ETV Bharat / bharat

VL-SRSAM Missile : নয়া ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও ও নৌ-সেনা - ভিএল এসআরএসএএম ক্ষেপণাস্ত্র

ডিআরডিও'র দাবি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ৷ (India successfully test fires VL SRSAM missile) ৷

VL-SRSAM Missile tests
নয়া ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ
author img

By

Published : Jun 24, 2022, 4:50 PM IST

বালাসোর, 24 জুন : স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত ৷ ভিএল-এসআরএসএএম নামের এই ক্ষেপণাস্ত্রটি শুক্রবার ওড়িশার চাঁদিপুরের কাছে নৌ-বাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণ করা হয় (India successfully test fires VL SRSAM missile) ৷ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও) জানিয়েছে, ডিআরডিও এবং নৌ-সেনার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এদিন ৷

ডিআরডিও'র দাবি, এই মিসাইলটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল ৷ ক্ষেপণাস্ত্রটির এই সফল উৎক্ষেপণে ডিআরডিও ও নৌ-সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এরফলে নৌ বাহিনীর শক্তি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ভারতে জঙ্গি হামলার ছক পাকিস্তানে, দাবি এনআইএর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশের সেনাবাহিনী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভর হয়ে ওঠার যে সিদ্ধান্ত নিয়েছে সেই লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছে ডিআরডিও ৷

বালাসোর, 24 জুন : স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত ৷ ভিএল-এসআরএসএএম নামের এই ক্ষেপণাস্ত্রটি শুক্রবার ওড়িশার চাঁদিপুরের কাছে নৌ-বাহিনীর একটি যুদ্ধ জাহাজ থেকে উৎক্ষেপণ করা হয় (India successfully test fires VL SRSAM missile) ৷ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও) জানিয়েছে, ডিআরডিও এবং নৌ-সেনার যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় এদিন ৷

ডিআরডিও'র দাবি, এই মিসাইলটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মিসাইল ৷ ক্ষেপণাস্ত্রটির এই সফল উৎক্ষেপণে ডিআরডিও ও নৌ-সেনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এরফলে নৌ বাহিনীর শক্তি আরও বাড়বে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : ভারতে জঙ্গি হামলার ছক পাকিস্তানে, দাবি এনআইএর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে দেশের সেনাবাহিনী দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভর হয়ে ওঠার যে সিদ্ধান্ত নিয়েছে সেই লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছে ডিআরডিও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.