ETV Bharat / bharat

Corona in India : ফের কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - দেশে করোনা আক্রান্তের সংখ্যা

দেশে কয়েকদিন ধরে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তবে দৈনিক আক্রান্তের সংখ্যা 50 হাজারের নিচে রয়েছে ৷ গতকালের তুলনায় প্রায় 2 শতাংশ কমেছে দৈনিক সংক্রমণ ৷

করোনা
করোনা
author img

By

Published : Jul 4, 2021, 9:35 AM IST

Updated : Jul 5, 2021, 10:16 AM IST

নয়া দিল্লি, 4 জুলাই : দেশে আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus In India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 71 জন ৷ গতকালের তুলনায় প্রায় 2 শতাংশ কম ৷ শনিবার এই সংখ্যাটা ছিল 44 হাজার 111 জন ৷ তবে বাড়ল মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 955 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 738 ৷

দেশে কয়েকদিন ধরে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তবে দৈনিক আক্রান্তের সংখ্যা 50 হাজারের নিচে রয়েছে ৷ তবে মঙ্গলবার তা 37 হাজারে নেমে গিয়েছিল ৷ ফের বাড়ে ৷ বৃহস্পতিবার তা বেড়ে 48 হাজার হয়ে যায় ৷ তবে শুক্রবার থেকে ফের কমতে শুরু করেছে সংক্রমণ ৷ পরপর তিনদিন কম রয়েছে ৷ তবে ব্যবধানটা কম ৷ তবে মৃতের সংখ্যাটা ফের বাড়ল ৷ তবে সংখ্যাটা হাজারের নিচেই রয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 45 হাজার 433 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 1 হাজার 50 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 2 হাজার 5 জনের ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 52 হাজার 299 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 96 লাখ 58 হাজার 78 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন, হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 35 কোটি 12 লাখ 21 হাজার 306টি ডোজ় দেওয়া হয়েছে ৷ 3 জুলাই পর্যন্ত মোট 41 কোটি 82 লাখ 54 হাজার 953 টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ গতকাল মোট 18 লাখ 38 হাজার 490টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷

গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে যায় ভারত ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

নয়া দিল্লি, 4 জুলাই : দেশে আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus In India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 71 জন ৷ গতকালের তুলনায় প্রায় 2 শতাংশ কম ৷ শনিবার এই সংখ্যাটা ছিল 44 হাজার 111 জন ৷ তবে বাড়ল মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 955 জনের ৷ গতকাল সংখ্যাটা ছিল 738 ৷

দেশে কয়েকদিন ধরে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ তবে দৈনিক আক্রান্তের সংখ্যা 50 হাজারের নিচে রয়েছে ৷ তবে মঙ্গলবার তা 37 হাজারে নেমে গিয়েছিল ৷ ফের বাড়ে ৷ বৃহস্পতিবার তা বেড়ে 48 হাজার হয়ে যায় ৷ তবে শুক্রবার থেকে ফের কমতে শুরু করেছে সংক্রমণ ৷ পরপর তিনদিন কম রয়েছে ৷ তবে ব্যবধানটা কম ৷ তবে মৃতের সংখ্যাটা ফের বাড়ল ৷ তবে সংখ্যাটা হাজারের নিচেই রয়েছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 5 লাখ 45 হাজার 433 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 1 হাজার 50 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 2 হাজার 5 জনের ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 52 হাজার 299 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 96 লাখ 58 হাজার 78 জন ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন, হু অনুমোদিত ভ্যাকসিনকে সব দেশে স্বীকৃতি দেওয়ার অনুরোধ কোভ্যাকস’র

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 35 কোটি 12 লাখ 21 হাজার 306টি ডোজ় দেওয়া হয়েছে ৷ 3 জুলাই পর্যন্ত মোট 41 কোটি 82 লাখ 54 হাজার 953 টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ গতকাল মোট 18 লাখ 38 হাজার 490টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷

গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে যায় ভারত ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

Last Updated : Jul 5, 2021, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.