ETV Bharat / bharat

Indian Army: অতি উচ্চতায় চলাচলে দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি গাড়ি পেল ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) দ্য ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসকে (Fire and Fury Corps) দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি গাড়ি দেওয়া হল ৷ এই গাড়ি দু’টি অতি উচ্চতায় চলাচলে সক্ষম ৷ সেনার তরফে লাদাখে এই গাড়ি ব্যবহার করা হবে ৷

author img

By

Published : Oct 14, 2022, 2:53 PM IST

indian-army-inducts-high-mobility-troop-carrier-for-operations-in-ladakh
Indian Army: অতি উচ্চতায় চলাচলে দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি গাড়ি পেল ভারতীয় সেনা

নয়াদিল্লি, 14 অক্টোবর : ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কাজের সুবিধায় যুক্ত হল অত্যাধুনিক দু’টি গাড়ি ৷ তার মধ্যে একটি বেশি উচ্চতায় সাবলীল ভাবে সেনা জওয়ানদের পরিবহণে সক্ষম (Indigenous High Mobility Troop Carrier) ৷ এছাড়া আরও একটি 4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল (4x4 Quick Reaction Force Vehicles) দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ৷

সেনার তরফে শুক্রবার এই কথা জানানো হয়েছে ৷ এই দু’টি গাড়িই দেশীয় প্রযুক্তিতে তৈরি বলেও জানানো হয়েছে সেনার তরফে ৷ ভারত ফোর্জ লিমিটেড এই গাড়িটি তৈরি করেছে ৷

একই সঙ্গে জানানো হয়েছে যে এই গাড়ি দু‘টি ব্যবহার করা হবে দ্য ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের (Fire and Fury Corps) জন্য ৷ সেনাবাহিনীর এই কর্পস লাদাখে ওই গাড়ি দু’টি ব্যবহার করবে ৷ ওই কর্পসের তরফে টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ৷

4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়টি গত 6 অক্টোবর জানানো হয়েছিল ৷ তখনই সেনার নর্দান কমান্ডের তরফে বিষয়টি জানানো হয়েছিল ৷

আরও পড়ুন : তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

নয়াদিল্লি, 14 অক্টোবর : ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) কাজের সুবিধায় যুক্ত হল অত্যাধুনিক দু’টি গাড়ি ৷ তার মধ্যে একটি বেশি উচ্চতায় সাবলীল ভাবে সেনা জওয়ানদের পরিবহণে সক্ষম (Indigenous High Mobility Troop Carrier) ৷ এছাড়া আরও একটি 4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল (4x4 Quick Reaction Force Vehicles) দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ৷

সেনার তরফে শুক্রবার এই কথা জানানো হয়েছে ৷ এই দু’টি গাড়িই দেশীয় প্রযুক্তিতে তৈরি বলেও জানানো হয়েছে সেনার তরফে ৷ ভারত ফোর্জ লিমিটেড এই গাড়িটি তৈরি করেছে ৷

একই সঙ্গে জানানো হয়েছে যে এই গাড়ি দু‘টি ব্যবহার করা হবে দ্য ফায়ার অ্যান্ড ফিউরি কর্পসের (Fire and Fury Corps) জন্য ৷ সেনাবাহিনীর এই কর্পস লাদাখে ওই গাড়ি দু’টি ব্যবহার করবে ৷ ওই কর্পসের তরফে টুইট করেও বিষয়টি জানানো হয়েছে ৷

4x4 কুইক রিয়েকশন ফোর্স ভেহিক্যাল সেনাবাহিনীতে যুক্ত করার বিষয়টি গত 6 অক্টোবর জানানো হয়েছিল ৷ তখনই সেনার নর্দান কমান্ডের তরফে বিষয়টি জানানো হয়েছিল ৷

আরও পড়ুন : তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.