ETV Bharat / bharat

Emergency Landing of IndiGo Flight: বিমানে অসুস্থ যাত্রী, যোধপুরে ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ

ইন্ডিগোর বিমান এক মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ যার ফলে জেদ্দা থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে যোধপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় (Emergency Landing of IndiGo Flight) ৷ তবে, মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

Emergency Landing of IndiGo Flight ETV BHARAT
Emergency Landing of IndiGo Flight
author img

By

Published : Feb 7, 2023, 5:56 PM IST

যোধপুর (রাজস্থান), 7 ফেব্রুয়ারি: জেদ্দা থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানকে যোধপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল ৷ জানা গিয়েছে, বিমানে সওয়ার এক 61 বছরের বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় (IndiGo Flight Makes Emergency Landing in Jodhpur) ৷ কিন্তু, যোধপুরের গোয়েল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷ ওই যাত্রীর পরিচয় মিত্রা বানো ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৷

ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, এদিন সকালে 10টা 45 মিনিটে যোধপুর এটিসি একটি জরুরি বার্তা পায় ৷ সেখানে জেদ্দা থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানের পাইলট জুরুরি অবতরণের অনুমতি চাইছিলেন ৷ মেডিক্যাল এমার্জেন্সি হওয়ায় ইন্ডিগোর ওই বিমানটিকে জরুরি অবতরণ করায় এটিসি ৷ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানায় এটিসি-র আধিকারিকরা ৷ বিমানে সফরকারী এক চিকিৎসক মিত্রা বানোর প্রাথমিক চিকিৎসা করেছিলেন ৷ তখনও পর্যন্ত তিনি বেঁচে ছিলেন ৷

জরুরি অবতরণের পর প্রস্তুত রাখা অ্যাম্বুল্যান্সে মিত্রা বানো নামে ওই যাত্রীকে গোয়েল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভরতি করানো হয় ৷ তবে, হাসপাতালে নিয়ে গেলে ওই ষাটোর্ধ্ব মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মহিলা যাত্রীর মৃত্যুর খবর জানার পর ইন্ডিগো কর্তৃপক্ষ শোকপ্রকাশ করেছে ৷ সেই সঙ্গে মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে বিমান সংস্থার তরফে ৷ জানা গিয়েছে, মিত্রা বানোর ছেলে মুজাফফর বিমানে তাঁর সঙ্গে ছিলেন ৷ তিনিই বিমানবন্দর থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে ধোঁয়া, আবুধাবিতে জরুরি অবতরণ

উল্লেখ্য, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে যান্ত্রিক গোলযোগের কারণে ত্রিবান্দ্রম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল ৷ বিমানের একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন পাইলট ৷ সেই সময় বিমানটি মাটি থেকে প্রায় 1 হাজার ফুট উচ্চতায় উড়ছিল ৷ বিমানটি ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকেই রওনা দিয়েছিল ৷ কিন্তু, মাঝআকাশে বিপত্তির কারণে সেটিকে ফিরিয়ে নিয়ে যান পাইলট ৷ ঘটনায় বিমানে সওয়ার সকল যাত্রী নিরাপদে ছিলেন ৷

যোধপুর (রাজস্থান), 7 ফেব্রুয়ারি: জেদ্দা থেকে দিল্লিগামী ইন্ডিগোর বিমানকে যোধপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল ৷ জানা গিয়েছে, বিমানে সওয়ার এক 61 বছরের বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় (IndiGo Flight Makes Emergency Landing in Jodhpur) ৷ কিন্তু, যোধপুরের গোয়েল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ৷ ওই যাত্রীর পরিচয় মিত্রা বানো ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ৷

ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানা গিয়েছে, এদিন সকালে 10টা 45 মিনিটে যোধপুর এটিসি একটি জরুরি বার্তা পায় ৷ সেখানে জেদ্দা থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমানের পাইলট জুরুরি অবতরণের অনুমতি চাইছিলেন ৷ মেডিক্যাল এমার্জেন্সি হওয়ায় ইন্ডিগোর ওই বিমানটিকে জরুরি অবতরণ করায় এটিসি ৷ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকেও জানায় এটিসি-র আধিকারিকরা ৷ বিমানে সফরকারী এক চিকিৎসক মিত্রা বানোর প্রাথমিক চিকিৎসা করেছিলেন ৷ তখনও পর্যন্ত তিনি বেঁচে ছিলেন ৷

জরুরি অবতরণের পর প্রস্তুত রাখা অ্যাম্বুল্যান্সে মিত্রা বানো নামে ওই যাত্রীকে গোয়েল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভরতি করানো হয় ৷ তবে, হাসপাতালে নিয়ে গেলে ওই ষাটোর্ধ্ব মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মহিলা যাত্রীর মৃত্যুর খবর জানার পর ইন্ডিগো কর্তৃপক্ষ শোকপ্রকাশ করেছে ৷ সেই সঙ্গে মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে বিমান সংস্থার তরফে ৷ জানা গিয়েছে, মিত্রা বানোর ছেলে মুজাফফর বিমানে তাঁর সঙ্গে ছিলেন ৷ তিনিই বিমানবন্দর থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ৷

আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে ধোঁয়া, আবুধাবিতে জরুরি অবতরণ

উল্লেখ্য, সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে যান্ত্রিক গোলযোগের কারণে ত্রিবান্দ্রম বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল ৷ বিমানের একটি ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন পাইলট ৷ সেই সময় বিমানটি মাটি থেকে প্রায় 1 হাজার ফুট উচ্চতায় উড়ছিল ৷ বিমানটি ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকেই রওনা দিয়েছিল ৷ কিন্তু, মাঝআকাশে বিপত্তির কারণে সেটিকে ফিরিয়ে নিয়ে যান পাইলট ৷ ঘটনায় বিমানে সওয়ার সকল যাত্রী নিরাপদে ছিলেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.