ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণের সত্তরভাগ কেরালায়, দুশ্চিন্তা বাড়াচ্ছে 'ঈশ্বরের আপন দেশ' - করোনা

ওনাম উৎযাপিত হওয়ার পর গত 24 ঘণ্টার রেকর্ড সংখ্যক সংক্রমণ ঘটেছে কেরালায় । একদিনে কেরালায় করোনা আক্রান্ত হয়েছে 31 হাজার 445 জন ৷ মৃত্যু হয়েছে 215 জনের ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Aug 26, 2021, 10:01 AM IST

Updated : Aug 26, 2021, 11:47 AM IST

নয়াদিল্লি, 26 অগস্ট : গত 24 ঘণ্টায় 46 হাজার ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ ৷ যার মধ্যে 31 হাজারের বেশি সংক্রমণ শুধু কেরালায় ৷ অর্থাৎ কিনা দেশের দৈনিক সংক্রমণের সত্তরভাগ ঘটেছে কেরালায় । এই ঘটনায় উৎসব ওনামকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা ৷ এদিকে সংক্রমণ বাড়লেও সামান্য কমেছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 607 জনের ৷

ওনাম উদযাপিত হওয়ার পর গত 24 ঘণ্টার রেকর্ড সংখ্যক সংক্রমণ ঘটেছে কেরলে । একদিনে কেরালায় করোনা আক্রান্ত হয়েছে 31 হাজার 445 জন ৷ মৃত্যু হয়েছে 215 জনের ৷ যা গোটা দেশের সংক্রমণের অর্ধেকেরও বেশি ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 46 হাজার 164 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 37 হাজার 593 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 25 লাখ 58 হাজার 530 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 33 হাজার 725 জন ।

তবে সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 607 জনের ৷ গতকাল যা ছিল 648 ৷ গতকাল যা ছিল 354 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে 4 লাখ 36 হাজার 365 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 34 হাজার 159 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 17 লাখ 88 হাজার 440 জন ।

গত 24 ঘণ্টায় 80 লাখ 40 হাজার 407 টি টিকার ডোজ় দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 60 কোটি 38 লাখ 46 হাজার 475 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, 26 অগস্ট : গত 24 ঘণ্টায় 46 হাজার ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ ৷ যার মধ্যে 31 হাজারের বেশি সংক্রমণ শুধু কেরালায় ৷ অর্থাৎ কিনা দেশের দৈনিক সংক্রমণের সত্তরভাগ ঘটেছে কেরালায় । এই ঘটনায় উৎসব ওনামকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা ৷ এদিকে সংক্রমণ বাড়লেও সামান্য কমেছে দৈনিক মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 607 জনের ৷

ওনাম উদযাপিত হওয়ার পর গত 24 ঘণ্টার রেকর্ড সংখ্যক সংক্রমণ ঘটেছে কেরলে । একদিনে কেরালায় করোনা আক্রান্ত হয়েছে 31 হাজার 445 জন ৷ মৃত্যু হয়েছে 215 জনের ৷ যা গোটা দেশের সংক্রমণের অর্ধেকেরও বেশি ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 46 হাজার 164 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 37 হাজার 593 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 25 লাখ 58 হাজার 530 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 33 হাজার 725 জন ।

তবে সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 607 জনের ৷ গতকাল যা ছিল 648 ৷ গতকাল যা ছিল 354 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে 4 লাখ 36 হাজার 365 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 34 হাজার 159 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 17 লাখ 88 হাজার 440 জন ।

গত 24 ঘণ্টায় 80 লাখ 40 হাজার 407 টি টিকার ডোজ় দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 60 কোটি 38 লাখ 46 হাজার 475 টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : Covid-19 : উৎসবের মরসুমে করোনা নিয়ে আরও সতর্ক হতে নির্দেশ কেন্দ্রের

Last Updated : Aug 26, 2021, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.