ETV Bharat / bharat

Crores Rupee Drug Seized: ওখা সাগর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, 425 কোটি টাকার মাদক-সহ বাজেয়াপ্ত ইরানি নৌকো

ভেস্তে গেল মাদক পাচারের ছক ৷ হাতেনাতে ইরানি নৌকাকে ধরল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ উদ্ধার হয়েছে 425 কোটি টাকার মাদক (Crores Rupee Drugs Seized) ৷

Indian Coast Guard
মাদক বাজেয়াপ্ত
author img

By

Published : Mar 9, 2023, 7:37 PM IST

দ্বারকা(গুজরাত), 9 মার্চ: ওখা সাগরে ইরানের একটি নৌকো থেকে 425 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। আবারও এটিএস এবং ভারতীয় কোস্ট গার্ড (Indian Coast Guard) গোয়েন্দাদের পাওয়া তথ্যের ভিত্তিতে এই অনুপ্রবেশকারীদের আটকাতে সফল হয়েছে। জানা গিয়েছে, দ্বারকা জেলার খাম্বালিয়া তালুকের সালায়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছিল মাদক ব্যবসা। খবর পেয়ে চার-পাঁচ মাস ধরে লাগাতার গুজরাত এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে ওখা সাগরে অভিযান চালাচ্ছে ৷ এরপরেই অভিযানের মাধ্যমে একটি ইরানি নৌকো থেকে 61 কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নৌকার পাঁচ ক্রু মেম্বারকে আটক করে ওখায় আনা হয়।

বিদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে ওখা সমুদ্রপথ দিয়ে অবৈধ পণ্য পাচার করা এবং ভারতীয় সীমান্তে নিয়ে আসা সহজ । ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে এটিএস গুজরাত 61 কেজি মাদক উদ্ধার করেছে ৷ ভারতীয় জলসীমায় 5 জন ক্রু-সহ একটি ইরানি নৌকা আটক করা হয়েছে । সেই মাদকদ্রব্যের মূল্য 425 কোটি টাকা ৷ এটিএসের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনী আরব সাগরে টহল দেওয়ার জন্য তার দুটি টহল জাহাজ, আইসিজিএস মীরা বেহেন এবং আইসিজিএস অভিককে মোতায়েন করেছে । রাতে ভারতীয় জলসীমায় একটি নৌকাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। ওখার উপকূল থেকে 340 কিমি (190 মাইল) দূরে ভারতের উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে দেখে নৌকাটি পালানোর চেষ্টা করে ।

এরপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নৌকাটিকে ধাওয়া করে এবং থামতে বাধ্য করে । সেটি একটি ইরানি নৌকো বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে পাঁচ জন ইরানি ক্রু ছিল । ভারতীয় কোস্ট গার্ডের বোর্ডিং দলের তদন্তের সময় ক্রু সন্দেহজনক আচরণ করে বলে সূত্রের খবর । তদন্ত শেষে নৌকা থেকে 425 কোটি টাকার 61 কেজি মাদক উদ্ধার করা হয়। নৌকো ও নাবিকদের আটক করে পরবর্তী তদন্তের জন্য ওখায় আনা হয়েছে । গত আঠারো মাসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতায় এটিএস আটটি বিদেশি জাহাজ আটক করেছে ৷ 2355 কোটি টাকার 407 কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে ।

আরও পড়ুন: চারধাম যাত্রা শুরুর আগেই চিন্তার মেঘ, ইসরোর ভূমিধসে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের

দ্বারকা(গুজরাত), 9 মার্চ: ওখা সাগরে ইরানের একটি নৌকো থেকে 425 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। আবারও এটিএস এবং ভারতীয় কোস্ট গার্ড (Indian Coast Guard) গোয়েন্দাদের পাওয়া তথ্যের ভিত্তিতে এই অনুপ্রবেশকারীদের আটকাতে সফল হয়েছে। জানা গিয়েছে, দ্বারকা জেলার খাম্বালিয়া তালুকের সালায়া গ্রামে দীর্ঘদিন ধরে চলছিল মাদক ব্যবসা। খবর পেয়ে চার-পাঁচ মাস ধরে লাগাতার গুজরাত এটিএস এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে ওখা সাগরে অভিযান চালাচ্ছে ৷ এরপরেই অভিযানের মাধ্যমে একটি ইরানি নৌকো থেকে 61 কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নৌকার পাঁচ ক্রু মেম্বারকে আটক করে ওখায় আনা হয়।

বিদেশি অনুপ্রবেশকারীদের পক্ষে ওখা সমুদ্রপথ দিয়ে অবৈধ পণ্য পাচার করা এবং ভারতীয় সীমান্তে নিয়ে আসা সহজ । ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ICG) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে এটিএস গুজরাত 61 কেজি মাদক উদ্ধার করেছে ৷ ভারতীয় জলসীমায় 5 জন ক্রু-সহ একটি ইরানি নৌকা আটক করা হয়েছে । সেই মাদকদ্রব্যের মূল্য 425 কোটি টাকা ৷ এটিএসের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপকূলরক্ষী বাহিনী আরব সাগরে টহল দেওয়ার জন্য তার দুটি টহল জাহাজ, আইসিজিএস মীরা বেহেন এবং আইসিজিএস অভিককে মোতায়েন করেছে । রাতে ভারতীয় জলসীমায় একটি নৌকাকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। ওখার উপকূল থেকে 340 কিমি (190 মাইল) দূরে ভারতের উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলিকে দেখে নৌকাটি পালানোর চেষ্টা করে ।

এরপর ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নৌকাটিকে ধাওয়া করে এবং থামতে বাধ্য করে । সেটি একটি ইরানি নৌকো বলে জানা গিয়েছে ৷ যার মধ্যে পাঁচ জন ইরানি ক্রু ছিল । ভারতীয় কোস্ট গার্ডের বোর্ডিং দলের তদন্তের সময় ক্রু সন্দেহজনক আচরণ করে বলে সূত্রের খবর । তদন্ত শেষে নৌকা থেকে 425 কোটি টাকার 61 কেজি মাদক উদ্ধার করা হয়। নৌকো ও নাবিকদের আটক করে পরবর্তী তদন্তের জন্য ওখায় আনা হয়েছে । গত আঠারো মাসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সহযোগিতায় এটিএস আটটি বিদেশি জাহাজ আটক করেছে ৷ 2355 কোটি টাকার 407 কেজি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে ।

আরও পড়ুন: চারধাম যাত্রা শুরুর আগেই চিন্তার মেঘ, ইসরোর ভূমিধসে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় শীর্ষ 2 উত্তরাখণ্ডের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.