নয়াদিল্লি, 14 অক্টোবর : ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কাজের সুবিধায় যুক্ত হল অত্যাধুনিক দু’টি গাড়ি ৷ তার মধ্যে একটি বেশি উচ্চতায় সাবলীল ভাবে সেনা জওয়ানদের পরিবহণে সক্ষম (Indigenous High Mobility Troop Carrier) ৷ এছাড়া আরও একটি 4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল (4x4 Quick Reaction Force Vehicles) দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ৷
সেনার তরফে শুক্রবার এই কথা জানানো হয়েছে ৷ এই দু’টি গাড়িই দেশীয় প্রযুক্তিতে তৈরি বলেও জানানো হয়েছে সেনার তরফে ৷ ভারত ফোর্জ লিমিটেড এই গাড়িটি তৈরি করেছে ৷
একই সঙ্গে জানানো হয়েছে যে এই গাড়ি দু‘টি ব্যবহার করা হবে দ্য ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের (Fire and Fury Corps) জন্য ৷ সেনাবাহিনীর এই কর্পস লাদাখে ওই গাড়ি দু’টি ব্যবহার করবে ৷ ওই কর্পসের তরফে টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ৷
4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়টি গত 6 অক্টোবর জানানো হয়েছিল ৷ তখনই সেনার নর্দান কমান্ডের তরফে বিষয়টি জানানো হয়েছিল ৷
আরও পড়ুন : তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে