নয়াদিল্লি, 26 মার্চ: অমৃত পাল সিংয়ের সমর্থনে কানাডায় ভারতীয় দূতাবাসের (India Summons High Commissioner Canada) সামনে খালিস্তানের সমর্থকের বিক্ষোভের আঁচ পৌঁছল ভারতেও ৷ সেই ঘটনার জেরে ভারতে অবস্থিত কানাডার হাই কমিশনারকে তলব করল সরকার ৷ পাশাপাশি, দিল্লি র যে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট রাখঢাক না রেখে তাও কানাডার রাষ্ট্রদূতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার ৷
বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কানাডার রাষ্ট্রদূতের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছে, পুলিশের উপস্থিতিতে কীভাবে খালিস্তানপন্থীরা নিরাপত্তা লঙ্ঘন করে দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে পারল? পাশাপাশি সরকারের তরফে এও জানতে চাওয়া হয়,তবে কী সুরক্ষায় কোনও ফাঁক ছিল ? কীভাবে এই বিক্ষোভ প্রদর্শনের জন্য় সে দেশের সরকার অনুমতি দিল তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে ৷
বিদেশ মন্ত্রকের তরফে এদিন এক বিবৃতি জারি করে নিজেদের প্রতিবাদ স্পষ্ট করেছে। কানাডাকে ভিয়েনা কনভেনশনের অধীনে তাদের কী বাধ্যবাধকতা আছে এবং তারা কী কী দায়িত্বপালন করতে সে কথাও তাদের রাষ্ট্রদূত মারফৎ মনে করিয়ে দিয়েছে ভারত ৷ পাশাপাশি ওই বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে জড়িত যারা ইতিমধ্যেই চিহ্নিত, তাদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করার দাবিও জানিয়েছে ভারত ৷ সেইসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ভারত সরকারের আশা কানাডা সে দেশে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের এবং দূতাবাসগুলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ নেবে ৷
প্রসঙ্গত গত রবিবার, কানাডায় ভারতীয় দূতাবাসের একটি অনুষ্ঠান বাতিল করা হয় ৷ খালিস্তানের সমর্থকদের বিক্ষোভের আশংকায় এবং নিরাপত্তার কারণেই এই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল বলে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয় ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, কানাডায় সম্প্রতি খালিস্তানী সমর্থকদের দ্বারা ভারত বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে ৷ যাদের দ্বারা বেশ কিছু হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে বলেও খবর ৷ গত সেপ্টেম্বরে, বিদেশ মন্ত্রক কানাডায় ভারতীয়দের উপর অপরাধ বৃদ্ধি এবং ভারত বিরোধী কার্যকলাপের নিন্দা জানিয়ে বিবৃতিও জারি করা হয়েছিল। এদিন বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, "আশা করা যায়, কানাডা সরকার ভবিষ্য়তে আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ৷"
আরও পড়ুন: আজ সত্যাগ্রহ, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের