নয়াদিল্লি, 20 জুলাই : করোনায় মৃত্যু (Covid Death) নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এল ৷ একটি সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ভারতে সরকারিভাবে করোনায় মৃতের যে সংখ্যা দেখানো হচ্ছে, তা সঠিক নয় ৷ বরং মৃত্যু হয়েছে তার থেকেও দশ শতাংশ বেশি মানুষের ৷ মঙ্গলবার ওই সমীক্ষা রিপোর্টটি প্রকাশ করা হয় ৷ সেখানে দাবি করা হয়েছে, ভারতে সরকারিভাবে এখনও পর্যন্ত 4 লক্ষ 14 হাজার মানুষের করোনায় মৃত্যু হয়েছে ৷ কিন্তু 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত আসলে এই মৃত্যুর সংখ্যা 3 মিলিয়ন থেকে 4.7 মিলিয়ন ৷
আরও পড়ুন : Corona in India : 125 দিন পর দৈনিক সংক্রমণ নামল তিরিশ হাজারে, কমল মৃত্যুও
এই সমীক্ষা রিপোর্টটি তৈরি করেছেন তিনজন ৷ একজন অরবিন্দ সুব্রহ্মণ্যম (Arvind Subramanian), যিনি ভারতীয় সরকারের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ৷ আর দু’জন সেন্টার ফর গ্লোবাল ডেভলপমেন্ট (Center for Global Development) এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) গবেষক ৷ ওই সমীক্ষা রিপোর্টে তাঁরা দাবি করেছেন যে মূলত হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের টালবাহানা বা গাফিলতিতে এই ঘটনা ঘটেছে ৷ আর যে পরিমাণ মানুষ মারা গিয়েছেন, তাতে এই ঘটনাকে স্বাধীনতা ও দেশভাগের পর সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে ব্যাখ্য়া করা যায় ৷
জানা গিয়েছে তিনটি পদ্ধতি মেনে এই সমীক্ষা করা হয়েছে ৷ প্রথমত, দেশের সাতটি রাজ্যের জন্ম ও মৃত্যুর রিপোর্ট খতিয়ে দেখা হয় ৷ দ্বিতীয়ত, ভারতে হওয়া রক্তপরীক্ষা রিপোর্টের সঙ্গে বিশ্বে করোনায় মৃত্যুর হার মিলিয়ে দেখা হয় ৷ আর এক বছরে তিনবার 9 লক্ষ লোকের উপর অর্থনৈতিক সমীক্ষা করা হয় ৷ তার থেকেই এই সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে বলে গবেষণায় দাবি করা হয়েছে ৷
আরও পড়ুন : জরুরি ভিত্তিতে কোভ্যাকসিন ব্যবহারের তথ্য খতিয়ে দেখছে বিশ্বস্বাস্থ্য সংস্থা
তবে একই সঙ্গে গবেষকরা জানিয়েছেন, প্রতিটি পদ্ধতির কিছু দুর্বলতা আছে ৷ যেমন, অর্থনৈতিক সমীক্ষায় মৃত্যুর কারণ উঠে আসেনি ৷ কিন্তু সব পদ্ধতিকে একত্রিত করলে মৃত্যুর হার নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা থেকে প্রকৃত চিত্র উঠে আসছে ৷ একই সঙ্গে ওই গবেষকদের বক্তব্য, তাঁরা ভারতের সাতটি রাজ্যে এই গবেষণা চালিয়েছেন ৷ এর থেকে হয়তো গোটা দেশের সঠিক চিত্র তুলে ধরা সম্ভব নয় ৷ কারণ, করোনার সংক্রমণের হেরফের রয়েছে শহর ও গ্রামীণ এলাকার মধ্যে ৷ তাছাড়া ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ৷
যদিও শুধু ভারত নয় ৷ বিশ্বের অন্যান্য দেশও করোনায় মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে দেখিয়েছে ৷ কিন্তু ভারতে এই ফারাক অনেক অনেক বেশি ৷ এমনটাই দাবি করা হয়েছে ওই সমীক্ষা রিপোর্টে ৷
আরও পড়ুন : এক ধাক্কায় অনেকটা কমে রাজ্যে 24 ঘণ্টায় করোনা আক্রান্ত 666