ETV Bharat / bharat

Corona Update India : দেশে দৈনিক সংক্রমণ 43 হাজার, কেরালা একাই তিরিশ - last-24-hours

গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন 43 হাজার 263 জন ৷ মোট সংক্রামিতের সংখ্যা হল 3 কোটি 31 লক্ষ 39 হাজার 981 জন ৷ গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 338 জনের ৷

Corona Update India
দেশে দৈনিক সংক্রমণ 43 হাজার, কেরালা একাই তিরিশ
author img

By

Published : Sep 9, 2021, 9:54 AM IST

Updated : Sep 9, 2021, 10:45 AM IST

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : দেশে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্য় মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন সংখ্যা 43 হাজার 263 জন ৷ এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা হল 3 কোটি 31 লক্ষ 39 হাজার 981 জন ৷ কেরালায় গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছে 30 হাজার 196 জন ৷ গত 24 ঘণ্টায় কেরালায় মৃত্যু হয়েছে 181 জনের ৷

গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 40 হাজার 567 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 39 হাজার 114 জন ৷ গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 338 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 369 জন ৷ সুস্থতার হার 97.48 % ৷ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় শুধু কেরালাই সংক্রামিত হয়েছে 30 হাজারের বেশি রোগী ৷ মৃত্যুর হার ঊর্ধ্বমুখী কেরালায় ৷

আরও পড়ুন: ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

দেশে এখনও অবধি সক্রিয় রোগীর সংখ্যা 3 লক্ষ 93 হাজার 614 জন ৷ আজ অবধি দেশে মোট সুস্থ হয়েছেন 3 কোটি 23 লক্ষ 4 হাজার 618 জন ৷ দেশে মোট মৃত্যু হয়েছে 4 লক্ষ 41 হাজার 749 জন ৷ দেশে এখনও অবধি মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে 71 কোটি 65 লক্ষ 97 হাজার 428টি ৷ গত 24 ঘণ্টায় ডোজ দেওয়া হয়েছে 86 লক্ষ 51 হাজার 701টি ৷

নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর : দেশে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্য় মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন সংখ্যা 43 হাজার 263 জন ৷ এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা হল 3 কোটি 31 লক্ষ 39 হাজার 981 জন ৷ কেরালায় গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছে 30 হাজার 196 জন ৷ গত 24 ঘণ্টায় কেরালায় মৃত্যু হয়েছে 181 জনের ৷

গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 40 হাজার 567 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 39 হাজার 114 জন ৷ গত 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 338 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 369 জন ৷ সুস্থতার হার 97.48 % ৷ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় শুধু কেরালাই সংক্রামিত হয়েছে 30 হাজারের বেশি রোগী ৷ মৃত্যুর হার ঊর্ধ্বমুখী কেরালায় ৷

আরও পড়ুন: ব্রহ্মপুত্রে দুই নৌকার মুখোমুখি ধাক্কায় মৃত 1, নিখোঁজ অসংখ্য

দেশে এখনও অবধি সক্রিয় রোগীর সংখ্যা 3 লক্ষ 93 হাজার 614 জন ৷ আজ অবধি দেশে মোট সুস্থ হয়েছেন 3 কোটি 23 লক্ষ 4 হাজার 618 জন ৷ দেশে মোট মৃত্যু হয়েছে 4 লক্ষ 41 হাজার 749 জন ৷ দেশে এখনও অবধি মোট ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে 71 কোটি 65 লক্ষ 97 হাজার 428টি ৷ গত 24 ঘণ্টায় ডোজ দেওয়া হয়েছে 86 লক্ষ 51 হাজার 701টি ৷

Last Updated : Sep 9, 2021, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.