ETV Bharat / bharat

Corona Update in India : হাজারের নিচে নামল সংক্রমণ, মৃত 6 - দেশের করোনা পরিস্থিতি

দৈনিক করোনা সংক্রমণ হাজারের আশপাশে ওঠানামা করছে ৷ তবে গত 24 ঘণ্টায় দেশে 6 জনের মৃত্যু হয় (Corona Update in India) ৷

Corona
ভারতে করোনা গ্রাফ
author img

By

Published : Apr 15, 2022, 9:45 AM IST

নয়াদিল্লি, 15 এপ্রিল : ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 949 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের সংখ্যাটা ছিল 1 হাজার 7 জন (India reports 949 fresh COVID19 cases in the last 24 hours) ৷

এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 191 জন ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 6 জন ৷ আগের দিন 1 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 743 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 810 জন ৷ আগের দিন 818 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 7 হাজার 38 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 186 কোটি 30 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Suvo Nababarsha 1429 : করোনার আক্রমণ শিথিল, জমে উঠুক এবারের নববর্ষ

নয়াদিল্লি, 15 এপ্রিল : ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 949 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের সংখ্যাটা ছিল 1 হাজার 7 জন (India reports 949 fresh COVID19 cases in the last 24 hours) ৷

এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 191 জন ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 6 জন ৷ আগের দিন 1 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 743 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 810 জন ৷ আগের দিন 818 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 7 হাজার 38 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 186 কোটি 30 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Suvo Nababarsha 1429 : করোনার আক্রমণ শিথিল, জমে উঠুক এবারের নববর্ষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.