ETV Bharat / bharat

Coronavirus India: দেশে সামান্য কমল সংক্রমণ; মৃত 507 - কোভিড 19

গতকালের থেকে দেশে সামান্য কমল করোনা ভাইরাসের সংক্রমণ (Coronavirus India) ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 383 জন এবং করোনায় মারা গিয়েছেন 507 জন ৷

India reports 41,383 new COVID 19 cases, 507 deaths in the last 24 hours
দেশে সামান্য কমল সংক্রমণ; গত 24 ঘণ্টায় আক্রান্ত 41,383, মৃত 507
author img

By

Published : Jul 22, 2021, 9:50 AM IST

Updated : Jul 22, 2021, 10:17 AM IST

নয়াদিল্লি, 22 জুলাই : গতকালের থেকে সামান্য কমল দেশের কোভিড সংক্রমণ (Coronavirus India) ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 383 জন এবং করোনার বলি হয়েছেন 507 জন ৷ এর ফলে দেশের মোট সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে 3.12 কোটি ও 4.18 লাখ ৷

দেশে বুধবার অনেকটাই বেড়ে যায় করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷ গত মঙ্গলবার 125 দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারে নেমেছিল ৷ কিন্তু সেটাই বুধবার এক লাফে বেড়ে হয় 42 হাজার 15 জন ৷ তবে আজ ফের কিছুটা কমেছে সংক্রমণ ৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 41 হাজার 383 জন ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 12 লাখ 57 হাজার 720 জন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন, দেশে 4 হাজার বাড়ল মৃত

গতকাল নয়া আতঙ্ক তৈরি হয় দেশে মৃতের পরিসংখ্যানে ৷ মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল 374 ৷ সেখানে বুধবার একধাক্কায় তা বেড়ে হয়ে যায় 3 হাজার 998 ৷ ব্যবধান হয় প্রায় 3 হাজার 624 ৷ মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন করাতেই সংখ্যাটা এতটা বেড়ে যায় বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার আবার করোনায় মৃতের সংখ্যা কমে 507 হয়েছে ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 18 হাজার 987 জন ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 6

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 9 হাজার 394 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 4 লাখ 29 হাজার 339 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.35 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় 20 লাখেরও বেশি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 41 কোটি 78 লাখ 51 হাজার 151টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের চেয়ে 10 গুণ বেশি, দাবি সমীক্ষায়

আজও কেরালায় সংক্রমণের সংখ্যা (17,481) সবচেয়ে বেশি ৷ তারপরেই রয়েছে মহারাষ্ট্র (8,159) ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 62 জন, মৃত্যু হয়েছে 4 জনের ৷ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথমবার মিজোরামের 75 জনের শরীরে ডেল্টা, আলফা ও বিটা এই তিন ধরনের করোনার ভ্যারিয়েন্ট মিলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 22 জুলাই : গতকালের থেকে সামান্য কমল দেশের কোভিড সংক্রমণ (Coronavirus India) ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 383 জন এবং করোনার বলি হয়েছেন 507 জন ৷ এর ফলে দেশের মোট সংক্রমণ ও করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে 3.12 কোটি ও 4.18 লাখ ৷

দেশে বুধবার অনেকটাই বেড়ে যায় করোনার সংক্রমণ ৷ মঙ্গলবারের তুলনায় প্রায় 40 শতাংশ বাড়ে আক্রান্তের সংখ্যা ৷ গত মঙ্গলবার 125 দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা 30 হাজারে নেমেছিল ৷ কিন্তু সেটাই বুধবার এক লাফে বেড়ে হয় 42 হাজার 15 জন ৷ তবে আজ ফের কিছুটা কমেছে সংক্রমণ ৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 41 হাজার 383 জন ৷ এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 12 লাখ 57 হাজার 720 জন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন, দেশে 4 হাজার বাড়ল মৃত

গতকাল নয়া আতঙ্ক তৈরি হয় দেশে মৃতের পরিসংখ্যানে ৷ মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল 374 ৷ সেখানে বুধবার একধাক্কায় তা বেড়ে হয়ে যায় 3 হাজার 998 ৷ ব্যবধান হয় প্রায় 3 হাজার 624 ৷ মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সংশোধন করাতেই সংখ্যাটা এতটা বেড়ে যায় বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার আবার করোনায় মৃতের সংখ্যা কমে 507 হয়েছে ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 18 হাজার 987 জন ৷

আরও পড়ুন: West Bengal Corona Update : ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু কমে 6

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 9 হাজার 394 জন ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 4 লাখ 29 হাজার 339 জন ৷ সুস্থতার হার বর্তমানে 97.35 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় 20 লাখেরও বেশি টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 41 কোটি 78 লাখ 51 হাজার 151টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু সরকারি হিসেবের চেয়ে 10 গুণ বেশি, দাবি সমীক্ষায়

আজও কেরালায় সংক্রমণের সংখ্যা (17,481) সবচেয়ে বেশি ৷ তারপরেই রয়েছে মহারাষ্ট্র (8,159) ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 62 জন, মৃত্যু হয়েছে 4 জনের ৷ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, এই প্রথমবার মিজোরামের 75 জনের শরীরে ডেল্টা, আলফা ও বিটা এই তিন ধরনের করোনার ভ্যারিয়েন্ট মিলেছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Jul 22, 2021, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.