ETV Bharat / bharat

Corona Updates in India : সংক্রমণ সামান্য কমে 8 হাজারে, বাড়ল দৈনিক মৃত্যু - covid update news of india

সাড়ে 9 হাজার থেকে প্রায় 1 হাজার কমে দৈনিক সংক্রমণ নামল 8 হাজার 503-এ ৷ তবে সংক্রমণ কমলেও 1 দিনে প্রায় 500 জন আক্রান্তের মৃত্যু হয়েছে গত 24 ঘণ্টায় ৷ আগের দিন মৃতের সংখ্যা 159 থাকলেও আজ তা বেড়ে 624 -এ পৌঁছে গিয়েছে (Corona Updates in India) ৷

Corona Updates in India
ভারতে করোনার বর্তমান অবস্থা
author img

By

Published : Dec 10, 2021, 10:46 AM IST

Updated : Dec 10, 2021, 11:16 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : গতকালের তুলনায় কমল আক্রান্তের সংখ্যা (Corona Updates in India) ৷ 9 হাজার 419 থেকে গত 24 ঘণ্টায় কমে 8 হাজার 503-এ পৌঁছল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে সংক্রমণ কিছুটা কমলেও অনেকটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় 624 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যা ছিল 159 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে 4 লাখ 74 হাজার 735 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, সামান্য কমেছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 678 জন, আগের দিন যা ছিল 8 হাজার 251 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 41 লাখ 5 হাজার 66 জন ৷

সামান্য বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 94 হাজার 943 জন ৷ আগের দিন যা ছিল 94 হাজার 742 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 131 কোটি 18 লাখ 87 হাজার 257টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

তবে করোনা সংক্রমণ কমলেও এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফেই বারবার এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Omicron Scare in India : আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

নয়াদিল্লি, 10 ডিসেম্বর : গতকালের তুলনায় কমল আক্রান্তের সংখ্যা (Corona Updates in India) ৷ 9 হাজার 419 থেকে গত 24 ঘণ্টায় কমে 8 হাজার 503-এ পৌঁছল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে সংক্রমণ কিছুটা কমলেও অনেকটা বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা ৷

গত 24 ঘণ্টায় 624 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যা ছিল 159 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে 4 লাখ 74 হাজার 735 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, সামান্য কমেছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 678 জন, আগের দিন যা ছিল 8 হাজার 251 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে সুস্থের সংখ্যা 3 কোটি 41 লাখ 5 হাজার 66 জন ৷

সামান্য বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 94 হাজার 943 জন ৷ আগের দিন যা ছিল 94 হাজার 742 জন ৷ এখনও পর্যন্ত দেশজুড়ে মোট 131 কোটি 18 লাখ 87 হাজার 257টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

তবে করোনা সংক্রমণ কমলেও এর ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা ৷ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফেই বারবার এই বিষয়ে সাধারণ মানুষকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : Omicron Scare in India : আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

Last Updated : Dec 10, 2021, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.