ETV Bharat / bharat

Dynamic TB Modelling: যক্ষ্মা নিয়ন্ত্রণে দুনিয়ায় প্রথম গাণিতিক মডেল ভারতের - যক্ষ্মা নিয়ন্ত্রণ

বিশ্বের মধ্যে ভারতই প্রথম যক্ষ্মা সংক্রমণ বিষয়ে হিসেবনিকেশ রাখতে গাণিতিক মডেল তৈরি করেছে ৷ এই মডেল অনুযায়ী যক্ষ্মা রোগের সংক্রমিতের সংখ্যা থেকে চিকিৎসা এবং মৃতের সংখ্যাও নথিভুক্ত করবে ভারত (To Estimate tuberculosis spread India unveil in-country dynamic mathematical model) ৷

TB tuberculosis
যক্ষ্মা
author img

By

Published : Mar 29, 2023, 1:07 PM IST

নয়াদিল্লি, 29 মার্চ: যক্ষ্মার চিকিৎসায় বড়সড় সাফল্য ভারতের ৷ এই সংক্রমণ ছড়ানোর পরিসংখ্যান নির্ণয়ে একটি মডেল তৈরি হল দেশে ৷ দুনিয়ায় এ ধরনের গাণিতিক মডেল এই প্রথম ৷ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে । প্রতি বছর মার্চে যক্ষ্মা বা টিবি সংক্রান্ত তথ্য জানা যাবে নযা এই মডেলের মাধ্যমে (Estimating tuberculosis spread India unveil in-country dynamic mathematical model) ৷

প্রত্যেক রোগীর সংক্রমণের পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, রোগ নির্ণয়ে ভুল হয়েছে নাকি তা বাদ গিয়েছে, চিকিৎসা এবং তার ফলাফল হিসেবে রোগীর মৃত্যু হয়েছে নাকি রোগী সেরে উঠেছেন-এই বিষয়গুলিও থাকবে ৷ প্রতি বছর অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য প্রকাশ করে ৷ এবার থেকে এর ছ'মাস আগেই যক্ষ্মা রোগ সংক্রান্ত তথ্যগুলি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷ সূত্রে জানা গিয়েছে, এই গাণিতিক মডেলের সাহায্যে ভবিষ্যতে রাজ্য স্তরেও এই পরিসংখ্যান তৈরি করতে পারবে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, প্রতি 1 লক্ষ জনতার মধ্যে 210 জন যক্ষ্মার স্বীকার ৷ এদিকে ভারতে নিজস্ব গাণিতিক পদ্ধতিতে এই সংখ্যাটা 196 ৷ 2021 সালে হুর হিসেবে ভারতে 4.94 লক্ষ যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে ৷ কিন্তু ভারতের গাণিতিক মডেল বলছে যক্ষ্মায় সংক্রমিত হয়ে 3 লক্ষ 20 হাজার মানুষ মারা গিয়েছেন ৷

ভারতের নিজস্ব গাণিতিক মডেল অনুযায়ী 2022 সালে 27 লক্ষ 70 হাজার রোগী যক্ষ্মায় সংক্রমিত হয়েছেন ৷ 2021 সালে হু জানিয়েছে, 29 লক্ষ 50 হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ৷ ভারতীয় গাণিতিক মডেল অনুযায়ী 1 লক্ষ মানুষ পিছু 23 জনের মৃত্যু হয়েছে ৷ হু হিসেবে এই সংখ্যাটা 35 ৷ 2020 ও 2021 সালে কোভিড-19 সংক্রমণের জন্য যক্ষ্মা রোগের চিকিৎসাকে অবহেলা করা হয়েছে ৷ এই সময়কালে প্রায় 4 লক্ষ রোগীর যক্ষ্মা সংক্রমণের তথ্য রাখা যায়নি ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই গাণিতিক মডেলটি 40টি দেশের 198 জন প্রতিনিধিকে দেওয়া হয় ৷ নরেন্দ্র মোদি বলেন, "বিশ্বে আমরাই একমাত্র দেশ, যারা গাণিতিক মডেল তৈরি করেছে ৷ বারাণসীতে স্টপ টিবি সম্মেলনে আমরা এই পরিসংখ্যান দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি ৷ বিশ্ব সেই সংখ্যা গ্রহণ করেছে ৷"

আরও পড়ুন: যক্ষ্মা নিয়ন্ত্রণে দেশের 13 জেলার মধ্যে কেন্দ্রের পুরস্কার পেল রাজ্যেরই 7

নয়াদিল্লি, 29 মার্চ: যক্ষ্মার চিকিৎসায় বড়সড় সাফল্য ভারতের ৷ এই সংক্রমণ ছড়ানোর পরিসংখ্যান নির্ণয়ে একটি মডেল তৈরি হল দেশে ৷ দুনিয়ায় এ ধরনের গাণিতিক মডেল এই প্রথম ৷ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে । প্রতি বছর মার্চে যক্ষ্মা বা টিবি সংক্রান্ত তথ্য জানা যাবে নযা এই মডেলের মাধ্যমে (Estimating tuberculosis spread India unveil in-country dynamic mathematical model) ৷

প্রত্যেক রোগীর সংক্রমণের পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, রোগ নির্ণয়ে ভুল হয়েছে নাকি তা বাদ গিয়েছে, চিকিৎসা এবং তার ফলাফল হিসেবে রোগীর মৃত্যু হয়েছে নাকি রোগী সেরে উঠেছেন-এই বিষয়গুলিও থাকবে ৷ প্রতি বছর অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই তথ্য প্রকাশ করে ৷ এবার থেকে এর ছ'মাস আগেই যক্ষ্মা রোগ সংক্রান্ত তথ্যগুলি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে ৷ সূত্রে জানা গিয়েছে, এই গাণিতিক মডেলের সাহায্যে ভবিষ্যতে রাজ্য স্তরেও এই পরিসংখ্যান তৈরি করতে পারবে ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, প্রতি 1 লক্ষ জনতার মধ্যে 210 জন যক্ষ্মার স্বীকার ৷ এদিকে ভারতে নিজস্ব গাণিতিক পদ্ধতিতে এই সংখ্যাটা 196 ৷ 2021 সালে হুর হিসেবে ভারতে 4.94 লক্ষ যক্ষ্মা রোগীর মৃত্যু হয়েছে ৷ কিন্তু ভারতের গাণিতিক মডেল বলছে যক্ষ্মায় সংক্রমিত হয়ে 3 লক্ষ 20 হাজার মানুষ মারা গিয়েছেন ৷

ভারতের নিজস্ব গাণিতিক মডেল অনুযায়ী 2022 সালে 27 লক্ষ 70 হাজার রোগী যক্ষ্মায় সংক্রমিত হয়েছেন ৷ 2021 সালে হু জানিয়েছে, 29 লক্ষ 50 হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন ৷ ভারতীয় গাণিতিক মডেল অনুযায়ী 1 লক্ষ মানুষ পিছু 23 জনের মৃত্যু হয়েছে ৷ হু হিসেবে এই সংখ্যাটা 35 ৷ 2020 ও 2021 সালে কোভিড-19 সংক্রমণের জন্য যক্ষ্মা রোগের চিকিৎসাকে অবহেলা করা হয়েছে ৷ এই সময়কালে প্রায় 4 লক্ষ রোগীর যক্ষ্মা সংক্রমণের তথ্য রাখা যায়নি ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া বৈঠকে এই গাণিতিক মডেলটি 40টি দেশের 198 জন প্রতিনিধিকে দেওয়া হয় ৷ নরেন্দ্র মোদি বলেন, "বিশ্বে আমরাই একমাত্র দেশ, যারা গাণিতিক মডেল তৈরি করেছে ৷ বারাণসীতে স্টপ টিবি সম্মেলনে আমরা এই পরিসংখ্যান দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি ৷ বিশ্ব সেই সংখ্যা গ্রহণ করেছে ৷"

আরও পড়ুন: যক্ষ্মা নিয়ন্ত্রণে দেশের 13 জেলার মধ্যে কেন্দ্রের পুরস্কার পেল রাজ্যেরই 7

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.