ETV Bharat / bharat

Corona Update in India : দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আট হাজারের ঘরেই - Corona Infection in India

গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 306 জন (Corona Infection in India) ৷

COVID-19 tracker in India
ভারতের করোনার খবর
author img

By

Published : Dec 6, 2021, 10:25 AM IST

Updated : Dec 6, 2021, 11:01 AM IST

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : আক্রান্তের সংখ্যা রয়ে যাচ্ছে সেই 8 হাজারের ঘরেই ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 8 হাজার 306 জন (New COVID-19 Cases in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটা ছিল 8 হাজার 895 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, এদিন 8 হাজার 834 জন সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 98 হাজার 416 জন, যা 552 দিনে সর্বনিম্ন ৷

রাজ্যগুলির হিসাবে গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন 10 জন ৷ করোনায় আক্রান্ত হয়েছেন 620 জন ৷ অসমে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা জানা গিয়েছে 4 ৷ নতুন করে আক্রান্ত হয়েছে 101 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal: রাজ্যে প্রায় একই রইল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

নয়াদিল্লি, 6 ডিসেম্বর : আক্রান্তের সংখ্যা রয়ে যাচ্ছে সেই 8 হাজারের ঘরেই ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 8 হাজার 306 জন (New COVID-19 Cases in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটা ছিল 8 হাজার 895 ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা যাচ্ছে, এদিন 8 হাজার 834 জন সুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 98 হাজার 416 জন, যা 552 দিনে সর্বনিম্ন ৷

রাজ্যগুলির হিসাবে গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন 10 জন ৷ করোনায় আক্রান্ত হয়েছেন 620 জন ৷ অসমে গত 24 ঘণ্টায় মৃতের সংখ্যা জানা গিয়েছে 4 ৷ নতুন করে আক্রান্ত হয়েছে 101 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal: রাজ্যে প্রায় একই রইল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

Last Updated : Dec 6, 2021, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.