ETV Bharat / bharat

India's economy: এই অর্থবর্ষে ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে রেকর্ড গড়তে পারে, জানাল বিশ্বব্যাঙ্ক

ভারতে ভ্য়াকসিনেশনের হার বেড়েছে ৷ আর করোনাভাইরাসের বিরুদ্ধে গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে ভারতের অর্থনৈতিক উন্নতির আশা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷

বিশ্ব ব্যাঙ্ক
বিশ্ব ব্যাঙ্ক
author img

By

Published : Oct 8, 2021, 9:39 AM IST

নিউইয়র্ক, 8 অক্টোবর : এই অর্থবর্ষে (Fiscal year) ভারতের 8.3% আর্থিক বৃদ্ধি হতে পারে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ৷ এতে বিশ্বের দ্বিতীয় দ্রুত উন্নয়নশীল এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশের (second-fastest-growing major economy) আসন পাবে ভারত ৷ বৃহস্পতিবার বিশ্ব ব্যাঙ্কের আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির (regional economic update) নিয়ে একটি তথ্য প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, "ভারতে 'কোভিড-19'-এর (Covid-19) 'প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের' পর ভারত 'ভ্যাকসিনেশনের গতি' বাড়িয়েছে ৷ এটা এ বছর এবং তৎপরবর্তী সময়ের উন্নতি স্থির করবে ৷"

তবে সচেতন করে বলা হয়েছে, "গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা অর্জন না করা পর্যন্ত আসন্ন সময়কালে প্যানডেমিক দুর্যোগের মেঘ থাকবে ৷" আগামী সপ্তাহে ব্যাঙ্কের বার্ষিক বৈঠক ৷ তার আগে প্রকাশিত এই সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষে প্যানডেমিক পরিস্থিতিতে ভারতের জিডিপি 7.3 শতাংশ নিচে নেমে গিয়েছে (অর্থাৎ -7.3%) ৷ আশা করা যায়, এই অর্থবর্ষে তা 8.3% বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়বে ৷ যা পরের বছর 7.5% হতে পারে আর 2023-24-এ 6.5% হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

এছাড়া এই অর্থবর্ষে 8.5 শতাংশ আর্থিক বৃদ্ধির সম্ভাবনা নিয়ে যথারীতি এগিয়ে রয়েছে চিন ৷ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এই অর্থবর্ষে এবং পরের বছরেও জিডিপি বৃদ্ধি হতে পারে 7.1 শতাংশ ৷ জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷ বাংলাদেশে গত অর্থবর্ষে 5% আর্থিক বৃদ্ধি হলেও এ বছর 6.4% বৃদ্ধি পেতে পারে এবং পরের বছর সেটা 6.9 শতাংশ বৃদ্ধি পেতে পারে ৷

নিউইয়র্ক, 8 অক্টোবর : এই অর্থবর্ষে (Fiscal year) ভারতের 8.3% আর্থিক বৃদ্ধি হতে পারে বলে জানাল বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ৷ এতে বিশ্বের দ্বিতীয় দ্রুত উন্নয়নশীল এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দেশের (second-fastest-growing major economy) আসন পাবে ভারত ৷ বৃহস্পতিবার বিশ্ব ব্যাঙ্কের আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতির (regional economic update) নিয়ে একটি তথ্য প্রকাশ করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, "ভারতে 'কোভিড-19'-এর (Covid-19) 'প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের' পর ভারত 'ভ্যাকসিনেশনের গতি' বাড়িয়েছে ৷ এটা এ বছর এবং তৎপরবর্তী সময়ের উন্নতি স্থির করবে ৷"

তবে সচেতন করে বলা হয়েছে, "গোষ্ঠী প্রতিরোধ ক্ষমতা অর্জন না করা পর্যন্ত আসন্ন সময়কালে প্যানডেমিক দুর্যোগের মেঘ থাকবে ৷" আগামী সপ্তাহে ব্যাঙ্কের বার্ষিক বৈঠক ৷ তার আগে প্রকাশিত এই সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত অর্থবর্ষে প্যানডেমিক পরিস্থিতিতে ভারতের জিডিপি 7.3 শতাংশ নিচে নেমে গিয়েছে (অর্থাৎ -7.3%) ৷ আশা করা যায়, এই অর্থবর্ষে তা 8.3% বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়বে ৷ যা পরের বছর 7.5% হতে পারে আর 2023-24-এ 6.5% হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

এছাড়া এই অর্থবর্ষে 8.5 শতাংশ আর্থিক বৃদ্ধির সম্ভাবনা নিয়ে যথারীতি এগিয়ে রয়েছে চিন ৷ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এই অর্থবর্ষে এবং পরের বছরেও জিডিপি বৃদ্ধি হতে পারে 7.1 শতাংশ ৷ জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক ৷ বাংলাদেশে গত অর্থবর্ষে 5% আর্থিক বৃদ্ধি হলেও এ বছর 6.4% বৃদ্ধি পেতে পারে এবং পরের বছর সেটা 6.9 শতাংশ বৃদ্ধি পেতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.