ETV Bharat / bharat

India Pak Siblings Reunite দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

দেশভাগের সময় সাম্প্রদায়িক হিংসার জেরে আলাদা হয়ে গিয়েছিল দুই ভাই ৷ একজন ভারতে ছিলেন, একজন পাকিস্তানে ছিলেন ৷ 75 বছর পর তাঁদের আবার দেখা হল (Indian, Pakistani siblings reunite 75 years after Partition) ৷

indian-pakistani-siblings-reunite-75-years-after-partition
India Pak Siblings Reunite দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন
author img

By

Published : Aug 12, 2022, 6:26 PM IST

ফৈজাবাদ (পাকিস্তান), 12 অগস্ট : স্বাধীনতার 75 বছর (75 Years of Independence) পর পুনর্মিলন হল দুই ভাইয়ের ৷ দেশভাগের সময় পঞ্জাবের ভাটিন্ডা থেকে সিকা খান ও সাদিক খান নামে এই দুই ভাই আলাদা হয়ে যান ৷ সিকা থেকে যান ভারতে (India) ৷ আর সাদিক চলে যান পাকিস্তানে (Pakistan) ৷ তার পর চলতি বছরের গোড়ার দিকে রিইউনিয়ন হয় দুই ভাইয়ের ৷

দেশভাগের সময় সাম্প্রদায়িক হিংসার মুখে পড়তে হয়েছিল সিকা-সাদিকের পরিবারকে ৷ তখন সাদিকের বয়স 10 ৷ আর সিকা ছ’মাসের শিশু ৷ সেই সময়ই তাঁদের বাবা ও বোন খুন হন ৷ সেই শোকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মা ৷ তার পর থেকে গ্রামবাসী ও আত্মীয়দের সহায়তাতেই বড় হয়েছেন সিকা ৷

indian-pakistani-siblings-reunite-75-years-after-partition
দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

তিনি শুধু জানতেন যে তাঁর দাদা আছে৷ দেশভাগের পর থেকে যাঁকে আর পাওয়া যায়নি ৷ অনেক পরে তিনি খোঁজ করতে শুরু করেন দাদার ৷ স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তাঁর যোগাযোগ হয় পাকিস্তানের এক ইউটিউবার নাসির ধিঁলোর সঙ্গে ৷ ওই ইউটিউবারের মাধ্যমেই তিনি খুঁজে পান দাদা সাদিককে ৷

2019 সালে করতারপুর করিডর (Kartarpur Corridor) খুলে দেওয়া হয় ৷ ওই করিডর দিয়ে ভিসা ছাড়াই পাকিস্তানে গিয়ে করতারপুর গুরুদোয়ারায় যেতে পারেন শিখ ধর্মাবলম্বীরা ৷ গত জানুয়ারিতে সেই করিডর দিয়ে পাকিস্তানে গিয়ে দাদা সাদিকের সঙ্গে দেখা করেন সিকা খান ৷

এই পুরো কাজের কৃতিত্বই পাকিস্তানি নাগরিক নাসির ধিঁলোর ৷ বছর 38-এর ওই ইউটিউবার শুধু এই দুই ভাই নন, প্রায় 300 পরিবারের পুনর্মিলন করিয়েছেন ৷ তাঁর দাবি, দেশভাগের সময় আলাদা হয়ে যাওয়া এই বয়স্কদের রিইউনিয়ন করানোর পর তাঁর মনে হয় তিনি ঠিক যেন নিজের দাদু-ঠাকুমার ইচ্ছেপূরণ করলেন ৷

আরও পড়ুন : নোবেলের মঞ্চে ভারতের সোনার সন্তানেরা

ফৈজাবাদ (পাকিস্তান), 12 অগস্ট : স্বাধীনতার 75 বছর (75 Years of Independence) পর পুনর্মিলন হল দুই ভাইয়ের ৷ দেশভাগের সময় পঞ্জাবের ভাটিন্ডা থেকে সিকা খান ও সাদিক খান নামে এই দুই ভাই আলাদা হয়ে যান ৷ সিকা থেকে যান ভারতে (India) ৷ আর সাদিক চলে যান পাকিস্তানে (Pakistan) ৷ তার পর চলতি বছরের গোড়ার দিকে রিইউনিয়ন হয় দুই ভাইয়ের ৷

দেশভাগের সময় সাম্প্রদায়িক হিংসার মুখে পড়তে হয়েছিল সিকা-সাদিকের পরিবারকে ৷ তখন সাদিকের বয়স 10 ৷ আর সিকা ছ’মাসের শিশু ৷ সেই সময়ই তাঁদের বাবা ও বোন খুন হন ৷ সেই শোকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মা ৷ তার পর থেকে গ্রামবাসী ও আত্মীয়দের সহায়তাতেই বড় হয়েছেন সিকা ৷

indian-pakistani-siblings-reunite-75-years-after-partition
দেশভাগের 75 বছর পর ভারত-পাকিস্তানের দুই ভাইয়ের পুনর্মিলন

তিনি শুধু জানতেন যে তাঁর দাদা আছে৷ দেশভাগের পর থেকে যাঁকে আর পাওয়া যায়নি ৷ অনেক পরে তিনি খোঁজ করতে শুরু করেন দাদার ৷ স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তাঁর যোগাযোগ হয় পাকিস্তানের এক ইউটিউবার নাসির ধিঁলোর সঙ্গে ৷ ওই ইউটিউবারের মাধ্যমেই তিনি খুঁজে পান দাদা সাদিককে ৷

2019 সালে করতারপুর করিডর (Kartarpur Corridor) খুলে দেওয়া হয় ৷ ওই করিডর দিয়ে ভিসা ছাড়াই পাকিস্তানে গিয়ে করতারপুর গুরুদোয়ারায় যেতে পারেন শিখ ধর্মাবলম্বীরা ৷ গত জানুয়ারিতে সেই করিডর দিয়ে পাকিস্তানে গিয়ে দাদা সাদিকের সঙ্গে দেখা করেন সিকা খান ৷

এই পুরো কাজের কৃতিত্বই পাকিস্তানি নাগরিক নাসির ধিঁলোর ৷ বছর 38-এর ওই ইউটিউবার শুধু এই দুই ভাই নন, প্রায় 300 পরিবারের পুনর্মিলন করিয়েছেন ৷ তাঁর দাবি, দেশভাগের সময় আলাদা হয়ে যাওয়া এই বয়স্কদের রিইউনিয়ন করানোর পর তাঁর মনে হয় তিনি ঠিক যেন নিজের দাদু-ঠাকুমার ইচ্ছেপূরণ করলেন ৷

আরও পড়ুন : নোবেলের মঞ্চে ভারতের সোনার সন্তানেরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.