ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 90 লাখ - সংক্রমণ

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 882 জন । মৃত্যু হয়েছে 491 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Nov 20, 2020, 10:12 AM IST

দিল্লি, 20 নভেম্বর : কয়েকদিন টানা কমার পর দেশে অনেকটাই বাড়ল কোরোনার সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 882 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 45 হাজার 576 জন । এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 90 লাখ 4 হাজার 366 ৷

সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 43 হাজার 794 জন ৷ কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ বেড়েছে সুস্থের সংখ্যাও । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 491 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 585৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 32 হাজার 162 ৷ গত 24 ঘণ্টায় 44 হাজার 807 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছে 84 লাখ 24 হাজার 410 জন ৷

  • With 45,882 new #COVID19 infections, India's total cases rise to 90,04,366. With 584 new deaths, toll mounts to 1,32,162.

    Total active cases at 4,43,794 after an increase of 491 in the last 24 hrs.

    Total discharged cases at 84,28,410 with 44,807 new discharges in last 24 hrs. pic.twitter.com/JKuKK5cMPo

    — ANI (@ANI) November 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 63 হাজার 55 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 16 লাখ 35 হাজার 971জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 67 হাজার 780 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 58 হাজার 711 জন ৷

দিল্লি, 20 নভেম্বর : কয়েকদিন টানা কমার পর দেশে অনেকটাই বাড়ল কোরোনার সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 882 জন । গতকাল এই সংখ্যাটা ছিল 45 হাজার 576 জন । এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 90 লাখ 4 হাজার 366 ৷

সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 43 হাজার 794 জন ৷ কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ বেড়েছে সুস্থের সংখ্যাও । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 491 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 585৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 32 হাজার 162 ৷ গত 24 ঘণ্টায় 44 হাজার 807 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৷ সুস্থ হয়ে এখনও পর্যন্ত বাড়ি ফিরেছে 84 লাখ 24 হাজার 410 জন ৷

  • With 45,882 new #COVID19 infections, India's total cases rise to 90,04,366. With 584 new deaths, toll mounts to 1,32,162.

    Total active cases at 4,43,794 after an increase of 491 in the last 24 hrs.

    Total discharged cases at 84,28,410 with 44,807 new discharges in last 24 hrs. pic.twitter.com/JKuKK5cMPo

    — ANI (@ANI) November 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 63 হাজার 55 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 16 লাখ 35 হাজার 971জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 67 হাজার 780 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 58 হাজার 711 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.