ETV Bharat / bharat

Corona Update in India : 24 ঘণ্টায় করোনা সংক্রামিত 2 লক্ষ 68 হাজার, সংক্রমণের হার 16.66 শতাংশ

করোনা সংক্রমণের হার বেড়ে 16.66 শতাংশ হয়েছে (Corona Update in India) ৷ ওমিক্রন সংক্রমণ ছাড়িয়েছে 6 হাজার ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Jan 15, 2022, 9:45 AM IST

Updated : Jan 15, 2022, 10:48 AM IST

নয়াদিল্লি, 15 জানুয়ারি : আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 68 হাজার 833 জন (India reports fresh 268833 COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 64 হাজার 202 জন৷ এখনও পর্যন্ত দেশে 3 কোটি 68 লক্ষ 50 হাজার 962 জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 14.7% থেকে বেড়ে হয়েছে 16.66 শতাংশ ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 22 হাজার 684 জন ৷ এর আগের দিন 1 লক্ষ 9 হাজার 345 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 3 কোটি 49 লক্ষ 47 হাজার 390 ৷ সুস্থতার হার 94.83 শতাংশ ৷

Covid 19 in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 402 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷ এর আগের দিন 315 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 85 হাজার 752 জন কোভিড রোগী মারা গিয়েছেন ৷

দেশ এখনও পর্যন্ত 156 কোটি 2 লক্ষ 51 হাজার 117 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

গত 24 ঘণ্টার পর ওমিক্রন আক্রান্তের (Omicron cases in India) সংখ্যা পৌঁছেছে 6 হাজার 41 জনে ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 5 হাজার 753 ৷

নয়াদিল্লি, 15 জানুয়ারি : আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 68 হাজার 833 জন (India reports fresh 268833 COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 64 হাজার 202 জন৷ এখনও পর্যন্ত দেশে 3 কোটি 68 লক্ষ 50 হাজার 962 জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 14.7% থেকে বেড়ে হয়েছে 16.66 শতাংশ ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 22 হাজার 684 জন ৷ এর আগের দিন 1 লক্ষ 9 হাজার 345 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 3 কোটি 49 লক্ষ 47 হাজার 390 ৷ সুস্থতার হার 94.83 শতাংশ ৷

Covid 19 in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : COVAXIN is universal vaccine : কোভ্যাকসিন এখন বিশ্বজনীন টিকা, জানাল ভারত বায়োটেক

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 402 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷ এর আগের দিন 315 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 85 হাজার 752 জন কোভিড রোগী মারা গিয়েছেন ৷

দেশ এখনও পর্যন্ত 156 কোটি 2 লক্ষ 51 হাজার 117 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

গত 24 ঘণ্টার পর ওমিক্রন আক্রান্তের (Omicron cases in India) সংখ্যা পৌঁছেছে 6 হাজার 41 জনে ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 5 হাজার 753 ৷

Last Updated : Jan 15, 2022, 10:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.