দেরাদুন/ সিতাপুর, 2 মার্চ: ইউক্রেনের প্রতিটি কোণায় পড়ে আছে যুদ্ধের ক্ষত । আটকে পড়েছেন কয়েক হাজারেরও বেশি ভারতীয় পড়ুয়া (Indian Students Stranded In Ukraine)। যাঁদের মধ্যে আছে ঋষভ কৌশিকও । ইউক্রেনে কম্পিউটার সায়েন্স পড়তে গিয়েছিলেন তিনি । তৃতীয় বর্ষ চলছিল । সেখানেই একটি সারমেয় ‘মেলেবু’কে পেয়েছিলেন তিনি । 'মেলেবু' শব্দের ভারতীয় অর্থ মিষ্টি । তাকে ছেড়ে ভারতে আসতে নারাজ ছিলেন দেরাদুনের ঋষভ । ভারত সরকারের তৎপরতায় এবার সে আসতে পারবে দেরাদুনে।
ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর ভারত সরকার । প্রাণ বাঁচাতে ভারতীয়রা যখন যেভাবে হোক দেশে ফিরতে চাইছেন, সেই পরিস্থিতিতে দেরাদুনের ঋষভ কৌশিক জানান, তিনি তাঁর পোষ্যকে ছাড়া দেশে ফিরতে চায় না । সেই সঙ্গে ই-টিভি ভারতের কাছেও আবেদন করেছিলেন যাতে ভারত সরকার 'মেলেবু'কে এনওসি দেয় । তিনি তাঁর পোষ্যকে সঙ্গে নিয়ে যেন দেশে ফিরতে পারেন । ইটিভি ভারতের তৎপরতায় ঋষভের ‘মেলেবু’ পেল ভারতে আসার ছাড়পত্র (Government Of India Gave NOC To Dogs)। ই-টিভি ভারতের ব্যুরো চিফ কিরণকান্ত শর্মাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পডুয়া । ইতিমধ্য়েই 'মেলেবু'কে নিয়ে হাঙ্গেরি পৌঁছেছেন ঋষভ । সমস্ত আইনি কাজ সম্পন্ন করে বিমানে 'মেলেবু'কে নিয়ে ভারতে আসবেন তিনি ।
দেরাদুনের বাসিন্দা ঋষভ কৌশিক ইউক্রেনের তৃতীয়বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র । ঋষভের পরিবারের বেশ কয়েকজন আত্মীয়ও ব্যবসা সূত্রে ইউক্রেনে থাকতেন । রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আত্মীয়রা দুবাই চলে গেলেও, ঋষভ তাঁর পোষ্যকে নিয়ে দুবাই যাওযার চেষ্টা করলে তাঁকে বিমানে আটকে দেওয়া হয়েছিল । এরপেই সরব হন তিনি । ঋষভ কৌশিকের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় । যেখানে দেখা গিয়েছিল ঋষভ কৌশিক জানাচ্ছেন, এক বছর ধরে 'মেলেবু' তাঁর কাছে আছে । তাকে ছেড়ে কোনও ভাবেই তিনি ইউক্রেন ছাড়বেন না । এরপরেই উদ্যোগী হয় ভারত সরকার । এবার থেকে সমস্ত পোষ্যের জন্য বিনামূল্যে ছাড়পত্র ঘোষণা করেছে ভারত সরকার । এই সকল পোষ্যদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবে পশুপ্রেমী সংগঠন 'পেটা'।
আরও পড়ুন: Indians in Ukraine : পড়ুয়াদের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার পরামর্শ বিদেশ মন্ত্রকের
এদিকে ইউক্রেন ডাক্তারি পড়তে গিয়ে আটকে পড়েছে উত্তরপ্রদেশের সিতাপুরের বাসিন্দা বছর একুশের সাদাব আলম । কিভ ইউনির্ভাসিটির পড়ুয়া তিনি । সাদাব আলামের কাকা হাসিব আখতার বলেন, "যুদ্ধ শুরুর পর থেকেই পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছে । ৩ মার্চ সাদাবের টিকিট কাটা থাকলেও যুদ্ধের কারণে তা বাতিল হয়ে যায় । তারপর থেকেই পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছে । সাদাব ভাল আছে । তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে । সাদাব জানিয়েছে, 60-70 জনের একটি দল হাঙ্গেরির কাছাকাছি এসে গিয়েছে ।"