ETV Bharat / bharat

Coronavirus India: দেশে ফের 40 হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও - দৈনিক সংক্রমণ

দেশে ফের অনেকটা বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) গ্রাফ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হন 43 হাজার 654 জন ৷ গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন 640 জন ৷

India reports 43,654 fresh COVID cases, 41,678 recoveries, and 640 deaths in the last 24 hours
দেশে ফের 40 হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও
author img

By

Published : Jul 28, 2021, 9:58 AM IST

Updated : Jul 28, 2021, 11:12 AM IST

নয়াদিল্লি, 28 জুলাই : দেশে আবারও অনেকটা চড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) গ্রাফ ৷ গতকালই দৈনিক সংক্রমণ 30 হাজারের নিচে নেমে গিয়েছিল ৷ 132 দিন পর এমন ঘটনা ঘটে ৷ তবে আজ আবার সংক্রমণ 40 হাজারের গণ্ডি ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 654 জন ৷ সংক্রমণের পাশাপাশি গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুও ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 415 জন ৷ আজ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 640 ৷ তবে চার লাখের নিচেই আছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷

পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর সোমবার দেশে কিছুটা কমেছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবার তা কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাখে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 654 জন ৷ মৃতের সংখ্যাও বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশ জুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 22 জন ৷

আরও পড়ুন: 132 দিন পর 30 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 99 হাজার 436 জন ৷ গতকালই 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নামে ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 6 লাখ 63 হাজার 147 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.39 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 41 হাজার 678 জন সেরে উঠেছেন ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : সামান্য বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 10

গত 24 ঘণ্টায় 40 লক্ষ 2 হাজার 35 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 44 কোটি 61 লক্ষ 56 হাজার 659টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 28 জুলাই : দেশে আবারও অনেকটা চড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) গ্রাফ ৷ গতকালই দৈনিক সংক্রমণ 30 হাজারের নিচে নেমে গিয়েছিল ৷ 132 দিন পর এমন ঘটনা ঘটে ৷ তবে আজ আবার সংক্রমণ 40 হাজারের গণ্ডি ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 654 জন ৷ সংক্রমণের পাশাপাশি গতকালের তুলনায় বেড়েছে মৃত্যুও ৷ গতকাল করোনার বলি হয়েছিলেন 415 জন ৷ আজ সেই সংখ্যাটা বেড়ে হয়েছে 640 ৷ তবে চার লাখের নিচেই আছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷

পরপর দু দিন সংক্রমণ বৃদ্ধির পর সোমবার দেশে কিছুটা কমেছিল করোনার সংক্রমণ ৷ মঙ্গলবার তা কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাখে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 654 জন ৷ মৃতের সংখ্যাও বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশ জুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 22 জন ৷

আরও পড়ুন: 132 দিন পর 30 হাজারের নিচে দৈনিক সংক্রমণ

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 3 লাখ 99 হাজার 436 জন ৷ গতকালই 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নামে ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 6 লাখ 63 হাজার 147 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.39 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 41 হাজার 678 জন সেরে উঠেছেন ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : সামান্য বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 10

গত 24 ঘণ্টায় 40 লক্ষ 2 হাজার 35 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 44 কোটি 61 লক্ষ 56 হাজার 659টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Jul 28, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.