ETV Bharat / bharat

আরব সাগরে ভারতীয় জলসীমায় পাকিস্তানি নৌকা, 13 জনকে আটক উপকূলরক্ষী বাহিনীর - পাকিস্তানি নৌকা

INDIAN COAST GUARD SEIZES PAKISTANI FISHING BOAT আরব সাগরে ভারতীয় জলসীমায় একটি পাকিস্তানি নৌকা আটক করেছে ভারতীয় কোস্টগার্ড। নৌকায় থাকা 13 জনকে আটক করা হয়েছে। এজেন্সিগুলো গভীরভাবে তদন্ত ও যৌথ জিজ্ঞাসাবাদের জন্য নৌকাটি ওখা বন্দরে আনা হচ্ছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 11:05 PM IST

পোরবন্দর, 22 নভেম্বর: আরব সাগরে ভারতীয় জলসীমায় আগেও বহুবার পাকিস্তানি ট্রলার আটকানো হয়েছে। ফের মঙ্গলবার ভারতীয় জলসীমা থেকে একটি সন্দেহভাজন পাকিস্তানি নৌকা আটক করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। পাকিস্তানি নৌকায় থাকা 13 জনকেও আটক করে ওখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ অরিঞ্জয় 21 নভেম্বর আরব সাগরে টহল দেওয়ার সময় একটি পাকিস্তানি নৌকা পরিদর্শন করছে। 21 নভেম্বর তারিখে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে ভারতীয় জলসীমার প্রায় 15 কিলোমিটার ভিতরে মাছ ধরছিল। চ্যালেঞ্জ পেয়ে এই নৌকা ছুটতে শুরু করে পাকিস্তানের দিকে। তবে ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ নৌকাটিকে আটক করে ভারতীয় জলসীমায় আটক করে।

ভারতীয় কোস্ট গার্ডের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানি মাছ ধরার নৌকা নাজ-রে-করম (রেজিস্টার নং 15653-বি) 13 জন ক্রু সদস্য নিয়ে 19 নভেম্বর তারিখে করাচি থেকে রওনা হয়েছিল। ওই এলাকায় নৌকা দিয়ে মাছ ধরার বিষয়টি ক্রুদের দ্বারা ব্যাখ্যা ও যুক্তিযুক্ত করা যায়নি এবং সকল সংস্থার দ্বারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও যৌথ জিজ্ঞাসাবাদের জন্য নৌকাটি ওখা বন্দরে আনা হচ্ছে। উল্লেখ্য, বহুবার আরব সাগরে ভারতীয় জলসীমায় পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নৌকা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. কোয়েম্বাটরে সফল দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটের ট্রায়ালরান

পোরবন্দর, 22 নভেম্বর: আরব সাগরে ভারতীয় জলসীমায় আগেও বহুবার পাকিস্তানি ট্রলার আটকানো হয়েছে। ফের মঙ্গলবার ভারতীয় জলসীমা থেকে একটি সন্দেহভাজন পাকিস্তানি নৌকা আটক করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। পাকিস্তানি নৌকায় থাকা 13 জনকেও আটক করে ওখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতীয় কোস্ট গার্ড জাহাজ অরিঞ্জয় 21 নভেম্বর আরব সাগরে টহল দেওয়ার সময় একটি পাকিস্তানি নৌকা পরিদর্শন করছে। 21 নভেম্বর তারিখে আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে ভারতীয় জলসীমার প্রায় 15 কিলোমিটার ভিতরে মাছ ধরছিল। চ্যালেঞ্জ পেয়ে এই নৌকা ছুটতে শুরু করে পাকিস্তানের দিকে। তবে ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ নৌকাটিকে আটক করে ভারতীয় জলসীমায় আটক করে।

ভারতীয় কোস্ট গার্ডের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তানি মাছ ধরার নৌকা নাজ-রে-করম (রেজিস্টার নং 15653-বি) 13 জন ক্রু সদস্য নিয়ে 19 নভেম্বর তারিখে করাচি থেকে রওনা হয়েছিল। ওই এলাকায় নৌকা দিয়ে মাছ ধরার বিষয়টি ক্রুদের দ্বারা ব্যাখ্যা ও যুক্তিযুক্ত করা যায়নি এবং সকল সংস্থার দ্বারা পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও যৌথ জিজ্ঞাসাবাদের জন্য নৌকাটি ওখা বন্দরে আনা হচ্ছে। উল্লেখ্য, বহুবার আরব সাগরে ভারতীয় জলসীমায় পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নৌকা পাওয়া গিয়েছে।

আরও পড়ুন

  1. রাজৌরিতে জঙ্গি সংঘর্ষে 2 সেনা অফিসার-সহ শহিদ 4 জওয়ান
  2. কোয়েম্বাটরে সফল দেশের প্রথম হোভারক্রাফ্ট বোটের ট্রায়ালরান
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.