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমানে এই ঘটনা ঘটে ৷ এরপর যাত্রী একটি ভিডিয়ো তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ তারপর ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে ৷ তারা জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ৷
এদিন 6-ই 6107 বিমানটি দিল্লি থেকে মুম্বই যাচ্ছিল ৷ যাত্রী খুশবু গুপ্তা বিমানে দেওয়া স্যান্ডুইচের মধ্যে পোকা দেখতে পান ৷ পরে জানা যায় পোকাটি কৃমি ৷ সেই ঘটনার ছোট্ট ভিডিয়োটি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেখানে এয়ারলাইনসের এক মুখপাত্র জানান, এই বিষয়টি বিমান কর্তৃপক্ষ জানে ৷ ঘটনাটি কীভাবে ঘটল, তা জানার চেষ্টা চলছে ৷
সোশাল মিডিয়ায় ওই যাত্রী খুশবু গুপ্তা বিমানে পরিবেশিত খাবারের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁর অভিযোগ, পরিষেবা কর্মীদের তিনি জানিয়েছিলেন যে স্যান্ডুইচের মধ্যে পোকা পাওয়া গিয়েছে ৷ তারপরেও কর্মীরা অন্য যাত্রীদের স্যান্ডুইচ দিচ্ছিলেন ৷ খুশবু গুপ্তা পরিষেবা কর্মীদের প্রশিক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং প্রশ্ন করেন, খাবার থেকে সংক্রমণ হলে কাকে দায়ী করা হবে ৷
শনিবার ওই মুখপাত্র একটি বিবৃতিতে জানায়, "একটি স্যান্ডুইচ নিয়ে প্রশ্ন ওঠার পরপরই আমাদের কর্মী ওই পরিষেবা প্রদান বন্ধ করে দেন ৷ বিষয়টি নিয়ে এখন আগাগোড়া তদন্ত চলছে ৷ আমরা আমাদের খাবার সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করছি ৷ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় ৷ যাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ৷" এর আগে নভেম্বরের শেষ দিকে লুফথানসার একটি বিমানে এক দম্পতির মধ্যে ঝামেলা বাঁধে ৷ তার ফলে বিমানটিকে ঘুরিয়ে দিতে হয় ৷
আরও পড়ুন: