দিল্লি, 25 ডিসেম্বর : বিশ্বের নজর কেড়েছে ভারতের তৈরি কোরোনা প্রতিষেধক কোভ্যাকসিন ৷ গতকাল টুইটারে একথা জানায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ৷ আইসিএমআরের তরফে লেখা হয়, "ভারতের স্বতন্ত্র কোরোনা প্রতিষেধক কোভ্যাকসিন সাফল্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল ৷ আইসিএমআর ও ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন অত্যন্ত সুরক্ষিত ও রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ৷ "
আইসিএমআর আরও লিখেছে, " কোভ্যাকসিনের প্রথম দু'টি ফেজ়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে ৷ বর্তমানে দেশের 22 টি জায়গায় তৃতীয় ফেজ়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ৷ "
-
𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐯𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐂𝐎𝐕𝐈𝐃-19 𝐝𝐫𝐚𝐰𝐬 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧. The results of the #COVAXIN Phase-2 human clinical trials can be accessed at https://t.co/jjl1WifW2q pic.twitter.com/VKfvjeZuOE
— ICMR (@ICMRDELHI) December 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐯𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐂𝐎𝐕𝐈𝐃-19 𝐝𝐫𝐚𝐰𝐬 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧. The results of the #COVAXIN Phase-2 human clinical trials can be accessed at https://t.co/jjl1WifW2q pic.twitter.com/VKfvjeZuOE
— ICMR (@ICMRDELHI) December 24, 2020𝐈𝐧𝐝𝐢𝐚𝐧 𝐯𝐚𝐜𝐜𝐢𝐧𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧𝐬𝐭 𝐂𝐎𝐕𝐈𝐃-19 𝐝𝐫𝐚𝐰𝐬 𝐠𝐥𝐨𝐛𝐚𝐥 𝐚𝐭𝐭𝐞𝐧𝐭𝐢𝐨𝐧. The results of the #COVAXIN Phase-2 human clinical trials can be accessed at https://t.co/jjl1WifW2q pic.twitter.com/VKfvjeZuOE
— ICMR (@ICMRDELHI) December 24, 2020
কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য গতকাল দিল্লির এইমস হাসপাতালের তরফে ভলান্টিয়ারদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ এরপর একটি বিজ্ঞাপনে এইমসের তরফে জানানো হয়, দিল্লিও কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের একটি কেন্দ্র ৷ এটি কো-স্পনসর করেছে আইসিএমআর ও ভারত বায়োটেক ৷ এইমস কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক সঞ্জয় কে রাই বিজ্ঞাপনে জানান, এই অ্যান্টি ভাইরাসের প্রথম দুই ফেজ়ের ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়েছে ৷