ETV Bharat / bharat

Economic Survey 2022 : আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রের - আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রের

গত অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির (Economic Growth in last fiscal year) হার ছিল 7.3 শতাংশ ৷

Economic Survey report
আগামী অর্থবর্ষে 8-8.5 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস কেন্দ্রের
author img

By

Published : Jan 31, 2022, 4:11 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি : আগামী অর্থবর্ষে (2022-2023) দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) থাকবে 8-8.5 শতাংশের মধ্যে ৷ সোমবার সংসদে 2021-22 অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট (Economic Survey report) পেশ করতে গিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ চলতি 2021-22 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার 9.2 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এই আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ৷

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের (Principal Economic Advisor Sanjeev Sanyal) তৈরি এই আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াচ্ছে, আগামী বছরেও দেশের বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে ৷ গত 2020-21 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার 7.3 শতাংশ ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : ভবিষ্যতের সংকটের জন্য দেশকে প্রস্তুত রাখবে আয়ুষ্মান ভারত: রাষ্ট্রপতি

কেন্দ্রের দাবি, করোনা টিকাকরণের সাফল্য, আর্থিক সংস্কার, রফতানিতে বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে লাল ফিতের ফাঁস আলগা হওয়া, সরকারি বাড়তি আর্থিক বিনিয়োগ ইত্যাদির সুফল আগামী অর্থবর্ষেও দেশের আর্থিক ব্যবস্থার উপর পড়বে ৷ কেন্দ্র জানিয়েছে আগামী দিনে দেশে স্বাভাবিক বর্ষা আসবে এবং মহামারির খারাপ প্রভাব দেশের অর্থনীতিতে আর বড় ভাবে পড়বে না, এটা ধরে নিয়েই এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছে ৷

কেন্দ্রের দাবি, বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আগামী বছর ভারতের আর্থিক বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই আর্থিক সমীক্ষা রিপোর্ট ৷ বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হবে ৷ কারণ চিনে 2022 সালে 4.8 ও 2023 সালে 5.2 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের পূর্বাভাস অনুযায়ী, 2023 সালে গোটা বিশ্বে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে 3.8 শতাংশের আশেপাশে ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি : আগামী অর্থবর্ষে (2022-2023) দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) থাকবে 8-8.5 শতাংশের মধ্যে ৷ সোমবার সংসদে 2021-22 অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট (Economic Survey report) পেশ করতে গিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ চলতি 2021-22 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার 9.2 শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও এই আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে ৷

কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা সঞ্জীব সান্যালের (Principal Economic Advisor Sanjeev Sanyal) তৈরি এই আর্থিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াচ্ছে, আগামী বছরেও দেশের বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়তে পারে ৷ গত 2020-21 অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার 7.3 শতাংশ ছিল বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷

আরও পড়ুন : ভবিষ্যতের সংকটের জন্য দেশকে প্রস্তুত রাখবে আয়ুষ্মান ভারত: রাষ্ট্রপতি

কেন্দ্রের দাবি, করোনা টিকাকরণের সাফল্য, আর্থিক সংস্কার, রফতানিতে বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে লাল ফিতের ফাঁস আলগা হওয়া, সরকারি বাড়তি আর্থিক বিনিয়োগ ইত্যাদির সুফল আগামী অর্থবর্ষেও দেশের আর্থিক ব্যবস্থার উপর পড়বে ৷ কেন্দ্র জানিয়েছে আগামী দিনে দেশে স্বাভাবিক বর্ষা আসবে এবং মহামারির খারাপ প্রভাব দেশের অর্থনীতিতে আর বড় ভাবে পড়বে না, এটা ধরে নিয়েই এই আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হচ্ছে ৷

কেন্দ্রের দাবি, বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আগামী বছর ভারতের আর্থিক বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই আর্থিক সমীক্ষা রিপোর্ট ৷ বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে ভারতীয় অর্থনীতির বৃদ্ধি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হবে ৷ কারণ চিনে 2022 সালে 4.8 ও 2023 সালে 5.2 শতাংশ হারে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আন্তর্জাতিক অর্থ ভান্ডারের পূর্বাভাস অনুযায়ী, 2023 সালে গোটা বিশ্বে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে 3.8 শতাংশের আশেপাশে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.