কোচি, 10 জুলাই : জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে অতর্কিতে বিস্ফোরণের পর থেকেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে তিন বাহিনীতেই । এবার নৌসেনা ঘাঁটির তিন কিলোমিটারের মধ্যে ড্রোন বা সমতুল্য কোনও নন-কনভেনশনাল বস্তু ওড়ানো নিষিদ্ধ করা হল । এই ধরনের কোনও বস্তু নৌসেনা ঘাঁটির তিন কিলোমিটারের মধ্যে দেখতে পেলে সরাসরি গুলি করে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে ।
সম্প্রতি জম্মুতে বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হানায় দু'জন জখম হয়েছিলেন । তার জেরেই এই কড়াকড়ি করা হয়েছে বলে অনুমান । সরকারের বিভিন্ন সংস্থার তরফেও সতর্ক করে দেওয়া হয়েছে বাহিনীগুলিকে, ড্রোন দিয়ে হামলার ছক কষছে জঙ্গিরা । আর জঙ্গিদের এই ধরনের কৌশল স্বাভাবিকভাবেই যথেষ্ট চিন্তা বাড়াচ্ছে ।
রিমোটচালিত কোনও যন্ত্রের ক্ষেত্রেও একই কড়াকড়ি করা হয়েছে । ড্রোন বা এই ধরনের রিমোটচালিত যন্ত্র ব্যবহারকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে । ভারতীয় দণ্ডবিধির 121, 121 (এ), 287, 336, 337 এবং 338 ধারায় মামলা রুজু করা হবে বলেও জানানো হয়েছে ।
আরও পড়ুন : কাশ্মীরি সন্ত্রাসবাদীদের অপ্রচলিত যুদ্ধশৈলীর শক্তি যোগাচ্ছে ড্রোন