ETV Bharat / bharat

Sri Lanka Crisis: শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের - Sri Lanka Crisis

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ বর্তমানে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রটি (Sri Lanka Crisis) ৷

Sri Lanka Crisis update
শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের
author img

By

Published : Jul 17, 2022, 5:32 PM IST

নয়াদিল্লি, 17 জুলাই: শ্রীলঙ্কায় তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র (Centre calls all party meeting over SL crisis) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

রবিবার প্রহ্লাদ জোশী বলেন, "শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলের বৈঠক ডেকেছে সরকার ৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সামনে শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী ৷" সূত্রের খবর, ভারতের তরফে শ্রীলঙ্কায় কী কী সাহায্য পাঠানো হয়েছে, তাও তুলে ধরা হবে এই বৈঠকে ৷ শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতিতে শরণার্থী সমস্যা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ৷ এই বৈঠকে সেই বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ দেশের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রে ত্রাণ পাঠানোর অনুমতিও চেয়েছেন তিনি ৷

  • The Government has called another all-party meeting under EAM Dr S Jaishankar and FM Sitharaman on the current crisis in Sri Lanka, to be held on Tuesday (19th July): Union Parliamentary Affairs minister Pralhad Joshi pic.twitter.com/Og8K1dxkOd

    — ANI (@ANI) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা চলছে ৷ গত 9 জুলাই শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল করে নেয় বিক্ষুদ্ধ জনতা ৷ এরপরেই প্রথমে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপক্ষে পরে তিনি ইস্তফা দেন ৷ বর্তমানে অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন রনিল বিক্রমাসিংহে ৷ আগামী 20 জুলাই 225 সদস্য বিশিষ্ট শ্রীলঙ্কার সংসদে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে ৷

নয়াদিল্লি, 17 জুলাই: শ্রীলঙ্কায় তৈরি হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে সর্বদলীয় বৈঠকের ডাক দিল কেন্দ্র (Centre calls all party meeting over SL crisis) ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ৷

রবিবার প্রহ্লাদ জোশী বলেন, "শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সর্বদলের বৈঠক ডেকেছে সরকার ৷ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সামনে শ্রীলঙ্কার পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এবং অর্থমন্ত্রী ৷" সূত্রের খবর, ভারতের তরফে শ্রীলঙ্কায় কী কী সাহায্য পাঠানো হয়েছে, তাও তুলে ধরা হবে এই বৈঠকে ৷ শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতিতে শরণার্থী সমস্যা তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তামিলনাড়ুর বিভিন্ন রাজনৈতিক দল ৷ এই বৈঠকে সেই বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ দেশের প্রতিবেশী এই দ্বীপরাষ্ট্রে ত্রাণ পাঠানোর অনুমতিও চেয়েছেন তিনি ৷

  • The Government has called another all-party meeting under EAM Dr S Jaishankar and FM Sitharaman on the current crisis in Sri Lanka, to be held on Tuesday (19th July): Union Parliamentary Affairs minister Pralhad Joshi pic.twitter.com/Og8K1dxkOd

    — ANI (@ANI) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা চলছে ৷ গত 9 জুলাই শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের প্রাসাদ দখল করে নেয় বিক্ষুদ্ধ জনতা ৷ এরপরেই প্রথমে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপক্ষে পরে তিনি ইস্তফা দেন ৷ বর্তমানে অন্তর্বর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন রনিল বিক্রমাসিংহে ৷ আগামী 20 জুলাই 225 সদস্য বিশিষ্ট শ্রীলঙ্কার সংসদে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.